BSNL Recharge: মাত্র 49 টাকায় ডেটা-কলিংয়ের সুবিধা, BSNL-এর এই প্ল্যান সম্পর্কে জেনেনিন বিস্তারিত?

Join Whatsapp Group

Join Telegram Group

BSNL Recharge: মাত্র 49 টাকায় ডেটা-কলিংয়ের সুবিধা, BSNL-এর এই প্ল্যান সম্পর্কে জানেন?

BSNL Recharge: 50 টাকার কম খরচে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) প্রিপেড গ্রাহকদের জন্য রয়েছে দুর্দান্ত প্ল্যান। যে সব গ্রাহক খুব বেশি মোবাইল সার্ভিস ব্যবহার করেন না সেই সব গ্রাহক কম খরচে এই রিচার্জ করতে পারেন। এই রিচার্জ প্ল্যানে (BSNL Recharge Validity) কী কী সুবিধা মিলবে? খরচ কত? জেনে নিন বিস্তারিত।

50 টাকার কম খরচে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) প্রিপেড গ্রাহকদের জন্য রয়েছে দুর্দান্ত প্ল্যান। এই প্ল্যান নতুন না হলেও অনেকেই সস্তা এই প্ল্যান সম্পর্কে অবগত নন। যে সব গ্রাহক খুব বেশি মোবাইল সার্ভিস ব্যবহার করেন না সেই সব গ্রাহক কম খরচে এই রিচার্জ করতে পারেন। বিশেষ করে Vi ও Airtel -এর যে সব গ্রাহক কম দামে মাসিক রিচার্জ খুঁজছেন তাঁরা এই প্ল্যান ব্যবহার শুরু করতে পারবেন। আগে বেসরকারি টেলিকম সংস্থাগুলিও এই দামে প্রিপেড প্ল্যান বিক্রি করলেও সম্প্রতি একাধিকবার দাম বাড়ানোর কারণে Airtel Vi ব্যবহারের খরচ অনেকটাই কমেছে। Airtel ও Vi নেটওয়ার্কের যে সব গ্রাহক আগে 49 টাকা রিচার্জ করতেন BSNL ব্যবহার শুরু করলে একই প্ল্যান (BSNL Recharge Validity) ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

Play Store App: এই 8টি ‘বিপজ্জনক’ অ্যাপ ডেকে আনবে সর্বনাশ! ফোন থেকে এখনই ডিলিট করুন

গোটা দেশের যে কোন সার্কেলের BSNL গ্রাহকরাই এই রিচার্জ করতে পারবেন। তবে 4G নেটওয়ার্ক চালু হলে এই রিচার্জের জন্য আরও বেশি গ্রাহক আকৃষ্ট হবেন। 49 টাকা রিচার্জে কী কী সুবিধা দিচ্ছে BSNL? দেখে নিন:

BSNL 49 টাকা প্রিপেড প্ল্যান

49 টাকা রিচার্জ করলে BSNL প্রিপেড গ্রাহকরা 100 মিনিট ভয়েস কলের সুবিধা পাবেন। সঙ্গে মিলবে 1 GB মোবাইল ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 20 দিন। এই প্ল্যানের সব সুবিধা 20 দিন বৈধ থাকবে। এই প্ল্যানে খুব বেশি কলিং ও ডেটার সুবিধা না থাকলেও সিম চালিয়ে রাখার জন্য কম খরচে আদর্শ এই রিচার্জ।

এমন কি Reliance Jio গ্রাহকরাও এত কম দামে ভ্যালিডিটি রিচার্জ পাবেন না। তবে আপনিও আরও কম দামে প্রিপেড রিচার্জ করতে চাইলে BSNL-এর 29 টাকা রিচার্জ দেখে নিতে পারেন। এই প্ল্যানে 5 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং ও 1 GB ডেটা।

এদিকে 197 টাকা রিচার্জ করলে BSNL গ্রাহকরা মোট 100 দিন বৈধতা পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এই প্ল্যানটি সব জায়গার ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র উত্তর প্রদেশের ব্যবহারকারীরা এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন 2GB করে ফ্রি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। 2GB শেষ হলে ডেটা স্পিড কমে হবে 40Kbps। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং দৈনিক 100টি করে SMS। তবে এই সুবিধা 100 দিন ধরে পাওয়া যাবে না। শুধুমাত্র প্রথম 18দিন এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

Written by Sourav Sarkar.

Leave a Comment