সমগ্র ভারতের গৃহহীন মানুষকে পাকা বাড়ি প্রদানের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকর প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশের নাগরিকদের মধ্যে প্রশ্নের শেষ নেই।(Awas Yojana Status 2023)আর এবারে আবাস যোজনা নিয়ে এমন এক আপডেট সামনে আনা হয়েছে, যার কারণে পুনরায় পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের জনগণের মধ্যে বিভিন্ন প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিভিন্ন রিপোর্টে তথ্য প্রকাশ পেয়েছে তা অনুযায়ী জানা গেছে যে, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে যারা নিজেদের নাম আগেই নথিভুক্ত করেছিলেন, আবেদনের স্ট্যাটাসে (PM Awas Yojana Status) হঠাৎ করেই তাদের বিশেষ পরিবর্তন করা হয়েছে। যার জন্য আবেদনকারীরা কার্যত চিন্তায় পড়ে গেছেন যে, আবাস যোজনার অধীনে পরবর্তীতে বাড়ি তৈরিতে অনুমোদন এবং অনুদান তারা আদেও পাবেন কিনা। এই নিয়েই রাজ্যের সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে জল্পনার।
🔥আরও পড়ুন:👇👇👇
👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।
এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
সূত্রের দাবি, যে সমস্ত আবেদনকারীর অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড ছিল, সেই সমস্ত আবেদনকারীদের স্ট্যাটাস ইতিমধ্যেই পরিবর্তন করে করা হয়েছে Pending with PFMS।অপরদিকে, এই সমস্ত ব্যক্তিদের রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Beneficiary Details চেক করলেই Account Status-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, Frozen by not send to PFMS লেখা রয়েছে। আর এটিই চিন্তায় পড়েছেন এই সমস্ত আবেদনকারীরা।
আপনাকে জানিয়ে রাখি যে, এটি নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আবেদন করার সময় আপনি যে আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জমা দিয়েছিলেন, সেগুলি ভেরিফিকেশনের সময় সেই আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের যদি লিংক না থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের স্ট্যাটাস পরিবর্তন করে করে দেওয়া হচ্ছে Frozen by not send to PFMS।আপনার আধার নম্বরের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, পরবর্তীকালে সেটির ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হলেই আপনার স্ট্যাটাস (Awas Yojana Status) পুনরায় ভেরিফাইড করে দেওয়া হবে।
কিন্তু যদি কোনোভাবে ভেরিফিকেশনের সময় ব্যাংক অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায় অথবা অ্যাকাউন্ট স্ট্যাটাস যদি রিজেক্ট দেখায়, তাহলে কিন্তু চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। সেইক্ষেত্রে আপনাকেই এই সমস্যার সমাধান করতে হবে।আধার আপডেটের প্রক্রিয়াটি বর্তমানে গ্রাম পঞ্চায়েত সম্পন্ন করছে। যার জন্য স্ট্যাটাসের ক্ষেত্রে লেখা রয়েছে Pending with PFMS। যদি সমস্ত তথ্য ঠিক থাকে, তাহলে এই প্রকল্পের অধীনে আপনি খুব শীঘ্রই অনুদান পাবেন।
🔥আরও পড়ুন:👇👇👇
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
🔥আরও পড়ুন:👇👇👇
👉 Madhyamik Exam Result Date Release 2023– মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কবে? জানালো পর্ষদ সভাপতি।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉Aadhaar Card Update : আপনার আধার কার্ড আছে?এবার সব সমস্যার সমাধান করুন বাড়িতে বসেই!
2 thoughts on “Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত”