WB TET 2022: টেট ফেল প্রার্থীদের জন্য সুসংবাদ! টেটের নম্বর বাড়তে চলেছে! অনেকে আবার পাশ করবে

Join Whatsapp Group

Join Telegram Group

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য রয়েছে সুসংবাদ! প্রাইমারি পর্ষদ রাজ্য প্রাইমারি টেট ২০২২ (WB TET 2022) নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করলো।

WB TET পরীক্ষা 11 ডিসেম্বর, 2022-এ অনুষ্ঠিত হয়েছিল৷ সেই পরীক্ষার ফলাফলও খুব শীঘ্রই প্রকাশিত হবে৷ তবে এ বছর TET পাশ পরীক্ষার্থীদের হার সবচেয়ে বেশি। প্রায় 25% প্রার্থী এই পরীক্ষায় পাশ করে। অর্থাৎ প্রায় ১.৫ লক্ষ প্রার্থী টেট পাশ করে। যা এর পূর্বের টেট পাশ তুলনায় অনেক বেশি।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 WB HS Exam 2023: প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০ টি কড়া নির্দেশিকা! পরীক্ষার আগে সতর্ক থাকুন।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Tarbandi Yojana – আবেদন করুন তারবন্দি যোজনায় আর পেয়ে যান ৪০,০০০ টাকা,এখনই আবেদন করুন।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

TET পরীক্ষায় স্বচ্ছতা আনতে বেশ কিছু নতুন পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদ। টেট পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনলেন বোর্ড সভাপতি। তিনি শুধু মুখেই বলেননি, কাজেও দেখিয়েছেন।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদও টেট পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী ফলাফল প্রকাশ করেছে। তবে ৬ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে প্রায় ১.৫ লক্ষ পরীক্ষার্থী ওই পরীক্ষায় পাস করেছে। যা প্রায় ২৫%-। পাসের হার আরও বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা বোর্ড।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Aadhaar Card: আধার কার্ডের এই কাজটি এক্ষুনি করুন! না হলে পড়বেন বিপদে!

সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা অনুযায়ী, আরও অনেক প্রার্থী টেট উত্তীর্ণ হতে চলেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা PPS/PPR করার সুযোগ পাবে। যারা পাশ করতে পারেনি কিংবা কয়েক নম্বরের জন্য ফেল করেছে, তাদের জন্য এটি পাশ করার একটি বিরাট সুযোগ। মনে করা হচ্ছে যে, PPS/ PPR করে আরও অনেক টেট প্রার্থী পাশ করতে পারবে।

WB TET 2022

PPS/PPR-এর সুযোগ কিভাবে পাবেন প্রার্থীরা?

এই সুবিধা ০৩.০৩.২০২৩ সন্ধ্যা ৫ টার পর থেকে শুরু হবে। তবে PPS/PPR করার জন্য প্রশ্ন চ্যালেঞ্জের মতো টাকা দিয়ে এই সুবিধা নিতে হবে।আবেদন করার জন্য আপনাকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রাইমারি টেট ১-৫ অপশনে ক্লিক করতে হবে। এরপর PPS/PPR আবেদন লিঙ্কে ক্লিক করে আপনাকে এই সুযোগটি নিতে হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত

Leave a Comment