Amar Bangla Card 2023: চালু হলো আমার বাংলা কার্ড, কি কি সুবিধা পাবেন? জেনে নিন বিস্তারিত

Join Whatsapp Group

Join Telegram Group

অবশেষে সরকারীভাবে আপন বাংলা কার্ড বা Apon Bangla Card এর উদ্বোধন হলো। আপন বাংলা কার্ড বা আমার বাংলা কার্ড (Amar Bangla Card 2023) নামেও অনেকে চিনতে পারেন। রাজ্য সরকার ইতিমধ্যেই Apon Bangla পোর্টালের উদ্বোধন করেছে। আর এবার থেকে এখানে রেজিস্টার করে এই প্রকল্পে নিজেকে নথিভুক্ত করতে পারেন। তবে কাদের জন্য এই প্রকল্প, কি কি সুবিধা রয়েছে, এই সমস্ত তথ্য জেনে তারপর আবেদন করার যোগ্য হলে আবেদন করতে পারেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গেছে যে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য শাসন ক্ষমতায় আসার পর থেকে শুরু করে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী প্রকাশ্যে জানিয়েছেন যে, তাদের এবার লক্ষ্য হবে রাজ্যে কর্মসংস্থান এবং বিনিয়োগ। পশ্চিমবঙ্গ সরকার এবার সেই লক্ষ্য পূরণ করতে সচেষ্ট হয়েছে। সেই প্রসঙ্গেই এবার আমার বাংলা কার্ড (Amar Bangla card 2023) চালু করা হলো।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে সরকার ইতিমধ্যে একাধিক প্রকল্প (West Bengal Schemes) চালু করেছে। সেই প্রকল্পের তালিকায় এবার যুক্ত হলো আরও একটি নাম। এই আমার বাংলা কার্ড প্রবাসী বাঙালি এবং বিদেশে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের বিশেষ ধরনের পরিচয়পত্র হিসেবে কাজ করবে।

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, কলকাতা আন্তর্জাতিক বইমেলা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো বিভিন্ন জায়গায় এই কার্ড থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গেছে যে, অনেক প্রবাসী বাঙালিই বর্তমানে রাজ্যের উন্নতিতে যোগ দিতে ইচ্ছুক। তাই প্রবাসী বাঙালি এবং ভারতীয়দের রাজ্য সরকার এই কার্ড (Amar Bangla card) চালু করার মাধ্যমে বিশেষ পরিচয়পত্র প্রদান করছে।পশ্চিমবঙ্গ সরকার বিদেশি বিনিয়োগের পথ প্রসারিত করতে চাইছে। ভারতীয় নাগরিকদের সম্পর্কে সকল তথ্যের উল্লেখ থাকবে এই কার্ডে। এই কার্ডের জন্য রাজ্য সরকারের তরফ থেকেও একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে।

amar-bangla-card-2023

প্রবাসী বাঙালি এবং ভারতীয়রা এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। পাসপোর্ট নম্বর, পৃথক রেজিস্ট্রেশন নম্বর, কোন দেশের বাসিন্দা সবকিছুই এই কার্ডের ওপর উল্লেখ থাকবে।সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গেছে যে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাজেট পেশ করার সময় বক্তব্য রেখেছিলেন যে, এই বাজেট সম্পূর্ণভাবে কর্মসংস্থানভিত্তিক হবে, যাতে রাজ্যের বেকার যুবক যুবতীরা যথেষ্ট কর্মমুখী হতে পারে। তবে রাজ্যের সাধারণ মানুষ এই কার্ডের মাধ্যমে ঠিক কতটা সুবিধা পেতে চলেছেন সেটাই এখন দেখার।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 WB Primary Interview Date: প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ! জেনে নিন এখনই

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Madhyamik Exam Result Date Release 2023– মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কবে? জানালো পর্ষদ সভাপতি।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉Aadhaar Card Update : আপনার আধার কার্ড আছে?এবার সব সমস্যার সমাধান করুন বাড়িতে বসেই!

Leave a Comment