Swasthya Sathi Card Balance Check –স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে আপনার, জানেন কি কত টাকা ব্যালেন্স রয়েছে? জেনে নিন।

Join Whatsapp Group

Join Telegram Group

রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে স্বাস্থ্য সাথী স্কিম বা স্বাস্থ্য সাথী কার্ড একটি খুব বিখ্যাত প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল চিকিৎসা সেবা থেকে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী সাধারণ মানুষকে ত্রাণ প্রদান করা। এই কার্ড থাকলে আপনি ৫ লাখ টাকা পর্যন্ত আপনার চিকিৎসার খবর সরকারের কাছ থেকে পেয়ে যাবেন।

কিন্তু আপনি কি জানেন আপনার স্বাস্থ্য সাথী কার্ডে বর্তমানে কতোটাকা রয়েছে (Swasthya Sathi Card Balance Check)। না জানলে পুরো পোস্টটি পড়ুন। আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসে মাত্র দুই মিনিটের মধ্যে আপনার স্বাস্থ্য সহযোগী কার্ডে বর্তমান ব্যালেন্স চেক করতে পারেন।

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 WB HS Exam 2023: প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০ টি কড়া নির্দেশিকা! পরীক্ষার আগে সতর্ক থাকুন।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Tarbandi Yojana – আবেদন করুন তারবন্দি যোজনায় আর পেয়ে যান ৪০,০০০ টাকা,এখনই আবেদন করুন।

এটি চেক করবার জন্য আপনােক সবার প্রথমে আপনার মুঠোফোনে গুগল প্লে স্টোর খুলে নিতে হবে। এবং তারপর স্বাস্থ্য সাথী কার্ডের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে৷ আপনাদের সুবিধার জন্য পোস্টের নীচে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রইলো। অ্যাপটি ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করবার পর ওপেন করবেন।

এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে, যেটির ডানদিকে কর্নারে থাকা SKIP বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার কাছে একটি নতুন পেজ খুলবে তার মধ্যে অনেক কটা অপশন দেখতে পাবেন, সেই অপশন গুলির মধ্যে URN Verification অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করবার পর আরো একটি নতুন পেজ খুলবে।

নতুন পেজে আপনাকে দুটো তথ্য পূরন করতে হবে, প্রথমটি আপনার জেলার নাম এবং অপরটি আপনার URN নাম্বার। জেলার নাম সিলেক্ট করে এবং URN নাম্বারে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে SHOW DATA তে ক্লিক করতে হবে।

Swasthya Sathi Card Balance Check

এরপর নীচে আপনাদের পরিবারের সকলের নাম চলে আসবে যাদের স্বাস্থ্য সাথী কার্ডে নাম রয়েছে। এবং ঠিক তার নীচে আরো একটি অপশন দেখতে পাবেন View Balance বলে সেটিতে ক্লিক করুন। ভিউ ব্যালেন্সে ক্লিক করলেই আপনার স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স আপনার কাছে শো করবে।আপনি যদি আপনার চিকিৎসার কারণে হেলথ পার্টনার কার্ড ব্যবহার করেন, তাহলে সেই সময়ে কাটা পরিমাণ আপনার মূল ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। আর যদি আপনি একবারও স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার না করে থাকেন তবে আপনার ব্যালেন্স ৫ লাখ টাকা দেখাবে

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত

APPLICATION LINK- CLICK HERE

Leave a Comment