PM Awas Yojana New List – প্রকাশিত হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা। চেক করুন আপনার নাম

Join Whatsapp Group

Join Telegram Group

ভারতের সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয় অর্থাৎ পাকাবাড়ি প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যকর করা হয়েছে। পশ্চিমবঙ্গে বসবাসকারী যেসমস্ত নাগরিকরা আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন ইতিমধ্যেই তাদের নামের তালিকা (PM Awas Yojana New List) প্রধানমন্ত্রী আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকাশিত তথ্য অনুসারে, জানা গেছে যে 31শে ডিসেম্বর 2022 এর পরেও, রাজ্যের নাগরিকদের কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির অনুমতি দেওয়া হয়েছে। আর তাতেই আবাস যোজনার অধীনে নতুন করে রাজ্যজুড়ে ৮০ হাজার বাড়ি তৈরীর অনুদান দেওয়া হয়েছে, এমনটাই জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্যে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

যদিও বেশিরভাগ ক্ষেত্রে, আবাস যোজনার (প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন তালিকা) যারা অনুদান পেতে যাচ্ছেন তাদের তালিকা যাচাই করার সঠিক পদ্ধতি না জানার কারণে পশ্চিমবঙ্গের নাগরিকদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আর তাতেই আবাস যোজনার আওতায় কারা অনুদান পেতে চলেছেন, তাদের নামের তালিকা কিভাবে চেক করা সম্ভব তা নিয়ে বারংবার বিভিন্ন প্রশ্ন তুলেছেন রাজ্যবাসী নাগরিকরা। আর আবেদনকারীদের এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে আবাস যোজনার আওতায় কারা অনুদান পেতে চলেছেন তা জানার আপনাকে প্রথমেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ-এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in/netiayHome/home.aspx -এ যেতে হবে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত

পরবর্তীতে হোম পেজের মেনু বারে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনাকে Awaassoft অবসর নির্বাচন করে নিতে হবে। এরপর আপনার সামনে পুনরায় যে নতুন অপশনগুলি আসবে তার মধ্যে থেকে Reports অপশনটি বেছে নিতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনাকে E-FMS Reports -এর এরপর আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে। নতুন পেজটিতে আপনি যে যোজনার আওতায় আবেদন জানিয়েছেন তা (Pradhan Mantri Awas Yojana Gramin), কোন অর্থবর্ষের তালিকা দেখতে চান সেটি সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে। এক্ষেত্রে আপনি ২০২২-২৩ অর্থবর্ষের তালিকা দেখতে চাইলে ২০২২-২৩ এবং পরবর্তীতে ২০২৩ সালের একেবারে শুরুতে নতুন করে যেসকল বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে তার তালিকা দেখতে চাইলে PMAYG Cumulative progress অপশনটি বেছে নিতে হবে।

PM Awas Yojana New List

এরপর আপনাকে আপনার জেলা, ব্লক, গ্রাম সঠিকভাবে বেছে নিতে হবে এবং পেজের নিচের দিকে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে Submit অপশনে ক্লিক করতে হবে। Submit অপশনে ক্লিক করলেই আপনি উক্ত পেজের নিচের দিকে আপনার এলাকায় কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে অনুদান পেতে চলেছেন তা দেখতে পারবেন। এছাড়াও পিডিএফ রূপে এই তালিকাটি দেখতে হলে আপনাকে উক্ত পেজে থাকা Download PDF অপশনে ক্লিক করে আপনার এলাকায় কারা আবাস যোজনার আওতায় অনুদান পেতে চলেছেন তার তালিকাটি ডাউনলোড করে নিতে পারবেন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Madhyamik Exam Result Date Release 2023– মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কবে? জানালো পর্ষদ সভাপতি।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉Aadhaar Card Update : আপনার আধার কার্ড আছে?এবার সব সমস্যার সমাধান করুন বাড়িতে বসেই!

Leave a Comment