WB Primary Interview Date: প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ! জেনে নিন এখনই

Join Whatsapp Group

Join Telegram Group

১: প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া (WB Primary Interview Date) নিয়ে এলো গুরুত্বপূর্ণ খবর। পর্ষদ (West Bengal Board of Primary Education) প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলো। নেওয়া হবে ষষ্ঠ ফেজের ইন্টারভিউকেন্দ্রীয়ভাবে কলকাতাতেই নেওয়া হবে প্রাথমিকের ইন্টারভিউ।

২: প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, যাঁরা পূর্ব বর্ধমান জেলার জন্য শিক্ষক পদে আবেদন করেছেন তাদেরই ইন্টারভিউ নেওয়া হবে। (WB Primary Interview Date) অন্যান্য জেলার প্রাইমারি টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে ধাপে ধাপে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ষষ্ঠ ফেযের ইন্টারভিউ নেওয়া শুরু হবে। এই ইন্টারভিউ প্রক্রিয়া আগামী ৩ মার্চ পর্যন্ত চলবে।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Bank Holiday: আগামী ১৪ দিনের মধ্যে ৭ দিন বন্ধ থাকবে সব ব্যাঙ্ক! কোন কোন তারিখে? জেনে নিন এক ক্লিকেই

৩: পর্ষদ সভাপতি গৌতম পাল (Gautam Paul) এর আগেই জানিয়েছিলেন যে, পর্ষদ বছরে ২ বার নিয়োগ করতে চায়। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ৪০ হাজারেরও বেশি প্রার্থী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছেন।

৪: প্রাথমিক নিয়োগ দুর্নীতি রুখতে পর্ষদ এবার একাধিক নজির বিহীন পদক্ষেপ নিয়েছে। এবারে ইন্টারভিউয়ে চক-ডাস্টার থাকবে! চাকরিপ্রার্থীদের প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়ায় ক্লাস নিতে হবে। প্রত্যেক পরীক্ষক যা নম্বর দেবেন, সরাসরি তা পর্ষদের সার্ভারে চলে যাবে। পাশাপাশি করা হবে ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও

৫: জানা গেছে যে, চাকরি প্রার্থীরা কিভাবে ক্লাসে পড়াবেন, তা তাদেরকে অ্যাপটিটিউড টেস্টে চক-ডাস্টার ব্যবহার করে হাতে-কলমে দেখাতে হচ্ছে। যেভাবে তারা ক্লাসে পড়াবেন, ইন্টারভিউ সেই ভাবেই দিতে হচ্ছে।

৬: শিক্ষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুন হলো, ক্লাসে ভালো করে পড়ানো। তাই ইন্টারভিউতেই এবার সেটা দেখে নেওয়া হচ্ছে। অভিযোগ ওঠে যে, ইন্টারভিউতে অনেকে ভালো নম্বর পেলেও ক্লাসে নাকি তারা ঠিকঠাক পড়াতে পারেন না!

wb-primary-bbpe-west-bengal-board-of-primary-education-has-given-this-important-notification-regarding-wb-primary-interview-date

৭: পরীক্ষকরা এবারে আর খাতায় নম্বর দেবেন না। তাঁরা যে নম্বর দেবেন, তা পর্ষদের সার্ভারে চলে যাবে। পরীক্ষক নিজেই নম্বর আপলোড করবেন সার্ভারে। এরপর ৩ জন পরীক্ষক যে নম্বর দেবেন, সেই গড় নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। পর্ষদের দাবি, এর ফলে কারচুপি করার আর কোনো সুযোগ থাকবে না।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇

এইরকম সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে