Aadhaar Card Update : আপনার আধার কার্ড আছে?এবার সব সমস্যার সমাধান করুন বাড়িতে বসেই!

Join Whatsapp Group

Join Telegram Group

Aadhaar Latest Update-

১: সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) একটি নতুন পরিষেবা লঞ্চ করেছে। এর নাম হলো- Aadhaar Mitra। (Aadhaar Card Update) এটি একটি AI সাপোর্টেড চ্যাটবট। এটি ভারতীয় নাগরিকদের আধার কার্ড সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয়

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Aadhaar Mitra Update-

২: বর্তমানে ভারতীয়দের পরিচয়পত্র হিসেবে যে নামটি সবার প্রথমে উঠে আসে তা হলো আধার কার্ড (Aadhaar Card)। তবে অনেক সময় এই কার্ডের জন্য সমস্যায় পড়তে হয় মানুষকে। কখনও ভুল নাম থাকে, কখনও ঠিক নামে বানান ভুল থাকে, কখনও জন্মতারিখ ভুল থাকে, আবার কখনও ঠিকানাও ভুল থাকে। শুধু তাই নয়, বর্তমানে জালিয়াতদের জেরে Aadhaar সংক্রান্ত একাধিক অভিযোগ থাকে আমাদের।

৩: তবে এবার আধার মিত্র (Aadhar Mitra) পরিষেবার মাধ্যমে এই কার্ডের কোনো সমস্যা কিংবা ভুল সংশোধন করা যায়। এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট, যা চ্যাটের মাধ্যমে যেকোনো সুবিধা দিয়ে থাকে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Bank Holiday: আগামী ১৪ দিনের মধ্যে ৭ দিন বন্ধ থাকবে সব ব্যাঙ্ক! কোন কোন তারিখে? জেনে নিন এক ক্লিকেই

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Primary Interview Date: প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ! জেনে নিন এখনই

৪: বর্তমানেইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI Aadhaar Mitra লঞ্চ করেছে। এই সুবিধার মাধ্যমে যেকোনো ব্যাক্তি PVC স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। এছাড়া বিভিন্ন রকমের কাজ করা যেতে পারে এই চ্যাটবটের মাধ্যমে।

৫: UIDAI সম্প্রতি একটি ট্যুইটবার্তায় জানিয়েছে যে, “#ResidentFirst #UIDAI-এর নতুন AI/ML ভিত্তিক চ্যাট সাপোর্ট ব্যবহারকারীদের এখন আরও ভাল অভিজ্ঞতা দিতে পারবে। জনসাধারণ এখন তাঁদের #Aadhaar PVC কার্ডের স্টেটাস চেক করতে, রেজিস্ট্রেশন করতে এবং অভিযোগগুলি ট্র্যাক করতে পারেন uidai.gov.in/en/ -এ গিয়ে। এখানে আপনি #AadhaarMitra-র সঙ্গে কথা বলতে পারবেন।”

Aadhaar Mitra কী?

৬: সহজ ভাষায় আধার মিত্র হলো একটি চ্যাটবট। এতে অক্সেস করতে গেলে www.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এই চ্যাটবটটি ব্যবহারকারীদের আধার সম্পর্কিত তথ্য প্রদান করার উদ্দেশ্যে তৈরি করা হয়ছে। Aadhaar Mitra চ্যাটবটটি আধার কেন্দ্রের অবস্থান, কমপ্লেন রেজিস্টার, আপডেট স্টেটাস, পিভিসি কার্ড অর্ডারের স্টেটাস, কমপ্লেনের স্টেটাস, এমনকি এনরোলমেন্ট সেন্টারেরেও সুবিধা প্রদান করে থাকে। বর্তমানে এই চ্যাটবটটি ইংলিশ এবং হিন্দি ভাষায় পাওয়া যায়।

aadhaar-card-update-do-you-have-aadhaar-card-now-solve-all-problems-at-home

কীভাবে ব্যবহার করবেন?(Aadhaar Mitra)

৭: (১) প্রথমে আপনাকে UIDAI-এর ওয়েবসাইট www.uidai.gov.in-এ যেতে হবে।

(২) হোমপেজ খুললে সেখানে আপনাকে ডানদিকে নিচে Aadhaar Mitra অপশনটি সিলেক্ট করতে হবে।

(৩) এই বক্সে ক্লিক করলে চ্যাটবট খুলে যাবে।

(৪) তারপর আপনার প্রশ্ন জিজ্ঞেস করার জন্য Get Started অপশনে ক্লিক করতে হবে।

(৫) এরপর সার্চ বক্সে গিয়ে আপনার যেকোনো প্রশ্ন টাইপ করলে, তৎক্ষণাৎ আপনি তার উত্তর পেয়ে যাবেন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

এইরকম সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

1 thought on “Aadhaar Card Update : আপনার আধার কার্ড আছে?এবার সব সমস্যার সমাধান করুন বাড়িতে বসেই!”

Leave a Comment