Pan Card Status – বিশেষ ঘোষণা! প্যান কার্ডের এই ভুল সংশোধন না করলে জরিমানার সাথে বন্ধ হবে আপনার অ্যাকাউন্ট।

Join Whatsapp Group

Join Telegram Group

Pan Card Status – আর হবে 10,000 টাকার জরিমানা।

অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড (Pan Card Status) ভারতীয় নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। তবে শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে নয় একজন ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা হয় এই প্যান কার্ড। তাই যদি প্যান কার্ড সংক্রান্ত কোনো সমস্যা ভোগ করে থাকেন এবং সেই সমস্যার সমাধান না করেন তবে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট। এমনকি দিতে হতে পারে জরিমানাও। Pan Card Status.

জরিমানার কারন কী?

সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই আর্থিক লেনদেন কিংবা অফিশিয়াল কোন কাজে প্রয়োজন হয় প্যান কার্ডের (Pan Card Status)। অনেকক্ষেত্রে দেখা যায় কোন কোন ব্যক্তির একের অধিক প্যান কার্ড থাকে। যদি কোন কারণে একজন ব্যক্তির কাছে দুটি প্যান কার্ড থেকে থাকে তবে সেটি সারেন্ডার করতে বলছে সরকার। know-how-to-surrender-and-check-pan-card-status-pan-card-status-2022

BSNL Recharge Plan 2022 – একই দামে দ্বিগুন পরিষেবা দিয়ে বাজি মাত BSNL-এর।

জরিমানার পরিমাণ কত?

একের অধিক প্যান কার্ড থাকলে যদি সেটি সারেন্ডার না করা হয় সেক্ষেত্রে ব্যক্তির হতে পারে ১০ হাজার টাকার জরিমানা (Pan Card Status)। তবে এটি শুধুমাত্র মুখের কথা নয়। ১৯৬১ সালের আয়কর আইনের ২৭২বি ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তির দুটি প্যান কার্ড থাকলে তাকে ১০,০০০ টাকা জরিমানা করা হবে।Pan Card Status.

প্যান কার্ড সারেন্ডার কি করে করবেন?

  • ১) ব্যক্তিকে প্রথমে আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • ২) এখান থেকে সাধারণ ফর্ম ডাউনলোড করতে হবে।
  • ৩) ফর্মটি ডাউনলোড করার পর নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে নতুন প্যান কার্ডের অনুরোধ বা প্যান ডেটাতে পরিবর্তন বা সংশোধন করা যাবে। (Pan Card Status)
  • ৪) অনলাইনে লিঙ্কে ক্লিক করা ছাড়াও ডাউনলোড করা ফর্মটি পূরণ করে যেকোনও NSDL অফিসে জমা করার মাধ্যমে সংশোধন করা যাবে।
  • ৫) তবে ফর্ম জমা দেওয়ার সময় আরেকটি প্যান কার্ড জমা দিতে হবে।

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

3 thoughts on “Pan Card Status – বিশেষ ঘোষণা! প্যান কার্ডের এই ভুল সংশোধন না করলে জরিমানার সাথে বন্ধ হবে আপনার অ্যাকাউন্ট।”

Leave a Comment