WB Primary TET 2022, WB Primary TET News, Primary tet new update, WB Primary TET Syllabus, WB Primary TET Official Website
প্রাথমিক বোর্ডের নতুন চেয়ারম্যান গৌতম পাল জানিয়েছেন যে বহু বছর পর রাজ্যে আবার প্রাথমিক TET 2022 অনুষ্ঠিত হতে চলেছে। বলা হয়েছে যে কেন্দ্রীয় TET-এর আদলে বছরে একবার TET পরীক্ষা নেওয়া হবে। (WB Primary TET 2022 Update)বিভিন্ন মিডিয়া সূত্র থেকে জানা গিয়েছে যে এই বছরও এই TET পরীক্ষা নেওয়া হবে। প্রায় পাঁচ বছর পর রাজ্যে আবার TET পরীক্ষার সবুজ সংকেত পেয়ে খুশি রাজ্যের D.El.Ed এবং B.Ed প্রার্থীরা। তবে B.Ed প্রার্থীরাও এবার TET পরীক্ষায় বসতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে TET পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি অবশ্যই একটি সুসংবাদ।
এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
WB Primary TET News
সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের চিঠি নিয়ে রাজ্যে তোলপাড় শুরু হয়েছে। শূন্যপদের তালিকা, কেন্দ্রের নাম, ঠিকানা, অবস্থান, পৃষ্ঠপোষক, ক্ষমতা সমস্ত DPSC-তে প্রাথমিক শিক্ষা বোর্ডের দ্বারা অনুরোধ করা হয়েছে। তারপর সেই অনুযায়ী বোর্ড নতুন TET পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এই ঘোষণার পরে, চাকরি প্রত্যাশীরা আবার TET পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছেন।
WB Primary tet new update (WB Primary TET 2022)
প্রাথমিক শিক্ষা বোর্ডের কাছে কতটি শূন্যপদ রয়েছে তা জানতে চাওয়া হয়েছে, কেন্দ্রগুলির বিষয়েও পরিকল্পনা শুরু হয়েছে এবং ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা বোর্ডে সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এটি থেকে এটি স্পষ্ট যে প্রাথমিক TET পরীক্ষা 2022 পর্যন্ত চলছে এবং এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান, গৌতম পাল প্রাথমিক চাকরি প্রত্যাশীদের জন্য একটি নতুন উদ্যোগ প্রবর্তন করছেন। আর তার মধ্যেই নেওয়া হয়েছে একটি নতুন উদ্যোগ, সেটি হল অভিযোগ সেল। চাকরি প্রার্থীদের কোনো অভিযোগ থাকলে তারা এই অভিযোগ সেলের মাধ্যমে তা জানতে পারবেন। এছাড়াও নতুন টেট এবং অন্যান্য তথ্য জানার জন্য এই উদ্যোগ নেওয়া হয়।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক বোর্ডের নতুন সভা অনুষ্ঠিত হবে। যারা ইতিমধ্যে TET এবং TET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়ে আলোচনা হবে।
আরও জানানো হয় যে এই বছর থেকে DL Ed এবং B.Ed উভয় প্রার্থীই TET পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং যে প্রার্থীরা TET-এর যোগ্যতা অর্জন করবে তাদের একটি শংসাপত্র দেওয়া হবে।এই সার্টিফিকেট আজীবন বৈধ থাকবে। 2022 সালের প্রাথমিক TET পরীক্ষার প্রার্থীদের জন্য TET পরীক্ষার সিলেবাস এবং অফিসিয়াল ওয়েবসাইট নীচে দেওয়া হল। আপনি নীচের লিঙ্কে ক্লিক করে TET পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে পারেন।
WB Primary TET Syllabus Download
WB Primary TET Syllabus Download-এর লিঙ্ক নিচে দেওয়া আছে। সেকনে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবেন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Bskwb.co.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
🔥আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন👇👇👇
🔥 Ministry of Communication Department
🔥 Central Government recruitment 2022
🔥Post Office Scheme:পোষ্ট অফিসে টাকা দ্বিগুন করুন এই উপায়ে!
🔥Indian East Central Railway Recruitment
🔥 Indian Post Office Recruitment 2022
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)
🔥 WBPHED Recruitment Official Notice👉 | 🔥ডাউনলোড করুন |
🔥WBPHED Recruitment Official Website👉 | 🔥এখানে দেখুন |
🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 | 🔥যুক্ত হন |
🔥 আমাদের গুগল নিউজ যুক্ত হন👉 | 🔥যুক্ত হন |
এইরকম সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।