Ration Card New Rules:রেশন তোলার নিয়মে বড় পরিবর্তন, আর লাগবে না আঙুলের ছাপ, বিস্তারিত জানুন!

রেশন কার্ড ছাড়া খাদ্যশস্য পাওয়া যায় না। কার্ডের তথ্য ভুল থাকলেও কোনো গ্রাহক পণ্য গ্রহণ করেন না।(Ration Card New Rules) দেশে রেশন তোলার জন্য মোট 5 ক্যাটাগরির কার্ড রয়েছে। মহামারী চলাকালীন দেশে বিনামূল্যে পণ্য সরবরাহের একটি প্রকল্প চালু করা হয়েছিল। 80 কোটি সাধারণ মানুষ সেই প্রকল্পের আওতায় রেশন পান। বর্তমানে এই পরিকল্পনা চলছে।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

কি ভাবে রেশন তুলবেন?

কিন্তু এই ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আধার নম্বর যাচাইয়ের জন্য বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছিল। এখন সেই ব্যবস্থা বন্ধ হতে চলেছে। পরিবর্তে এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। গ্রাহকরা কতটা সুবিধা পেতে যাচ্ছেন? এখন থেকে রেশন তোলার জন্য আধার নম্বর যাচাই করতে আঙুলের ছাপের প্রয়োজন হবে না। পরিবর্তে, গ্রাহকদের তাদের রেটিনা স্ক্যান করে খাদ্যশস্য দেওয়া হবে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 WB HS Exam 2023: প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০ টি কড়া নির্দেশিকা! পরীক্ষার আগে সতর্ক থাকুন।

এর আগেই অবশ্য গ্রাহকদের এই ব্যবস্থা চালু করার ইঙ্গিত প্রদান করা হয়েছিল। সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি মাস নয়, বরং আগামী মাস থেকেই রাজ্যে রেটিনা স্ক্যান পদ্ধতি চালু করা হবে। তবে রাজ্যের সকল জেলাতে এখনই এই ব্যবস্থা চালু হচ্ছে না। এই পদ্ধতি চালু করার ক্ষেত্রে প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গকে ধরা হয়েছে। তবে রাজ্যের সকল ডিলারের মধ্যে মোট ৫টি দোকানে চালু করার পরিকল্পনা করা হয়েছে।

কতটা সুবিধা হবে গ্রাহকদের?

যখন নতুন সিস্টেম চালু করা হয়, বিশেষ করে প্রযুক্তি-ভিত্তিক, তখন তাদের ব্যবহারকারীদের প্রশিক্ষণের প্রয়োজন হয়। তাই ডিলারদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া মেশিনটি একটি বেসরকারি দায়িত্বশীল প্রতিষ্ঠান স্থাপন করবে এবং অন্যান্য সুবিধাও জানানো হবে।

আর গ্রাহকদের সুবিধা হল অনেকসময় একবার আঙলের ছাপ দিলে, তার সাহায্যে পাওয়া যায় না রেশন। অর্থাৎ সমস্যা দেখা যায়। ফলে আবারও ছাপ দিতে হয়। সেই সমস্যা থাকবেন না। মেশিনের সাহায্যে রেটিনা অর্থাৎ চোখ স্ক্যান করা হবে। তাহলে বিভিন্ন পণ্য পাওয়া যাবে। ইতিমধ্যে বেশ কয়েকটি রেশন দোকানকে মডেল শপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ধীরে ধীরে রাজ্যের সমস্ত রেশন দোকানেই এই ব্যবস্থা চালু হবে। এছাড়া যে বেসরকারি সংস্থাটি রেটিনা স্ক্যানিংয়ের মেশিন লাগাতে চলেছে, খাদ্যশস্যের উপরে নির্ধারিত কমিশন পাবে সেই সংস্থা। ডিলারদের মতে, এই ব্যবস্থা প্রযুক্তিনির্ভর। তাই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

Ration Card New Rules

তবে গ্রাহকরা যাতে কোনো সমস্যায় না পড়েন তাও দেখা হবে। প্রায় ২১ হাজার দোকানে রেটিনা স্ক্যান মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত

Leave a Comment