বিশেষ আপডেট: সরকারি স্কুলের পোশাক পরিবর্তন করল রাজ্যশিক্ষা দফতর,দেখেনিন বিস্তারিত

রাজ্যের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোর পোশাকের রঙ নির্দিষ্ট করে দিল শিক্ষা দফতর। নির্দেশিকা জারি করে জানান হল যে, এবার থেকে স্কুলগুলোর পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। একই সঙ্গে প্রতিটি পোশাকে থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো পকেটের উপর থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো।

Important Update:-প্রত্যেক রাজ্যবাসীর জন্য গুরুত্বপূর্ণ আপডেট আধার কার্ড ছাড়া হাসপাতালে পাওয়া যাবে না পরিষেবা

‘পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন’-এর আওতায় শিক্ষা দফতরের তরফে সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোতে পোশাক, ব্যাগ, জুতো দেওয়া হয়। এবার শিক্ষা দফতরের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, সমস্ত সরকারি স্কুলগুলোতে একই রঙের পোশাক হবে।

সেই পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। ছেলেদের জন্য প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পোশাক হবে সাদা শার্ট এবং নেভি ব্লু প্যান্ট। মেয়েদের জন্য পোশাক হবে সাদা শার্ট ও নেভি ব্লু টিউনিক ফ্রক। এছাড়া সাদা বা নেভি ব্লু কামিজ। সালয়ার হলে সেটাও নেভি ব্লু বা সাদা রঙের হবে ।

Ration Card Update: রেশন তোলার ক্ষেত্রে চালু হতে চলেছে নতুন এক নিয়ম বায়োমেট্রিকের পাশাপাশি নতুন নিয়ম চালু,জেনেনিন বিস্তারিত

এইরকম সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Written by Biplab Mondal.

Leave a Comment