BSNL Recharge Plan Prepaid 2022 – মাসে মাত্র 30 টাকা রিচার্জ করুন, আর সারা মাস নিশ্চিন্তে সেরা পরিষেবা, মাথায় হাত Jio Airtel.

Join Whatsapp Group

Join Telegram Group

BSNL Recharge Plan Prepaid 2022 – জেনে নিন প্ল্যান সম্পর্কিত বিস্তারিত তথ্য।

প্রতিনিয়ত ভারতের টেলিকম সংস্থাগুলি (BSNL Recharge Plan Prepaid 2022) একে অপরের সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করলেও সর্বদা একটি জায়গাতেই মার খায়। সেটি হল বেশি দামে কম পরিষেবা। আর এখানেই মাত করে দিয়েছে বিএসএনএল। মাত্র ১৯ টাকায় এক মাস। হ্যাঁ ঠিকই শুনেছেন তবে একমাস বলতে ২৮ দিন নয়, বরং ৩০ দিন।

বছরে কয়েক দফা দাম বৃদ্ধি পায় রিচার্জ প্ল্যানের (BSNL Recharge Plan Prepaid 2022)। গত নভেম্বরে এই দাম বৃদ্ধির পরিমাণ একলাফে ২০ শতাংশের বেশি বেড়ে যায়। ভারতের সমস্ত টেলিকম সংস্থাগুলিকে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনে রিচার্জ প্ল্যান নিয়ে আসার নির্দেশ দিয়েছিল ট্রাই। কিন্তু সে নির্দেশ মানেনি বিএসএনএল বাদে কেউই। দাম বাড়ার ফলে অনেক গ্রাহক নিজেদের সিম পোর্ট করিয়েছেন বিএসএনএল-এ।

BSNL Recharge Plan 2022 – একই দামে দ্বিগুন পরিষেবা দিয়ে বাজি মাত BSNL-এর।

বিএসএনএল এর নতুন এই সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানটির নাম Voice Rate Cutter_19 (BSNL Recharge Plan Prepaid 2022). এই প্ল্যানটি রিচার্জ করালে গ্রাহকরা পেয়ে যাবেন পুরো ৩০ দিনের ভ্যালিডিটি। তাছাড়া পেয়ে যাচ্ছেন ইনকামিং কল এবং ফ্রি এসএমএস সার্ভিস। আউটগোয়িং কল অথবা কল করার জন্য গ্রাহকদের রিচার্জ করতে হবে আলাদা ব্যালেন্স। তবে চিন্তার কোন কারণ নেই। প্রতি মিনিট কলের জন্য চার্জ করা হবে মাত্র ২০ পয়সা।

রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক গ্রাহকই আছেন ইনকামিং কল বন্ধ না হওয়া পর্যন্ত ফোনে রিচার্জ করান না। তাদের জন্য এটি একটি দারুন সুযোগ। মাত্র ১৯ টাকায় সারা মাস অর্থাৎ সারা বছরে মাত্র ২২৮ টাকা রিচার্জ করালেই (BSNL Recharge Plan Prepaid 2022) চালু থাকবে আপনার নম্বর। তার সঙ্গে পাওয়া যাচ্ছে আরো আকর্ষণীয় সুবিধা। যেটি অন্য কোন বেসরকারি টেলিকম সংস্থা এখনো পর্যন্ত উপলব্ধ করতে পারেনি গ্রাহকদের জন্য।

Krishak Bondhu Prakalpa: কৃষক বন্ধু প্রকল্পে আপনি কত টাকা পাবেন, জেনে নিন বিস্তারিত

বিএসএনএল-এর পক্ষ থেকে গ্রাহকদের জন্য (BSNL Recharge Plan Prepaid 2022) আরও একটি সুসংবাদ। খুব শীঘ্রই আগস্ট মাস নাগাদ বিএসএনএল শুরু করতে চলেছে সারা দেশে 4G এবং 5G NSA পরিষেবা। আগামী দিনেও যদি 4G পরিষেবা শুরু করার পর কম দামে গ্রাহকদের পরিষেবা দিয়ে চলে BSNL তবে আরো অনেক গ্রাহক পুনরায় ফিরে আসতে পারেন BSNL, এমনটাই মনে করা হচ্ছে।

PM Awas Yojana List 2022: প্রকাশিত হল পিএম আবাস যোজনার ২০২২-২৩ এর লিস্ট, আপনার নাম আছে কিনা দেখে নিন।

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

Leave a Comment