Call is now being recorded’, কল রেকর্ডের সময় এই ওয়ার্নিং শুনতে পান? বন্ধ করার সহজ পদ্ধতি, জানুন বিস্তারিত

Join Whatsapp Group

Join Telegram Group

আমরা অনেকেই ফোনে একে অপরের সাথে কথা বলার সময় কল রেকর্ড করি। কল রেকর্ডিংয়ের জন্য বিভিন্ন অ্যাপ রয়েছে। যাইহোক, ২০২০ সাল থেকে, Google কল রেকর্ড করার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা নিয়েছে। গুগল প্রধানত বিধিনিষেধের কারণে কঠোর ব্যবস্থা নেয়।

কল রেকর্ডিং করার ক্ষেত্রে গুগলের যে কড়াকড়ি পদক্ষেপ রয়েছে তাতে যখনই কল রেকর্ডিং করা হয় তখন ‘Call is now being recorded’ এই ওয়ার্নিং দেওয়া হয়। অর্থাৎ বুঝিয়ে দেওয়া হয় আপনার কল রেকর্ড করা হচ্ছে। কারণ অনুমতি না নিয়ে কল রেকর্ড করার ক্ষেত্রে যার কল রেকর্ড করা হচ্ছে তিনি যেন বুঝতে পারেন।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Start Own Business:এই ব্যবসায় লাখ লাখ টাকা আয় ৫০০০ টাকা বিনিয়োগেই লোকসানের গল্পই নেই, জেনে নিন।

👉 Indian Railways:রেলের ইতিহাসে প্রথম, ট্রেন সফরের সময় মিলবে এই সকল খাবার,জানুন বিস্তারিত

👉 এবার রিচার্জের ঝামেলা শেষ, নতুন এই স্মার্টফোনে কথা হবে নেটওয়ার্ক ছাড়াই,বিস্তারিত জানুন

তবে কেউ যদি চান এই ধরনের ওয়ার্নিং যে অ্যানাউন্সমেন্ট করা হয় তা বন্ধ করতে পারবেন। বন্ধ করার ক্ষেত্রে আলাদা করে একটি অ্যাপ ইনস্টল করতে হবে এবং আরও কতকগুলি পদ্ধতি পর পর মেনে চলতে হবে। সঠিকভাবে পদ্ধতি মেনে চললে এই ধরনের অ্যানাউন্সমেন্ট সহজেই বন্ধ করা যাবে।

  • এই ধরনের অ্যানাউন্সমেন্ট বন্ধ করার জন্য প্রথমেই TTSLexx নামের একটি থার্ড পার্টি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে।
  • অ্যাপটি ইন্সটল হয়ে যাওয়ার পর ফোনের সেটিংসে Text To Speech সার্চ করতে হবে। সেখানে মাত্র একটি সেটিংস পরিবর্তন করা দরকার।
  • সেখানে preferred ইঞ্জিনে ক্লিক করে speech services by google এর পরিবর্তে বেছে নিতে হবে TTSLexx

এরপর সেখান থেকে বেরিয়ে যেতে হবে এবং ফোনের যে ডায়ালার রয়েছে, সেটিকের লং প্রেস করে App Info তে যেতে হবে। এরপর Storage অপশন সিলেক্ট করে Clear Data করে নিতে হবে। যাতে করে কোন কন্টাক্ট নম্বর হারিয়ে না যায় তার জন্য আগে থেকে একটি ব্যাকআপ নিয়ে রাখা দরকার।

Call is now being recorded

এই সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর নতুন করে যেকোনো একটি নম্বরে ডায়াল করতে হবে। সেক্ষেত্রে প্রথমবার ওয়ার্নিং মেসেজ শোনালেও পরবর্তী কলগুলিতে আর ওয়ার্নিং মেসেজ শোনাবে না।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন

🔥 আরও পড়ুন:👇👇👇

👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত

👉আপনি যদি আগামীকালের মধ্যে এই কাজটি না করলে পাবেন না ওয়েসিস স্কলারশিপের টাকা। জেনে নিন

👉 Free Ration:আপনি কি বিনামূল্যে রেশন পান? ভুলেও করবেন না এই ভুলগুলি,না হলে গুনতে হবে মাশুল। জেনে নিন

👉 আর যেতে হবে না অফিসে, এবার আধার প্যান সবের আপডেট হবে। এবার অটোমেটিক্যালি,জানুন বিস্তারিত

👉 ট্রেনের শেষ বগিতে ‘X’ লেখা থাকে কেন? সঠিক উত্তর কি জানালো রেল,বিস্তারিত জানুন

Leave a Comment