Medhavi Scholarship 2022: আবেদন করুন মেধাবী স্কলারশিপে এবং পেয়ে যান ২০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি

Join Whatsapp Group

Join Telegram Group

আপনি কী ভালো কোনো স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন? তাহলে এই স্কলারশিপ নিঃসন্দেহে একটি ভালো চয়েস। এই স্কলারশিপের সবথেকে ভালো দিক হলো যেকেউ এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। কোনোরকম ইনকাম সার্টিফিকেট, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের দরকার নেই। শুধু সামান্য কিছু শর্ত রয়েছে। চলুন এবার মেধাবী স্কলারশিপে কীভাবে আবেদন করবেন (Medhavi Scholarship 2022), কারা আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত বিষয় নীচে বিস্তারিত আলোচনা করা হলো।

  • মেধাবী স্কলারশিপ (Medhavi Scholarship 2022):-

মেধাবী স্কলারশিপ হলো দেশের কেন্দ্র সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক কর্তৃক প্রদত্ত একটি ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম, যার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা হয়। এই স্কলারশিপ পেতে হলে অনলাইনে একটি ২০ নম্বরের ছোটো পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষার প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা দেওয়া হয়।

  • মেধাবী স্কলারশিপের মাধ্যমে কতো টাকা দেওয়া হয়?

মেধাবী স্কলারশিপ পরীক্ষায়

° ১ ম স্থানাধিকারী পাবেন – ২০,০০০ টাকা।

° ২ য় স্থানাধিকারী পাবেন – ১০,০০০ টাকা।

° ৩ য় স্থানাধিকারী পাবেন – ৫,০০০ টাকা

এছাড়া

° Type A রা পাবেন – ১,০০০ টাকা।

° Type B রা পাবেন – ৫০০ টাকা।

এবং

° Type C রা পাবেন – ৩০০ টাকা।

এখানে Type A হলো যারা অন্তত ৬০% নম্বর পাবেন অর্থাৎ যারা ২০ এর মধ্যে অন্তত ১৪ পাবেন।

Type B হলো যারা ৫০% থেকে ৬০% এর মধ্যে নম্বর পাবেন অর্থাৎ ২০ এর মধ্যে ১০ থেকে ১৩ এর মধ্যে নম্বর পাবেন।

Type C হলো ৪০% থেকে ৫০% এর মধ্যে মার্কস পাবেন অর্থাৎ ২০ এর মধ্যে ৮ ও ৯ পাবেন।

  • কারা মেধাবী স্কলারশিপে আবেদন করতে পারবেন?

(১) আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

(২) অন্তত দশম পাশ হতে হবে। উঁচু শ্রেণী বা কোর্সে পঠনরত পড়ুয়ারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

  • আবেদন ফি – এই স্কলারশিপের জন্য আবেদন করতে কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে এই স্কলারশিপের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
  • কীভাবে আবেদন করবেন?

(১) প্রথমে প্লে স্টোরে গিয়ে মেধাবী স্কলারশিপের অফিসিয়াল অ্যাপ Medhavi National Scholarship ডাউনলোড করে নেবেন।

Medhavi Scholarship 2022

(২) এবার Registration অপশনের মধ্যে Scholarship Test এ ক্লিক করে SAMADHAN 2022 এ ক্লিক করতে হবে।

(৩) তারপরে নিজের প্রয়োজনীয় তথ্য ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে।

(৪) আবেদনকারীর দেওয়া ইমেল আইডিতে একটি confirmation mail পাঠানো হবে যেখানে উক্ত ব্যক্তির রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবেন।

(৫) রেজিস্ট্রেশন নম্বর সহ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনি স্ক্রিনশট নিয়ে নিবেন।

এরপরে স্কলারশিপের পরীক্ষার দিন অনলাইনে পরীক্ষা দিয়ে দেবেন।

  • মেধবী জাতীয় বৃত্তি প্রকল্পের বিশদ বিবরণ:-
Name Medhavi Scholarship 2022
Launched by Central Government
Objective Providing scholarships
Beneficiaries All over Indian students
Official site https://www.medhavionline.org/
  • কি কি ডকুমেন্টস লাগবে:-

কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি নিচে দেওয়া হলো:-

  • আবেদনকারীর আধার কার্ড
  • আবাসিক শংসাপত্র
  • আবেদনকারীর ভোটার কার্ড
  • আয়ের শংসাপত্র
  • ব্যাংক অ্যাকাউন্ট
  • মাধ্যমিক পরীক্ষার মার্কশিট
  • উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট
  • মোবাইল নম্বর
  • পাসপোর্ট সাইজ ফটো
  • যেকোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে ভর্তির সার্টিফিকেট

  • গুরুত্বপূর্ণ তারিখ:-
  • রেজিস্ট্রেশন শুরুর তারিখ – ৪ ই জুলাই,২০২২
  • রেজিস্ট্রেশনের শেষ তারিখ – ১৭ ই আগস্ট,২০২২
  • পরীক্ষার দিন – ২৮ শে আগস্ট,২০২২
  • উত্তরপত্র প্রকাশের দিন – ২৯ শে আগস্ট,২০২২
  • পরীক্ষার রেজাল্ট – ৩১ শে আগস্ট,২০২২
  • সফল পরীক্ষার্থীদের ডকুমেন্টস এবং ব্যাংক ডিটেইলস জমা করার তারিখ – ১ থেকে ৩ ই সেপ্টেম্বর, ২০২২
  • ভেরিফিকেশন এবং স্কলারশিপ দেওয়া হবে – ২ থেকে ৫ ই সেপ্টেম্বর,২০২২
  • সমস্ত ধাপ শেষ হবে – ১০ ই সেপ্টেম্বর, ২০২২

LPG Gas Saving Ideas – আবার বাড়লো গ্যাসের দাম, গ্যাসের খরচ কমানোর গোপন টেকনিক দেখুন

  • পরীক্ষার প্যাটার্ন :-

মোট ২০ টি MCQ আসবে। প্রতিটি প্রশ্নে ১ নম্বর করে থাকবে। তিনটি ভুল করলে ১ নম্বর নেগেটিভ মার্কিং আছে।

চারটি বিষয় থেকে প্রশ্ন আসবে। যথা–

(১) রিজনিং (৬ টি প্রশ্ন)

(২) কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড (৬ টি প্রশ্ন)

(৩) জেনারেল স্টাডিজ (৪ টি প্রশ্ন)

(৪) ইংরেজি (৪টি প্রশ্ন)

প্রতিটি বিষয়ের জন্য ১০ মিনিট করে সময় দেওয়া হবে।

  • Medhavi Scholarship Helpline Number

Contact Number: 9354801761 (10AM to 6PM)

E-mail ID: helpdesk@medhavionline.org

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

3 thoughts on “Medhavi Scholarship 2022: আবেদন করুন মেধাবী স্কলারশিপে এবং পেয়ে যান ২০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি”

Leave a Comment