স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করবেন কিভাবে | How to apply for Lakshmi Bhandar Scheme without Swasthya card

Join Whatsapp Group

Join Telegram Group

রাজ্যে ২০১১ সালে প্রথম বার ক্ষমতায় এসেই রাজ্যের প্রতিটি মানুষ যাতে চিকিৎসা পরিসেবা পায়। তার জন্য চিকিৎসা পরিসেবায় স্বাস্থ্য সাথী কার্ড চালু করে ছিলেন পশ্চিমবঙ্গ সরকার। যে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোম গুলি থেকে থেকে বিনামূল্যে চিকিৎসার পাবে স্বাস্থ্য সাথী কার্ডের অন্তর্ভুক্ত পরিবারের সদস্যরা।

সম্প্রতি ঘোষিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রয়োজন পড়বে স্বাস্থ্যসাথী কার্ডের এমন খবর সামনে এসেছে। অনেকের মনে প্রশ্ন জেগেছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাঁরা কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে?

  • Lakshmir Bhandar Prakalpa apply without Swasthya Sathi Card 2022

স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করা যাবে কী? এই প্রশ্ন অসংখ্য আবেদনকারীর রয়েছে।

আপনার কী স্বাস্থ্যসাথী কার্ড নেই? যদি না থেকে থাকে এবং আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চান ও এই প্রকল্পের সুবিধা পেতে চান? তাহলে এই লেখাটি আপনার জন্য।

  • স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষীর ভান্ডার প্রকল্প হবে? 2022

অনেকেরই স্বাস্থ্যসাথী কার্ড নেই যার জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না।অথচ 1.6 কোটি মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাজেটে করা হয়েছে।যাদের বয়স 25 বছর এর উপরে এবং 60 বছরের নিচে তারা সকলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

অনেক মহিলারা আগের বছর দুয়ারে সরকার ক্যাম্প এ এই প্রকল্পের আবেদন করার পরও হয় নাই, তাদের মধ্যেই বেশির ভাগ হল – যাদের স্বাস্থ্য সাথী কার্ডের নেই।

  • স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কী ভাবে আবেদন করবেন 2022

যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর অবশ্যই লাগবে।তাহলে কী স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভান্ডার হবে না?না, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের লাগবেই। এটি হল আসল লক্ষ্মীর ভান্ডার এর জন্য।

স্বাস্থ্যসাথী যাদের নেই তারা কী ভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করবেন 2022 যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই সেই পরিবারের মহিলারা এই প্রকল্পের আবেদন কী ভাবে করবেন?

এরকম সমস্যার একটি সমাধান –

  • প্রথমে আপনাদের পরিবারের জন্য swasthya sathi card এর জন্য apply করতে হবে।
  • তার জন্য স্বাস্থ্যসাথী ফর্ম লাগবে, Download Swasthyasathi form PDF
  • এই ফর্মটি সঠিক ভাবে পূর্ণ করে ও যে যে ডকোমেন্টস লাগে তা দিয়ে জমা করতে হবে, দুয়ারে সরকার ক্যাম্প বা যেখানে এই ফর্ম জমা নেওয়া হয় সেখানে।
  • স্বাস্থ্যসাথী ফর্ম জমা করার কিছুদিন পর ডাক আসবে ফটো তোলার জন্য, সপরিবারে।
  • ফটো তোলার সঙ্গে সঙ্গে একটি কার্ড দেওয়া হবে – এটি হল Swasthyasathi Card যার মধ্যেই একটি number থাকবে; তা হল স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর।

এই নাম্বার হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

এই সমস্ত রকমের নথিপত্র সহ দুয়ারে সরকারের শিবিরে এসে আবেদন করতে হবে। কোথায় এখনো পর্যন্ত বলা হয়নি স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে না।
যাদের এখনো সাস্থ্যসাথি কার্ড হয়নি তাঁরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে পারবেন।
এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

Leave a Comment