Indian Oil এ শতাধিক কর্মী নিয়োগ, কি কি পদে নিয়োগ হবে? বিস্তারিত জেনে নিন।

আপনি কি সরকারি চাকরি করতে চান? তাহলে সেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে আবারও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (indian oil)পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও বিভিন্ন নিয়োগ করা হবে। নারী পুরুষ নির্বিশেষে সকল আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিতভাবে জানানো হচ্ছে।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Indian Oil এ আবেদন করবেন কিভাবে দেখুন?

নিয়োগ পদের নাম-

Executive Level L1/

Executive Level L2

এই Job recruitment এ মোট শূন্যপদের সংখ্যা – ১০৬ টি।

Executive Level L1- ৯৬ টি,

Executive Level L2- ১০ টি

শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical Engineering /

Electrical Engineering/ Civil Engineering -এ B.E/ B Tech পাশ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 WB HS Exam 2023: প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০ টি কড়া নির্দেশিকা! পরীক্ষার আগে সতর্ক থাকুন।

বয়সসীমা– Executive Level L1 পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং Executive Level L2 পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা পাবেন বয়সের ছাড়।

এই Job recruitment এ বার্ষিক বেতন- Executive Level L1 পদে নিযুক্ত কর্মীরা পাবেন বার্ষিক ১২ লাখ টাকা বেতন।Executive Level L2 পদে নিযুক্ত কর্মীরা পাবেন বার্ষিক ১৬ লাখ টাকা বেতন।

আবেদন পদ্ধতি– কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের

লিংকে নিচে দেওয়া হয়েছে। আবেদনকারীদের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আবেদনকারীর নাম, ঠিকানা, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। এ নিয়োগ পদ্ধতি- ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

Indian Oil

নিয়োগ স্থান– পশ্চিমবঙ্গ (হলদিয়া), আসাম, বিহার, গুজরাট, হরিয়ানা, ওড়িশা।

আবেদন ফি– আবেদন ফি হিসেবে জেনারেল, ওবিসি, ইডাব্লুএস প্রার্থীদের ৩০০ টাকা ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, SC, ST, PWD প্রার্থীদের কোন আবেদন ফি লাগবে না। এই আবেদন ফি Net Banking, Credit Card, Debit Card -এর

মাধ্যমে জমা দেওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ– ২২ মার্চ, ২০২৩.

আরো বিশদে জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন।

বিজ্ঞপ্তি

https://in.docworkspace.com/d/sAO3rP0f4hJ45-9W5_6-nFA

Apply Now

https://www.iocl.com/

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত

Leave a Comment