Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

Join Whatsapp Group

Join Telegram Group

বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ জনগণের ক্ষেত্রে আধার কার্ড, PAN কার্ডের পাশাপাশি (Ration Withdrawal Update 2023 )রেশন কার্ডও একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে।আর ইতিমধ্যেই এই রেশন কার্ড সংক্রান্ত আরো এক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ্যে আনা হয়েছে, যা না জানলে সমস্যায় পড়তে হবে পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের।

নতুন বছরে নতুন করে রেশন তোলার নিয়ম জারি করল রাজ্য সরকার। এই নিয়মটি পালন না করলে এবার থেকে মিলবে না রেশন। আর নিয়মটি পালন করতে সেরে ফেলতে হবে এই গুরুত্বপূর্ণ কাজটি। তবেই কিন্তু এবার থেকে মিলবে রেশন সামগ্রী। কি সেই নিয়ম? দেখে নিন বিস্তারিত।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 WB Primary Interview Date: প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ! জেনে নিন এখনই

সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় তোলপাড় হয়েছে গোটা দেশ। একটি সমীক্ষার তথ্য আলোড়ন ফেলেছে গোটা দেশে। পশ্চিমবঙ্গে যখন রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছিল বিরোধীরা, তখন বিজেপি শাসিত একাধিক রাজ্য রেশন দুর্নীতি মামলায় শীর্ষস্থানে অবস্থান করছে। রেশন দুর্নীতিতে শীর্ষে রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। তার ঠিক কিছুটা নিচেই রয়েছে গুজরাটের নাম। এছাড়াও বিজেপি শাসিত কর্ণাটক, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডের নামও রয়েছে এই দুর্নীতির তালিকায়। তালিকার মাঝামাঝি স্থানে রয়েছে বাংলার নামও। আর এই রেশন দুর্নীতি রোধ করতেই এই নতুন নিয়ম জারি করতে চলেছে রাজ্য।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

রেশন তোলার ক্ষেত্রে অনেকদিন আগেই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযোগস্থাপন করা বাধ্যতামূলক করে কেন্দ্র। এক্ষেত্রে সকল নাগরিকের আধার কার্ড না থাকায় এই নিয়মকে ঘিরে তৈরি হয় নানা বিতর্ক। এরপর একাধিকবার একাধিক নিয়ম চালু করে রাজ্য। আঙুলের ছাপ নেওয়া, মোবাইল নম্বরে ওটিপি দেওয়ার মতো পদ্ধতিও চালু হয়। সেক্ষেত্রেও দেখা যায় নানা সমস্যা। বয়স্ক মানুষদের যেমন হাতের রেখা অস্পষ্ট হয়ে যায় তেমনই গ্রামাঞ্চলে অনেকেরই মোবাইল নেই এখনো। তাই এবার চোখের কর্নিয়া মিলিয়ে রেশন দেওয়ার পথে হাঁটছে রাজ্য। কারণ বয়স বাড়লেও কর্নিয়ার আকৃতি একইরকম থাকে। আর আধার কার্ড তৈরির সময় এই কর্নিয়ার তথ্য লোড থাকে সরকারের পোর্টালে। তাই এবার কর্নিয়া মিলিয়েই রেশন ব্যবস্থা চালু রাখার বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য। এক্ষেত্রে আধার কার্ড লিঙ্ক জরুরী।

আগত এপ্রিল মাস থেকে চোখের মনি স্ক্যান এবং আধার নম্বর যাচাইকরণ এই দুটি পদ্ধতির সঠিকভাবে সম্পন্ন করার মাধ্যমে রেশন দোকান থেকে গ্রাহকদের রেশন দেওয়া হবে। খাদ্য দপ্তরের অধিকারিকদের মতে, আগামী দিনে এই নতুন ব্যবস্থা কার্যকর করা হলে রাজ্যজুড়ে রেশন বন্টন ব্যবস্থাকে ঘিড়ে যে অনিয়ম চলছে তা বন্ধ করা সম্ভব হবে। এমনকী এই নতুন পদ্ধতির মাধ্যমে রেশন ব্যবস্থা স্বচ্ছতা আনা সম্ভব বলেই মনে করা হচ্ছে রাজ্য সরকারের তরফেও।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Madhyamik Exam Result Date Release 2023– মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কবে? জানালো পর্ষদ সভাপতি।

প্রসঙ্গত, দেশের ৮১ কোটি ৩৫ লক্ষ দরিদ্র নাগরিককে রেশন দেয় কেন্দ্র। প্রকল্পটি কেন্দ্রের হলেও এটিকে রূপায়ণের দায়িত্বে থাকে রাজ্য। রেশন ডিলারদের লাইসেন্স প্রদান থেকে রেশন সামগ্রী গোডাউন থেকে দোকানে দোকানে পৌঁছে দেওয়ার দায়িত্বও রাজ্যের। তাই এবার রেশন বিলির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে এই নয়া নিয়ম চালুর পথে রাজ্য।

ration-withdrawal-update-2023

এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, রাজ্যব্যাপী রেশন পদ্ধতিতে পরিবর্তন এনে যে প্রক্রিয়া কার্যকর করা হচ্ছে তাতে সম্মতি রয়েছে কেন্দ্রেরও। ই-পস এবং স্ক্যানার যন্ত্রের মাধ্যমে রেশন বন্টনের পাশাপাশি প্রতিটি রেশন দোকানে নতুন ওজন যন্ত্র আনতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু মডেল দোকানে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। খুব শীঘ্রই রাজ্যের ২১ হাজার রেশন দোকানে এই নতুন ব্যবস্থার আওতায় আনতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। সুতরাং, আগামী মার্চ মাস থেকে যেমনভাবে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে রেশন দোকানগুলিতে পাইলট প্রকল্প কার্যকর করা হচ্ছে ঠিক তেমনভাবেই এপ্রিল মাসে থেকে স্ক্যানার এবং আধার যাচাইকরণের মাধ্যমে রেশন প্রদান করা হবে রাজ্যবাসীকে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉Aadhaar Card Update : আপনার আধার কার্ড আছে?এবার সব সমস্যার সমাধান করুন বাড়িতে বসেই!

6 thoughts on “Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।”

Leave a Comment