Free Ration:আপনি কি বিনামূল্যে রেশন পান? ভুলেও করবেন না এই ভুলগুলি,না হলে গুনতে হবে মাশুল। জেনে নিন

Join Whatsapp Group

Join Telegram Group

২০১৯ সালের শেষের দিকে শুরু হওয়া করোনা মহামারীর প্রাদুর্ভাব ২০২০ সাল নাগাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।(Free Ration) ভারতে করোনা মহামারীর প্রাদুর্ভাব স্পষ্ট হওয়ার সাথে সাথে সাধারণ মানুষের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করে। সাধারণ মানুষের সুবিধা। এতে উপকৃত হয়েছেন অনেক সাধারণ মানুষ।

কিন্তু করোনার পর দেখা গেল অনেক অযোগ্য মানুষ যারা বিনামূল্যের রেশন পাওয়ার যোগ্য নন, তারাও দিনের পর দিন বিনামূল্যে রেশন পাচ্ছেন।(Free Ration) এর আগেও, কেন্দ্রীয় সরকার এই অযোগ্য ব্যক্তিদের বহুবার সতর্ক করেছে যাতে তারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য না হয়। করা থেকে বিরত, কিন্তু কোন বিশেষ লাভ।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 WB HS Exam 2023: প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০ টি কড়া নির্দেশিকা! পরীক্ষার আগে সতর্ক থাকুন।

👉 Tarbandi Yojana – আবেদন করুন তারবন্দি যোজনায় আর পেয়ে যান ৪০,০০০ টাকা,এখনই আবেদন করুন।

২০২২ সালে, কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে বিনামূল্যে রেশন দানের মেয়াদ এই বছর আরও বাড়ানো হয়েছে অর্থাৎ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। তবে এই বিনামূল্যের রেশন শুধুমাত্র তাদের জন্য যারা সত্যিই যোগ্য।(Free Ration) বিনামূল্যে রেশন দান প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কোটি কোটি টাকা খরচ করেছে। এরপরও যদি অযোগ্যরা দিনের পর দিন বিনামূল্যে এই রেশন পেতে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে প্রকৃত যোগ্য গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন। তাই এবার তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার।

অযোগ্য ব্যক্তিরা আর ফ্রী রেশন না পায়। এরজন্য সতর্কও করেছে অযোগ্য উপোভোক্তাদের। এরপর কোনো অযোগ্য উপোভোক্তা হাতেনাতে ধরা পড়লে তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। তাই আপনিও যদি যোগ্য না হয়েও ফ্রী রেশন গ্রহণ করে থাকেন তবে এখনই সতর্ক হোন।

ফোরহূইলার গাড়ি অর্থাৎ চার চাকার গাড়ি থাকলে সেই ব্যক্তি কোনোভাবেই ফ্রী রেশন ব্যবস্থার সুবিধা পাওয়ার যোগ্য নন।(Free Ration)এছাড়াও যদি কোনো ব্যক্তি নিজের উপার্জিত ইনকাম দিয়ে ১০০ স্কোয়ার ফুটের বাড়ি কিংবা ফ্ল্যাট তৈরী করে বা কিনে থাকেন তবুও সেই ব্যক্তি ফ্রী রেশন পাওয়ার অযোগ্য।

গ্রামের বাসিন্দাদের ক্ষেত্রে কারোর যদি পারিবারিক বার্ষিক ইনকাম ২ লক্ষ টাকা বা তার বেশি হয় তাহলে তারা ফ্রী রেশন পাবেন না। আর্ম লাইসেন্স অর্থাৎ অস্ত্রের লাইসেন্স থাকলে সেই ব্যক্তি ফ্রী রেশন পাওয়ার অযোগ্য।

Free Ration

উপরোক্ত কারণগুলি সত্ত্বেও, অযোগ্য হওয়া সত্ত্বেও, আপনি যদি বিনামূল্যে রেশন সুবিধা গ্রহণ করেন, এখনই সাবধান হন, তাছাড়া আপনি যদি ধরা পড়েন তবে আপনি গুরুতর বিপদে পড়তে পারেন, আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং আপনার রেশন কার্ড স্থগিত করা হতে পারে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন

🔥 আরও পড়ুন:👇👇👇

👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত

6 thoughts on “Free Ration:আপনি কি বিনামূল্যে রেশন পান? ভুলেও করবেন না এই ভুলগুলি,না হলে গুনতে হবে মাশুল। জেনে নিন”

Leave a Comment