অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাকরির সুযোগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের অফিসিয়াল পোর্টাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাপোর্ট অফিসারের মোট ৯ টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে।
প্রসঙ্গত, ১৮ই মার্চ, দেশের বৃহত্তম ব্যাঙ্ক রাজ্য, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের জন্য সহায়তা অফিসার পদের জন্য একটি অস্থায়ী চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদের জন্য যোগ্যতা, বেতন, বয়সসীমা ইত্যাদি সম্পর্কিত তথ্য নীচে দেওয়া হল।
এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
আবেদন করার যোগ্যতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাপোর্ট অফিসারের পদে আবদেন করার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জানিয়েছে যে, সাপোর্ট অফিসারের এই চাকরিটি অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের জন্য তাই এক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।
🔥আরও পড়ুন:👇👇👇
👉 Start Own Business:এই ব্যবসায় লাখ লাখ টাকা আয় ৫০০০ টাকা বিনিয়োগেই লোকসানের গল্পই নেই, জেনে নিন।
👉 Indian Railways:রেলের ইতিহাসে প্রথম, ট্রেন সফরের সময় মিলবে এই সকল খাবার,জানুন বিস্তারিত।
👉 এবার রিচার্জের ঝামেলা শেষ, নতুন এই স্মার্টফোনে কথা হবে নেটওয়ার্ক ছাড়াই,বিস্তারিত জানুন।
তবে যেই প্রার্থীরা আগে CMPOC তে কাজ করেছে তাদের অগ্রধিকার দেওয়া হবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
বয়সসীমা: সাপোর্ট অফিসারের পদে আবদেন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ই মার্চ ২০২৩ অনুযায়ী ৬৩ বছরের বেশি হওয়া যাবে না।
বেতন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাপোর্ট অফিসারের চাকরির জন্য মাসিক বেতন ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা নির্ধারিত করেছে। আরো জানিয়ে রাখি যে সাপোর্ট অফিসারের পদে প্রার্থীদের অস্থায়ী ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। তবে পরে সংস্থা চাকরির মেয়াদ ৩ বছর পর্যন্ত বাড়াতে পারে। এবিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে বর্তমানে সম্ভবতঃ প্রার্থীদের ২ বছরের জন্য নিয়োগ করা হবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাপোর্ট অফিসারের পদে আবদেন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers পোর্টাল থেকে আগামী ১লা এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবে। এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (https://sbi.co.in/documents/77530/25386736/180323-Advertisement+of+Support+Officer+CMPOC.pdf/b22f48fd-e79b-6c8e-4909-d505481bb0c2?t=1679139514309) পড়ুন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 | 🔥যুক্ত হন |
🔥 আরও পড়ুন:👇👇👇
👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।
👉আপনি যদি আগামীকালের মধ্যে এই কাজটি না করলে পাবেন না ওয়েসিস স্কলারশিপের টাকা। জেনে নিন।
👉 Free Ration:আপনি কি বিনামূল্যে রেশন পান? ভুলেও করবেন না এই ভুলগুলি,না হলে গুনতে হবে মাশুল। জেনে নিন।
👉 আর যেতে হবে না অফিসে, এবার আধার প্যান সবের আপডেট হবে। এবার অটোমেটিক্যালি,জানুন বিস্তারিত।
👉 ট্রেনের শেষ বগিতে ‘X’ লেখা থাকে কেন? সঠিক উত্তর কি জানালো রেল,বিস্তারিত জানুন।