Student Internship Scheme: পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবকদের ইন্টার্নশিপ করার দারুণ সুযোগ

Join Whatsapp Group

Join Telegram Group

রাজ্যে এবার চালু হতে চলেছে বেকার ছেলে মেয়েদের জন্য ইন্টার্নশিপ প্রকল্প। সবেতন এই প্রকল্প সম্পর্কে আজ আপনাদের বিস্তারিত জানাবো।(Student Internship Scheme)আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে কোথাও কাজ পেতে গেলে প্রথমেই আগের কাজের অভিজ্ঞতার কথা জানাতে হয়। পরবর্তীতে কাজ পাওয়ার ক্ষেত্রে যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয় সেই লক্ষ্য নিয়েই চালু হচ্ছে এই প্রকল্প। চলুন আরও বিস্তারিত জেনে নিই-

প্রকল্পের নাম: Student Internship Scheme

আবেদনের যোগ্যতা
ü এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে প্রধানত অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে।
ü স্নাতক, স্নাতকোত্তর, পলিটেকনিক, আইটিআইয়ের পড়ুয়াদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে।
ü আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
ü আবেদনকারীকে অবশ্যই ৬০% নম্বর পেতে হবে।
ü আবেদনকারীর বয়স অবশ্যই ৪০ এর মধ্যে হতে হবে।

https://t.me/job_scholarship_apb

কোথায় কাজ পাওয়া যাবে-
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, বিভিন্ন অফিসে, মহাকুমা অফিস, ব্লক অফিস, জেলা অফিস প্রভৃতি দপ্তরে হাতে কলমে কাজের সু্যোগ পাওয়া যাবে। (Student Internship Scheme) প্রথমে একবছরের চুক্তিতে কাজ পাবেন ছেলেমেয়েরা তারপর আরও এক বছর মেয়াদ বাড়বে কাজের দক্ষতার উপর নির্ভর করে। তবে আবেদনকারী তার স্থানীয় এলাকাতেই ইন্টার্নশিপের সুযোগ পাবেন।

রাজ্যে কলেজে অষ্টমশ্রেনী পাশে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ ।

ইন্টার্নশিপের সময় কত বেতন দেওয়া হবে?
এই ইন্টার্নশিপের প্রকল্পের অধীনে থাকাকালীন মাসিক ৫০০০ টাকা বেতন পাবেন। দু-বছর এই কাজ করতে পারবেন একজন ব্যক্তি। (Student Internship Scheme) তবে বেতন ছাড়াও আর একটি সুবিধা রয়েছে এই প্রকল্পে। দুই বছর কাজের পর একটি শংসাপত্র পাবেন ছাত্রছাত্রীরা যেটি পরবর্তীতে তাদের কাজ পাওয়ার সুবিধা করে দেবে।

কতজনকে নিয়োগ করা হবে?
প্রথমে একবছরের চুক্তিতে ৬০০০ পড়ুয়াকে নিয়োগ করা হবে। যে পড়ুয়া যে দপ্তরে ইন্টার্ন হিসাবে কাজ করবেন তিনি সেই দপ্তরে কাজ পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুযোগ পাবেন।

আবেদন কিভাবে করা যাবে?
নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। খুব তাড়াতাড়ি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ওয়েবসাইট তৈরি করে দেওয়া হবে যাতে খুব সহজ পদ্ধতিতেই পড়ুয়ারা আবেদন করতে পারেন। (Student Internship Scheme)পরবর্তীতে এ বিষয়ে কোনো আপডেট আসলেই আপনারা আমাদের ওয়েবসাইটে সেটার উপর একটি পোস্ট করা হবে।

  • প্রথমত, আপনাকেওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমেরঅফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।এর পরে ওয়েবসাইটের হোম পেজটি আপনার সামনে খুলবে।
  • ওয়েবসাইটের হোম পেজে, আপনাকে আবেদন করতে লিঙ্কটিতে ক্লিক করতে হবে।এর পরে আপনার সামনে আবেদনপত্র খুলবে।
  • এই ফর্মে, আপনাকে জিজ্ঞাসা করা তথ্যের বিবরণ লিখতে হবে যেমন- নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগ্যতা, ফোন নম্বর।
  • সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রবেশ করার পরে, আপনাকে আপনার প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে এবং সাবমিট বোতামে ক্লিক করতে হবে।
  • এর পরে আপনাকে ভবিষ্যতের রেফারেন্সের জন্য অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় Documents:
1.আবেদনকারীর আধার কার্ড
2. আবেদনকারীর Residence Certificate
3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
4. আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো
5. আবেদনকারীর স্বাক্ষর
6. বয়সের প্রমাণপত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াস কতদূর সার্থক হয় সেটাই এখন দেখার মূল বিষয়। যদি এই প্রকল্প বাস্তবায়িত হয় তবে বেকার যুবকরা খুবই উপকৃত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। (Student Internship Scheme) আগামী দিনে এই প্রকল্পে নিয়োগের সংখ্যা বাড়লে তা আরও ফলদায়ী হবে বলেই বেশিরভাগ মানুষ মনে করছেন।

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

Written by Biplab Mondal.

2 thoughts on “Student Internship Scheme: পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবকদের ইন্টার্নশিপ করার দারুণ সুযোগ”

Leave a Comment