ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সুরক্ষিত গৃহহীনদের পাকাবাড়ি প্রদান করা প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) কার্যকর করা হয়েছে। আর ইতিমধ্যেই এই যোজনার আওতায় কারা অনুদান পেতে চলেছেন তার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) আওতায় অনুদান প্রদানের স্বার্থে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর এবং প্রধানমন্ত্রী আবাস যোজনাকে গ্রামীণ এই দুটি ভাগে বিভক্ত করা হলেও বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিংবা প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা সমগ্র ভারতে বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। এমনকী সমগ্র পশ্চিমবঙ্গে নাগরিকদের ক্ষেত্রেও একইভাবে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। আর এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রশ্ন হলো আবাস প্লাস যোজনার আওতায় কারা টাকা বাড়ি তৈরির অনুদান পেতে চলেছেন তা জানা যাবে কিভাবে। আর তাতে আজকের এই পোস্টে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।
🔥আরও পড়ুন:👇👇👇
👉 Start Own Business:এই ব্যবসায় লাখ লাখ টাকা আয় ৫০০০ টাকা বিনিয়োগেই লোকসানের গল্পই নেই, জেনে নিন।
👉 Indian Railways:রেলের ইতিহাসে প্রথম, ট্রেন সফরের সময় মিলবে এই সকল খাবার,জানুন বিস্তারিত
👉 এবার রিচার্জের ঝামেলা শেষ, নতুন এই স্মার্টফোনে কথা হবে নেটওয়ার্ক ছাড়াই,বিস্তারিত জানুন
চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা কারা অনুদান থেকে চলেছেন তা জানতে পারবেন:-
১. এর জন্য প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ -এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in/netiayHome/home.aspx -এ যেতে হবে।
২. এরপর হোম পেজের মেনু বারে থাকা অপশনগুলির মধ্য থেকে আপনাকে Awaassoft অপশনটিতে ক্লিক করতে হবে এবং এরপর আপনার সামনে যে নতুন অপশনগুলি আসবে তার মধ্য থেকে আপনাকে Report অপশনটি বেছে নিতে হবে।
৩. পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনাকে E-FMS Reports অপশনটির আওতায় থাকা Beneficiaries registered, accounts frozen and verified বাটনে ক্লিক করতে হবে।
৪. পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনি কোন অর্থবর্ষের রিপোর্ট দেখতে চাইছেন তা সঠিকভাবে নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আপনি ২০২২-২৩ অর্থবর্ষের তালিকা দেখতে চাইলে ২০২২-২৩ এবং ২০২৩ এর শুরুতে নতুন করে যেসমস্ত বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে তার তালিকা দেখতে চাইলে PMAYG cumulative progress অপশনে ক্লিক করতে হবে।
৫. এরপর আপনাকে আপনার রাজ্য, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে নির্বাচন করে নেওয়ার পর ক্যাপচা কোডটি পূরণ করে Submit অপশনে ক্লিক করতে হবে।
৬. উপরোক্ত অপশনে ক্লিক করলেই ওই পেজটির নিচের দিকে আপনার এলাকায় কারা কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে অনুদান পেতে চলেছেন তা দেখতে পাবেন। এছাড়াও Download PDF এবং Download Excel অপশনে ক্লিক করে আপনি ওই তালিকাটিকে PDF কিংবা Excel ফাইল রূপে আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 | 🔥যুক্ত হন |
🔥 আরও পড়ুন:👇👇👇
👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।
👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত
👉আপনি যদি আগামীকালের মধ্যে এই কাজটি না করলে পাবেন না ওয়েসিস স্কলারশিপের টাকা। জেনে নিন
👉 Free Ration:আপনি কি বিনামূল্যে রেশন পান? ভুলেও করবেন না এই ভুলগুলি,না হলে গুনতে হবে মাশুল। জেনে নিন
👉 আর যেতে হবে না অফিসে, এবার আধার প্যান সবের আপডেট হবে। এবার অটোমেটিক্যালি,জানুন বিস্তারিত