হঠাৎ কেউ অসুস্থ হলে বেসরকারি হাসপাতালে (Privet Hospital) বেড পেতে ছুটতে হয় বাড়ির লোকজনকে। এমন সময় বাড়ির লোকজন জ্যোতির্বিদ্যা জ্ঞানশূন্য হয়ে পড়ে। বিছানা কিভাবে সাজানো হবে ভেবে মরিয়া। তবে এবার হাসপাতালে একটি বেড পাওয়া যাবে কিনা সেই সংক্রান্ত সমস্ত তথ্যও পাওয়া যাবে একটি ফোনে।
এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য কমিশনের (Health comission) তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এরপর কাজ শুরু হয়। সেই আলোচনায় বলা হয়, এখন থেকে নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে ফোন করে জানতে পারবেন কোন হাসপাতালে কত শয্যা খালি আছে। সেক্ষেত্রে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হবে না।
🔥আরও পড়ুন:👇👇👇
👉 Start Own Business:এই ব্যবসায় লাখ লাখ টাকা আয় ৫০০০ টাকা বিনিয়োগেই লোকসানের গল্পই নেই, জেনে নিন।
👉 Indian Railways:রেলের ইতিহাসে প্রথম, ট্রেন সফরের সময় মিলবে এই সকল খাবার,জানুন বিস্তারিত
👉 এবার রিচার্জের ঝামেলা শেষ, নতুন এই স্মার্টফোনে কথা হবে নেটওয়ার্ক ছাড়াই,বিস্তারিত জানুন
পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) এখন সিদ্ধান্ত নিয়েছে যে একটি বেসরকারী হাসপাতালে উপলব্ধ শয্যা সংখ্যা পোর্টালে উল্লেখ করা হবে। টোল ফ্রি নম্বরে কল করলেও জানা যাবে। আপনি ঘরে বসে জানতে পারবেন যে হাসপাতালে আপনি রোগীকে নিয়ে যেতে চান সেখানে কতটি শয্যা আছে। তাহলে আর চিন্তা করতে হবে না।
জরুরীকালীন ভিত্তিতে কোনও রোগীর বেডের প্রয়োজন হলে সংশ্লিষ্ট হাসপাতালে বেড রয়েছে কি না সেটা ওই পোর্টাল দেখেই বোঝা যাবে। এদিকে স্বাস্থ্য কমিশন (Health Commission) আগেই জানিয়েছিল ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন খোলা হবে। সেখানে বেসরকারি হাসপাতাল সংক্রান্ত কোনও প্রয়োজন হলেই সহায়তা চেয়ে ফোন করা যাবে। তবে এবার সেই হাসপাতালে বেড পাওয়া যাবে কি না সেই সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে।
এই উদ্যোগে স্বভাবতই খুশি সাধারণ মানুষ। তবে তাদের পাশাপাশি বেসরকারি হাসপাতালের কর্মকর্তারাও বেশ খুশি। তাদের মতে, এই ব্যবস্থার মাধ্যমে রোগীর পরিবার অনেকটাই স্বস্তি পাবে। তাদের কাউকে আবার বিছানা নিয়ে চিন্তা করতে হবে না।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 | 🔥যুক্ত হন |
🔥 আরও পড়ুন:👇👇👇
👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।
👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত
👉আপনি যদি আগামীকালের মধ্যে এই কাজটি না করলে পাবেন না ওয়েসিস স্কলারশিপের টাকা। জেনে নিন
👉 Free Ration:আপনি কি বিনামূল্যে রেশন পান? ভুলেও করবেন না এই ভুলগুলি,না হলে গুনতে হবে মাশুল। জেনে নিন
👉 আর যেতে হবে না অফিসে, এবার আধার প্যান সবের আপডেট হবে। এবার অটোমেটিক্যালি,জানুন বিস্তারিত
👉 ট্রেনের শেষ বগিতে ‘X’ লেখা থাকে কেন? সঠিক উত্তর কি জানালো রেল,বিস্তারিত জানুন