PM Kisan : হাজার-হাজার কৃষককে পিএম কিষাণের টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠানো শুরু হলো, কারা পাচ্ছেন?

Join Whatsapp Group

Join Telegram Group

আপনি যদি পিএম কিষান (PM Kisan) প্রকল্পের টাকা পেয়ে থাকেন? তাহলে এই খবরটি আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।PM Kisan Samman Nidhi: এখনও পর্যন্ত ১১টি কিস্তির টাকা পেয়েছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীরা। তবে এরই মধ্যে বেশ কয়েক লাখ কৃষকের থেকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ফেরত নিতে চলেছে সরকার।যোগী রাজ্যে কেন্দ্রের এই প্রকল্প নিয়ে বড়সড় জালিয়াতি সামনে এসেছে। যাচাই-বাছাইয়ে এখন পর্যন্ত এমন ৩ লাখ ১৫ হাজার ১০ জন সুবিধাভোগীর সন্ধান মিলেছে, যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন।

উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের সুবিধাভোগী অনেক কৃষককে রিকভারি নোটিশ জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, যে কোনও করদাতা যিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিয়েছেন, তাঁদের এখনই সেই অর্থ ফেরত দিতে হবে।এখনও পর্যন্ত ২.৫৫ কোটি কৃষক রয়েছেন, যাঁরা অন্তত একবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পেয়েছেন। এর মধ্যে ৬.১৮ লাখ কৃষক এমন আছেন, যাদের আধার নম্বর ভুলভাবে ডেটাবেসে প্রবেশ করানো হয়েছে অথবা আবেদন এবং নথিভুক্ত আধার কার্ডের নামের মধ্যে পার্থক্য রয়েছে। এ ধরনের মানুষ পরবর্তীতে আর এই প্রকল্পের আওতায় কোনও কিস্তির টাকা পাননি।

WBCHSE HS Exam 2023 – আগামী বছরের উচ্চ মাধ্যমিকের সময় সূচী ও সিলেবাস পরিবর্তন, সময় থাকতে জেনেনিন বিস্তারিত

  • কারা পাচ্ছেন পিএম কিষানের টাকা ফেরত দিতে হবে?

২০১৮ সাল থেকে অবৈধ উপায়ে যাঁরা ভাতা পেয়েছেন, তাঁদের পুরো টাকা ফেরত দিতে বলা হয়েছে। কৃষকরা সরকারি টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

উত্তরপ্রদেশে প্রায় ৩ লক্ষ কৃষককে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ফেরতের নোটিশ। পিএম কিষানের টাকা শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া কৃষকদের প্রাপ্য। কিন্তু সেই ভাতাই পান বহু স্বচ্ছল, কর প্রদানকারী বড় কৃষকও। তাঁদের থেকে সেই টাকা ফেরত নিতে চাইছে সরকার। আগামিদিনে তাঁদের ভাতা বাতিলও করা হবে। ছবি : পিএম কিষান (PM Kisan)

  • কতো টাকা ফেরত দিতে হবে?

আপনি যদি পিএম কিষান যোজনায় অযোগ্য বলে বিবেচিত হন, তাহলে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যতো কিস্তির টাকা নিয়েছিলেন সব টাকাই আপনাকে ফেরত দিতে হবে।

Post Office Job 2022: অষ্টম শ্রেণী পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন

  • টাকা কীভাবে পাঠাবেন?

পিএম কিষানের টাকা ফেরতের নোটিশে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দেওয়া থাকবে সেখানে টাকা পাঠাতে হবে। আপনি অফলাইনে বা অনলাইনে দুইভাবেই টাকা পাঠাতে পারেন। টাকা ফেরত পাঠানোর সময় অতিরিক্ত পেমেন্ট চার্জ লাগলে সেটিও আপনাকেই দিতে হবে। অনলাইনে টাকা ফেরত পাঠাতে চাইলে আপনি পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in তে গিয়ে Online Refund অপশনে ক্লিক করবেন। তারপরে সমস্ত তথ্য দিয়ে অনলাইনে উক্ত পরিমান টাকা ফেরত দিয়ে দিতে পারেন।

টাকা ফেরত দেওয়ার পরে আপনাকে ব্যাংক ট্রানজ্যাকশান ডিটেইলস এবং আপনার ব্যাংকের পাসবইয়ের উক্ত অ্যামাউন্ট ডেবিট পেজের জেরক্স নিয়ে আপনার ব্লকে গিয়ে জমা করতে হবে।

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

2 thoughts on “PM Kisan : হাজার-হাজার কৃষককে পিএম কিষাণের টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠানো শুরু হলো, কারা পাচ্ছেন?”

Leave a Comment