FD Interest Rate: বেশ কিছু FD স্কিমে সুদ বেড়েছে! 44 কোটি গ্রাহককে সুখবর দিল SBI

FD Interest Rate: বেশ কিছু FD স্কিমে সুদ বেড়েছে! 44 কোটি গ্রাহককে সুখবর দিল SBI

44 কোটি গ্রাহকের জন্য সুখবর। দেশের বৃহত্তম লেনদেনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank of India) বা SBI এর তরফ থেকে বৃদ্ধি করা হল একাধিক FD স্কিমে সুদের হার। 2 কোটি টাকা, এবং তার উপরে একাধিক FD স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank of India) বা SBI। এক থেকে দুই বছরের জন্য যে FD স্কিম– সেই সমস্ত স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে SBI।

প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( Reserve Bank of India) বা RBI রেপো রেট বৃদ্ধি করার পর, দেশের একাধিক ব্যাঙ্ক সুদের হার বৃদ্ধি করেছে। নিজেদের FD স্কিমে অতিরিক্ত সুদ দেওয়ার কথা জানিয়েছে এই সমস্ত ব্যাঙ্কগুলো। তালিকায় রয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা থেকে শুরু করে দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্কিং সংস্থা HDFC। তালিকায় এবার নতুন নাম হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank of India) বা SBI।

Free Caller Tune: বিনামূল্যে কলার টিউন সেট করুন! সহজে জেনেনিন বিস্তারিত

সাম্প্রতিককালে SBI নিজেদের মার্জিনাল কস্ট লেন্ডিং রেট ( Marginal Cost Lending Rates) বা MCLR রেট বৃদ্ধি করেছে। RBI Repo Rate বাড়ানোর পরেই লোনের জন্য সুদের হার বৃদ্ধি করেছে SBI। খুব স্বাভাবিকভাবেই তাই দামি হবে গাড়ি থেকে বাড়ির ঋণের EMI।তবে শুধু MCLR নয়, ফিক্সডেও সুদের হার বৃদ্ধি করল দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা। কোন কোন খাতে কত সুদ দেবে SBI? একনজরে দেখে নেওয়া যাক

7-45 দিনের জন্য SBI এর সুদের হার 3.50%। 46-179 দিনের জন্য SBI এর সুদের হার 4.00%। 180 থেকে 210 দিনের জন্য SBI এর সুদের হার 4.25%। 211 দিন থেকে এক বছরের কম সময়ের জন্য SBI এর সুদের হার 4.50%। 1 থেকে 2 বছরের নিচের জন্য সুদের হার 5.25%। এই স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে SBI। আগে সুদের হার 4.75%। 50- টি বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে SBI। 50 টি বেসিস পয়েন্টের অর্থ 0.5%।

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

Written by Biplab Mondal.

Leave a Comment