Oasis Scholarship Update 2023:আপনি যদি আগামীকালের মধ্যে এই কাজটি না করলে পাবেন না ওয়েসিস স্কলারশিপের টাকা। জেনে নিন

Join Whatsapp Group

Join Telegram Group

ওয়েসিস স্কলারশিপ পশ্চিমবঙ্গের বর্তমান স্কলারশিপগুলির মধ্যে একটি। (Oasis Scholarship update) এই মরূদ্যান বৃত্তি রাজ্য সরকার অনগ্রসর জাতি-উপজাতি অর্থাৎ অনগ্রসর শ্রেণীর ছাত্রদের দিয়ে থাকে।যার অপর নাম SC-ST-OBC Scholarship। এই স্কলারশিপটি নবম শ্রেণী থেকে শুরু করে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত SC/ST/OBC ছাত্র-ছাত্রীরা পেয়ে থাকে।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 WB HS Exam 2023: প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০ টি কড়া নির্দেশিকা! পরীক্ষার আগে সতর্ক থাকুন।

👉 Tarbandi Yojana – আবেদন করুন তারবন্দি যোজনায় আর পেয়ে যান ৪০,০০০ টাকা,এখনই আবেদন করুন।

আপনিও যদি ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship update) পেয়ে থাকেন তবে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি এটি না করেন, আপনি ওয়েসিস স্কলারশিপের টাকা পাবেন না। । ইতিমধ্যেই বহু সংখ্যক ছাত্র-ছাত্রীরা আবেদন করেছেন ২০২২-২০২৩ বর্ষের ওয়েসিস স্কলারশিপের জন্য। কিন্তু এই ভুলগুলি করে থাকলে আপনি পাবেন না ওয়েসিস স্কলারশিপের টাকা (Oasis Scholarship update)।

ওয়েসিস স্কলারশিপ ২০২২-২০২৩ এর টাকা পাওয়ার জন্য স্কলারশিপের আবেদন ফর্মটি দ্রুত ভেরিফাই করে নেওয়া প্রয়োজন। যদিও বেশ কিছু ছাত্র-ছাত্রীর অ্যাপ্লিকেশন ফর্ম ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই হয়ে গিয়েছে, তবুও কিছু ছাত্র-ছাত্রীর অ্যাপ্লিকেশন বিডিও/মিউনিসিপ্যালিটি লেভেলে রয়েছে, আবার বহু ছাত্র-ছাত্রীদের অ্যাপ্লিকেশন ফর্ম এখনও স্কুল লেভেলেই পড়ে রয়েছে।

ওয়েসিস স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটের অ্যানাউন্সমেন্ট সেকশনে স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ভেরিফাই করার লাস্ট ডেট সম্পর্কিত নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিফিকেশন অনুযায়ী, ইনস্টিটিউট লেভেলে স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ভেরিফাই করার লাস্ট ডেট ছিলো ৩রা মার্চ, ২০২৩; আর ব্লক/এসডিও/মিউনিসিপ্যালিটি লেভেলে স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ভেরিফাই করার লাস্ট ডেট রাখা হয়েছে ৯ই মার্চ, ২০২৩ অর্থাৎ আগামীকাল, ডিস্ট্রিক্ট লেভেলে স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ভেরিফাই করার লাস্ট ডেট রাখা হয়েছে ১২ই মার্চ, ২০২৩।

অর্থাৎ ব্লক লেভেলে ভেরিফিকেশন এর ডেট এখনো পেরিয়ে যায়নি। তাই যাদের ওয়েসিস স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম এখনও ইনস্টিটিউট লেভেলে পড়ে রয়েছে, তারা নিজ নিজ ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে দ্রুতই তা ব্লক লেভেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। নইলে ওয়েসিস স্কলারশিপের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবেনা।

oasis scholarship status verification

বিডিও/মিউনিসিপ্যালিটি লেভেলে ভেরিফিকেশন হয়ে গেলে আর চিন্তার কোনো কারণ নেই, ১২ই মার্চের মধ্যেই তা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফিকেশন করে দেওয়া হবে। আর ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন হয়ে গেলে স্কলারশিপের টাকা দেরীতে হলেও নিশ্চিতভাবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন

🔥 আরও পড়ুন:👇👇👇

👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত

8 thoughts on “Oasis Scholarship Update 2023:আপনি যদি আগামীকালের মধ্যে এই কাজটি না করলে পাবেন না ওয়েসিস স্কলারশিপের টাকা। জেনে নিন”

Leave a Comment