Tarbandi Yojana – আবেদন করুন তারবন্দি যোজনায় আর পেয়ে যান ৪০,০০০ টাকা,এখনই আবেদন করুন।

Join Whatsapp Group

Join Telegram Group

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কেন্দ্রীয় সরকার ভারতের কৃষকদের জন্য Tarbandi Yojana)বারবার বিভিন্ন পরিকল্পনা ও পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আর এবার কেন্দ্রীয় সরকারের তরফে একটি প্রকল্প চালু করা হয়েছে যার মাধ্যমে কৃষকরা খুব সহজেই তাদের ফসল রক্ষা করতে পারবেন। সুতরাং অন্যভাবে বলা চলে কেন্দ্রীয় সরকারের এই যোজনার মাধ্যমে কৃষকরা আগামী দিনে ফসল বিক্রি করে অতিরিক্ত লাভ করতে পারবেন।

কেন্দ্রীয় সরকার কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পটি তরবন্দী যোজনা 2023 নামে পরিচিত। প্রাথমিকভাবে জানা যায় যে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে যেমন ঝড়, বৃষ্টি, বন্যা, খরা, পশু ও পাখিরাও কৃষকদের ফসল নষ্ট করে। অনেক ক্ষেত্রে পশু-পাখি কৃষি জমিতে প্রবেশ করে কৃষকের সম্পূর্ণ ফসল নষ্ট করে দেয়, যার কারণে কৃষকদের নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। আর তাতেই কৃষকদের সুবিধার দিকটি মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য তারবন্দি যোজনা কার্যকর করা হয়েছে।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 WB HS Exam 2023: প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০ টি কড়া নির্দেশিকা! পরীক্ষার আগে সতর্ক থাকুন।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Aadhaar Card: আধার কার্ডের এই কাজটি এক্ষুনি করুন! না হলে পড়বেন বিপদে!

এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য জানানো হয়েছে যে, তারবন্দি যোজনার (Tarbandi Yojana 2023) আওতায় কৃষকরা নিজেদের জমি তারবন্দি করার ক্ষেত্রে প্রয়োজনীয় খরচের ৫০ শতাংশ পেয়ে যাবে। অর্থাৎ অন্যভাবে বলা চলে যে, কৃষকদের আর্থিক বোঝা কমানোর জন্য কৃষকদের সম্পূর্ণ জমি তারবন্দি করার ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের ৫০ শতাংশ কেন্দ্রীয় সরকারের তরফে বহন করা হবে। তবে এক্ষেত্রে বলে রাখি যে, জমি তার বন্দি করার জন্য কৃষকদের সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে।

তবে তারবন্দি যোজনার আওতায় আবেদনের ক্ষেত্রে কৃষকদের বেশ কতগুলি শর্ত মেনে চলতে হয়। আর কেন্দ্র সরকারের পক্ষ থেকে জারি করা এই শর্তগুলি হল:-

১. তারবন্দি যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে একজন কৃষককে তিনি যে রাজ্যে বসবাস করছেন ওই রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. এর পাশাপাশি সম্পূর্ণ জমিকে তারবন্দি করার ক্ষেত্রে একজন কৃষকের ন্যূনতম ০.৫ হেক্টর জমি থাকা আবশ্যক।

৩. তবে কোনো কৃষক যদি এই বিষয়ক অন্য কোন যোজনার আওতায় ইতিপূর্বে অনুদান পেয়ে থাকেন তবে তিনি তারবন্দি যোজনার আওতায় আবেদন জানতে পারবেন না।

এছাড়াও তারবন্দি যোজনার আওতায় আবেদনের ক্ষেত্রে একজন কৃষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক কারণ কেন্দ্রীয় সরকারের তরফে তারবন্দি যোজনার টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে।

সুতরাং আপনিও যদি আপনার জমিরিকে তারবন্দি করার মাধ্যমে সুরক্ষিত করতে চান এবং তারবন্দি যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে চান তবে আপনাকে নিজের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে এই যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে হবে। তবে এই যোজনার আওতায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে বেশ কতগুলি নথি প্রয়োজন হয়ে থাকে। আর এই নথিগুলি হল,

Tarbandi Yojana

১. আবেদনকারীর আধার কার্ড।

২. আবেদনকারী বর্তমানে যে রাজ্যে বসবাস করছেন উক্ত রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র।

৩. জমির প্রমাণ্য নথি।

৪. আবেদনকারীর রেশন কার্ড।

৫. সচিত্র পরিচয় পত্র।

৬. উক্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য।

৭. আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর।

৮. উক্ত কৃষকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Ration Withdrawal Update 2023 – রেশন তোলার নিয়মে বড়ো পরিবর্তন। রেশন তোলার আগে জেনে নিন।

🔥আরও পড়ুন:👇👇👇

👉 Awas Yojana Status 2023: আবাস যোজনার স্ট্যাটাসে বড়ো পরিবর্তন! আপনি টাকা পাবেন তো? জেনে নিন বিস্তারিত

5 thoughts on “Tarbandi Yojana – আবেদন করুন তারবন্দি যোজনায় আর পেয়ে যান ৪০,০০০ টাকা,এখনই আবেদন করুন।”

Leave a Comment