Bank Holiday: আগামী ১৪ দিনের মধ্যে ৭ দিন বন্ধ থাকবে সব ব্যাঙ্ক! কোন কোন তারিখে? জেনে নিন এক ক্লিকেই

Join Whatsapp Group

Join Telegram Group

১/৮: ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হয়। মাসের অর্ধেক দিন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। অবশিষ্ট দিনের মধ্যে ৭ দিন ব্যাংক বন্ধ থাকবে। Bank Holiday সমগ্র দেশের কোনো ব্যাংকের শাখায় ৬ দিন কোনো পরিষেবা পাওয়া যাবে না।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

২/৮: RBI-এর হলিডে লিস্ট অনুযায়ী, জাতীয় এবং আঞ্চলিক ছুটি মিলিয়ে আগামী ১৩ দিনের মধ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৭ দিন। তবে একটানা ব্যাংক ছুটি থাকবে না।

৩/৮: RBI-এর হলিডে লিস্ট অনুযায়ী, ফেব্রুয়ারির অবশিষ্ট যে দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holidays February) সেগুলি হলো- ১৫ ফেব্রুয়ারি, ১৮ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি।

৪/৮: এর মধ্যে ১৫ ফেব্রুয়ারি হলো মণিপুরের উৎসব। রাজ্যে সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না। ১৮ তারিখ হলো শিবরাত্রি। সেদিন কলকাতা এবং রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক। ছত্রপতি শিবাজির জন্মদিন ১৯ তারিখ। সেদিন সমগ্র দেশে ব্যাংক বন্ধ থাকবে।

৫/৮: অরুণাচল প্রদেশ এবং মিজোরামে ২০ তারিখ ব্যাংক বন্ধ থাকবে। সিকিমে আগামী ২১ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও ২৫ এবং ২৬ তারিখ যথাক্রমে মাসের চতুর্থ শনিবার এবং রবিবার থাকায় বন্ধ থাকবে ব্যাংক।

All banks will be closed for 7 days in the next 14 days On what date Find out in one click

৬/৮: RBI মাসের প্রথমেই জানিয়েছিল যে, ২৮ দিনের মধ্যে ব্যাংক বন্ধ থাকবে মোট ১০ দিন। এর মধ্যে সমগ্র দেশের কোনো ব্যাঙ্কের শাখায় পরিষেবা ৬ দিন পাওয়া যাবে না। তবে আপনি চাইলে অনলাইন অথবা নেট ব্যাঙ্কিংয়ে জরুরি কাজ সেরে নিতে পারেন।

৭/৮: মনে করা হচ্ছে যে, চলতি মাসের মাঝখান থেকে শেষ পর্যন্ত ব্যাংক বেশ কয়েকদিন বন্ধ থাকলেও গ্রাহকদের খুব একটা অসুবিধা হবে না। তার কারণ, কেবলমাত্র নির্দিষ্ট রাজ্যগুলিতে নির্দিষ্ট দিনে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও সেই ছুটির দিনগুলিতেও ATM এবং অনলাইন পরিষেবা চালু থাকবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

এইরকম সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

3 thoughts on “Bank Holiday: আগামী ১৪ দিনের মধ্যে ৭ দিন বন্ধ থাকবে সব ব্যাঙ্ক! কোন কোন তারিখে? জেনে নিন এক ক্লিকেই”

Leave a Comment