Aadhaar New Update – এবার থেকে আধার কার্ডের ভুল সংশোধন করলেই, অটোমেটিক অন্যান্য সমস্ত ডকোমেন্সের ভুল সংশোধন হবে,বিস্তারিত জানুন

Join Whatsapp Group

Join Telegram Group

ভারতের জনগণের সুবিধার জন্য, ভারতের কেন্দ্রীয় সরকার বারবার বিভিন্ন নিয়ম প্রয়োগ করেছে।(Aadhaar Card New Update ) আর এবার কেন্দ্রীয় সরকারের তরফে এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আগামী দিনে সমগ্র ভারতীয় জনগণ উপকৃত হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য জানা গিয়েছে যে, এবার থেকে আর আলাদা আলাদা করে প্যান কার্ড, রেশন কার্ডের মতো নথিগুলি আপডেট করতে হবে না। শুধুমাত্র আধার কার্ড আপডেট করলেই অন্যান্য নথিগুলি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, দেশবাসীর সুবিধা দিকটি মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের তরফে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, আগামী দিনে প্যান কার্ড, রেশন কার্ডের মতো নথিগুলির বিভিন্ন তথ্য আপডেট করার জন্য নাগরিকদের বিভিন্ন সরকারি অফিসের লম্বা লাইনে দাঁড়াতে হবে না, শুধুমাত্র আধার কার্ড (Aadhaar Card New Update) আপডেট করার মাধ্যমে তারা এই সমস্ত নথিগুলির বিভিন্ন তথ্য অটোমেটিক আপডেট হয়ে যাবে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই নয়া উদ্যোগের সুবিধা সকলে পাবেন না।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Start Own Business:এই ব্যবসায় লাখ লাখ টাকা আয় ৫০০০ টাকা বিনিয়োগেই লোকসানের গল্পই নেই, জেনে নিন।

👉 Indian Railways:রেলের ইতিহাসে প্রথম, ট্রেন সফরের সময় মিলবে এই সকল খাবার,জানুন বিস্তারিত

👉 এবার রিচার্জের ঝামেলা শেষ, নতুন এই স্মার্টফোনে কথা হবে নেটওয়ার্ক ছাড়াই,বিস্তারিত জানুন

বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে, যে সমস্ত নাগরিকরা তাদের আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সহ অন্যান্য নথিগুলি DigiLocker -এ সংরক্ষিত রাখবেন তারাই কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়মের সুবিধা পেতে চলেছেন। অর্থাৎ একজন ব্যক্তি ডিজিলকারে যেসমস্ত নথিগুলি সুরক্ষিত রাখতে চাইবেন সেই সমস্ত নথিগুলির তথ্য আধার কার্ড আপডেটের মাধ্যমে অটোমেটিক আপডেট করা যাবে।

যদিও কবে থেকে এই অটো আপডেটেড সিস্টেম কার্যকরী হবে তা সম্পর্কে কোনো তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কেন্দ্রীয় সরকার প্রকাশিত তথ্য জানা গিয়েছে যে, এই অটো আপডেট সিস্টেম কার্যকর হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। এই নতুন উদ্যোগটি কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ সফ্টওয়্যার এপিআই (API) এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস তৈরি করা হবে বলেই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে।

aadhar new update

তবে আগামী দিনে এই নয়া সিস্টেম কার্যকর হলে ভারতের সাধারণ মানুষকে বিভিন্ন নথির তথ্য আপডেট করার ক্ষেত্রে কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হবে না বলেই মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে। এর মাধ্যমে যেমনভাবে সমস্ত নথিগুলির বিভিন্ন তথ্য একই রাখা যাবে, ঠিক তেমনভাবেই যেসমস্ত ব্যক্তিদের কাজের প্রয়োজনে বারংবার বাসস্থান পরিবর্তন করতে হয় তাদেরও যথেষ্ট সুবিধা হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন

🔥 আরও পড়ুন:👇👇👇

👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত

👉আপনি যদি আগামীকালের মধ্যে এই কাজটি না করলে পাবেন না ওয়েসিস স্কলারশিপের টাকা। জেনে নিন

👉 Free Ration:আপনি কি বিনামূল্যে রেশন পান? ভুলেও করবেন না এই ভুলগুলি,না হলে গুনতে হবে মাশুল। জেনে নিন

👉 আর যেতে হবে না অফিসে, এবার আধার প্যান সবের আপডেট হবে। এবার অটোমেটিক্যালি,জানুন বিস্তারিত

Leave a Comment