শুরু হলো কৃষকবন্ধু টাকা দেওয়া, ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করে,আপনি কবে পাবেন টাকা জেনেনিন | kishok bandhu next installment date 2022

Join Whatsapp Group

Join Telegram Group

কৃষক বন্ধু নতুন প্রকল্পে য়ারা আবেদন দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা CSC সেন্টারে নতুন করে আবেদন করেছেন, সবার জন্য রইল দারুণ খুশির খবর। আগামী মাসে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের থেকে “kishok bandhu next installment date 2022” ঘোষণা করা হয়েছে। তাহলে আপনি কিভাবে আপনার kishok bandhu beneficiary stutas check online কিভাবে করবেন? তা আমরা বিস্তারিত আলোচনা করবো এই আর্টিকেল এর মাধ্যমে।

আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার মাধ্যমে বাড়িতে বসে kishok bandhu stutas check করে দেখতে পারেন যে আপনার stutas approved আছে কিনা Rejected রয়েছে। যদি আপনার stutas approved আছে তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা জুন মাসের প্রথম সপ্তাহের থেকে জুলাই মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কৃষকবন্ধু প্রকল্পে বছরে দুটি কিস্তিতে মোট সর্বাধিক 10,000 টাকা কৃষকরা পাবেন। যাতে ফসল নষ্ট অর্থাৎ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ এর কারণে কৃষকের ফসল নষ্ট হয়ে যায় তাই কিছু আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার।

kishok bandhu beneficiary stutas check online কিভাবে করবেন?

কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভূক্ত কৃষকের “kishok bandhu beneficiary stutas check online” করার জন্য আপনাকে krishak bandhu অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।

  1. প্রথমে matirkatha.net অফিসিয়াল ওয়েবসাইট গুগল সার্চ করে ওপেন করবেন।
  2. এরপর নীচের দিকে কৃষক বন্ধু অপশনে ক্লিক করুন।
  3. পরবর্তী পেজটিতে ওপেন হবে, যেখানে নথিভূক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করবেন।
  4. এখন নথিভূক্ত কৃষকের Voter ID নম্বর দিয়ে I’m not a robot বক্সে ক্লিক করে সার্চ ক্লিক করলেই পরবর্তী পেজটি ওপেন হবে।
  5. এরপর নথিভূক্ত কৃষকের সমস্ত তথ্য দেখতে পাবেন।

এখানে কৃষক বন্ধু নতুন প্রকল্পে কৃষকদের সম্পূর্ণ ডিটেইলস ও Status এবং Transaction Status দেখতে পাবেন। যদি আপনার Status এর কাছে Approved ও Transaction Status এর কাছে Account valid দেখতে পান তাহলে আপনার কৃষকবন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা জুন ও জুলাই মাসের মধ্যে পাবেন।

অফিসিয়াল ওয়েবসাইট – Click Here

1 thought on “শুরু হলো কৃষকবন্ধু টাকা দেওয়া, ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করে,আপনি কবে পাবেন টাকা জেনেনিন | kishok bandhu next installment date 2022”

Leave a Comment