রাজ্যে আশা কর্মী নিয়োগ – ১৮৬ টি শূন্যপদ | Asha Karmi Recruitment 2022 North 24 Parganas

Join Whatsapp Group

Join Telegram Group

পশ্চিমবঙ্গের জেলার আলাদা আলাদা সাব- ডিভিশনে নতুন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। এখানে যদি আপনার মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই এখানে কী ভাবে আবেদন করবেন, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাGovt Of West Bengal
পদের নামআশা কর্মী
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
মোট শূন্যপদ186 টি
স্থানউত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ

পদের নাম – আশা কর্মী।

মোট শূন্যপদ – এখানে চাকরি প্রার্থীদের 186 টি শূন্য পদে নিয়োগ করা হবে (ব্যারাকপুর সার ডিভিশন- 30 টি, বসিরহাট সাব ডিভিশন-72টি, বনগাঁও সাব ডিভিশন-25 টি, বারাসাত সাব ডিভিশন-59টি)।

শিক্ষাগত যোগ্যতা – চাকরি প্রার্থীরা যদি মাধ্যমিক পাস এবং আরো উচ্চ শিক্ষিত হয়ে থাকেন তাহলেও এখানে আবেদন করা সুযোগ পাবেন। তবে চাকরি প্রার্থীদের নিয়োগ ক্ষেএে মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বারে বিচার করা হবে।

বয়সসীমা – 15 জুলাই 2022 তারিখে মধ্যে সাধারণ চাকরি প্রার্থীর বয়স 30 থেকে 40 বছর এবং ST/SC চাকরি প্রার্থীদের 22 থেকে 40 বছরের প্রয়োজন।

https://t.me/job_scholarship_apb

অনান্য যোগ্যতা – এখানে চাকরি প্রার্থীদের অবশ্যই মহিলা হতে হবে। এখানে কেবল মাত্র বিবাহিত/বিধবা/আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ মহিলারাই আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও চাকরি প্রার্থীদের গ্ৰেড -1 এবং গ্ৰেড -2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে।

যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আলাদা আলাদা সাব ডিভিশনের অনুযায়ী নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে চাকরি প্রার্থীরা আবেদন পত্র টি ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে সেটি খামে ভরে নিজ নিজ ব্লক অফিসে ঠিকানা আবেদন পএ পাঠাতে হবে । এবং খামের ওপর বড় হাতে লিখতে হবে পদের নাম।

আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন –

  • বয়সের প্রমানপএ।
  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • স্থায়ী বাসিন্দা প্রমান পএ।
  • জাতিগত প্রমান পএ।
  • পাসপোর্ট সাইজের 2 কপি ফটো।
  • স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমান পএ।

আবেদন পত্র পাঠানো ঠিকানা – The Block Development Officer,_ Development Block, At_ B.D.O Office,At_ P.O-_ P.S-_ Dist.-North 24 parganas,Pin.-_.

আবেদন শেষ তারিখ – এখানে চাকরি প্রার্থীরা 26.07.2022 তারিখ বিকাল 3 টা মধ্যে আবেদনপত্রটি পাঠাতে পারেন।

বিজ্ঞপ্তি প্রকাশিত18.07.2022
আবেদন শুরু18.07.2022
আবেদন শেষ তারিখ26.07.2022
অফিশিয়াল নোটিস (বারাসাত-সদর সাব ডিভিশন)Download PDF
অফিসিয়াল নোটিস (বারাসাত I, হিঙ্গলগঞ্জ, হারোরা, স্বরূপনগর)Download PDF
অফিসিয়াল নোটিস (ব্যারাকপুর সাব ডিভিশন)Download PDF
অফিসিয়াল নোটিস (ব্যারাকপুর সাব ডিভিশন)Download PDF
অফিসিয়াল নোটিস (বনগাঁ সাব ডিভিশন)Download PDF
অফিশিয়াল ওয়েবসাইটClick Here

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

Written by Biplab Mondal.

Leave a Comment