WB HS Exam 2023: প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০ টি কড়া নির্দেশিকা! পরীক্ষার আগে সতর্ক থাকুন।

Join Whatsapp Group

Join Telegram Group

রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ১৪ মার্চ। পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাধিক নির্দেশিকা জারি করেছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য গত সোমবার(HS Exam 2023) উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ২০ দফা নির্দেশ সম্বলিত নির্দেশ জারি করেছে।

14 মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ গত সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ২০ দফা নির্দেশ সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথমবারের মতো মেটাল ডিটেক্টর অনুসন্ধান পরিচালনার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে সংসদ। ইলেকট্রনিকস গেজেট নিয়ে কোনো পড়ুয়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছে কিনা, (HS Exam 2023)তা নিশ্চিত করার জন্যই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Madhyamik Exam Result Date Release 2023– মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কবে? জানালো পর্ষদ সভাপতি।

সংসদ উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য কি কি ব্যবস্থা নিয়েছে-

প্রত্যেকটি মেন ভেনুতে প্রশ্নপত্রের সুরক্ষার জন্য থাকবেন ২ জন কাউন্সিল নমিনি (Council Nominee) এবং সাব ভেনুতে ১ জন কাউন্সিল নমিনি।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রের মেন গেটে থাকবে পুলিশি নজরদারি। ভেনু সুপারভাইজার (Venue Supervisor) এবং সেন্টার ইনচার্জ ছাড়া আর কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না।মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ আটকানোর জন্য স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড(HS Exam 2023) দেওয়ার সময় পরীক্ষার্থীদের সতর্ক করে দিতে হবে।

পরীক্ষা শুরু হওয়ার পর কোনো শিক্ষক এবং শিক্ষাকর্মীর পরীক্ষার হল থেকে বাইরে যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।গোটা রাজ্যে প্রায় ২৩৫টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে সংসদ। এইসব পরীক্ষাকেন্দ্রে থাকবে Electronics Gadget Checking-এর ব্যবস্থা।

প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে থাকবেন ২ জন করে ইনভিজিলেটর (Invigilator)। কারোর কাছে মোবাইল নেই তা নিশ্চিত হওয়ার পর প্রশ্নপত্র বিতরণ করবেন তাঁরা। সরকার জানিয়েছে যে, (HS Exam 2023)এই নজরদারিতে যদি কোনো গাফিলতির অভিযোগ ওঠে তাহলে সরকার কড়া পদক্ষেপ নেবে।

যেদিন যে বিষয়ের পরীক্ষা সেই কক্ষে সেদিন সেই বিষয়ের শিক্ষক ডিউটি করতে পারবে না।ভেনু সুপারভাইজারদের দেওয়া হবে আইডি কার্ড (ID Card)। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নের সার্বিক সুরক্ষার দায়িত্ব তাঁদের।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉Aadhaar Card Update : আপনার আধার কার্ড আছে?এবার সব সমস্যার সমাধান করুন বাড়িতে বসেই!

যদি কোনো পরীক্ষাকেন্দ্রে টোকাটুকি, ভাঙচুর অথবা বিশৃঙ্খলার অভিযোগ ওঠে তাহলে স্থগিত রাখা হবে সেই স্কুলের ফলাফল। এমনকি বাতিলও হতে পারে স্কুলের স্বীকৃতি।ভেন্যু সুপারভাইজার পরীক্ষার দিনগুলিতে নিজের দায়িত্বে প্রশ্নপত্র সুরক্ষিত রাখবেন। (HS Exam 2023)যখন প্রশ্নপত্র খোলা হবে তখন ১ জন কাউন্সিল নমিনি এবং পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক।

প্রত্যেকদিন সকাল ৮টা থেকে সমস্ত ভেনুতে উপস্থিত থাকবেন কাউন্সিল নমিনি।যদি কোনো কক্ষে মোবাইল পাওয়া যায়, তাহলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।

ভেনু সুপারভাইজারদের জন্য দেওয়া হবে Examination Confidential Format। যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে, তাহলে ওই ফরম্যাটে তার উল্লেখ করতে হবে।পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে ১ ঘন্টা পর্যন্ত টয়লেটে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। কোনো পরীক্ষার্থী ১২ টা ৪৫ মিনিটের আগে হল থেকে বেরতে পারবে না।(HS Exam 2023)ভেনু সুপারভাইজারদের কক্ষে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হবে পরীক্ষার দিনগুলিতে।

সংসদ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় কোনো বিতর্ক চায় না। তাই নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য নির্দেশিকায় একাধিক কড়া পদক্ষেপ করা হয়েছে। তাই এবার শুধু পরীক্ষার্থী নন, শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।(HS Exam 2023) মোবাইল নিয়ে একমাত্র পরীক্ষাকেন্দ্রের সুপারভাইজার, ইন-চার্জ এবং সেক্রেটারি প্রবেশ করতে পারবেন।

hs exam 2023

এছাড়াও পরীক্ষাকেন্দ্রে যদি পরীক্ষা চলাকালীন কোনো ভাঙচুরের ঘটনা ঘটে, তাহলে সেই স্কুলের অনুমোদন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত

14 thoughts on “ WB HS Exam 2023: প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০ টি কড়া নির্দেশিকা! পরীক্ষার আগে সতর্ক থাকুন।”

Leave a Comment