প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনায় ( PMKYS) প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

Join Whatsapp Group

Join Telegram Group

প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনায় ( PMKYS) প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছে বড় সুখবর। প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনায় ( PMKYS) প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আবেদন করতে চান আবেদন করুন আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন নিয়ে যেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পদের নাম:- প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনায় যেসব পদগুলিতে নিযুক্ত করা হবে সেগুলি হল (DEO) –

  • Accountant.
  • DEO
  • Subject Matter Specialist.
  1. ACCOUNTANT :

শিক্ষাগত যোগ্যতা:- এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হবে কমার্স বিষয়ে গ্রাজুয়েশন পাস এছাড়া একাউন্টেন্টে নলেজ থাকতে হবে।

বয়স:- এখানে চাকরিপ্রার্থীরা বয়স হতে হবে ১৮ বছর থেকে ৬৫ বছরের নীচে। তাহলেই এখানে আবেদন করতে পারবে।

মাধ্যমিক পাশে আবেদন করুন এই প্রকল্পে পেয়ে যেতে পারেন ১ লাখ টাকা পর্যন্ত | New Scholarship Apply Now

বেতন:- হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট পদে চাকরি করলে এখানে মাসিক বেতন দেয়া হবে 10000 টাকা।

  1. DEO:-

শিক্ষাগত যোগ্যতা:- এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হবে গ্রাজুয়েশন পাস এছাড়া কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকতে হবে।

বয়স:- এখানে চাকরিপ্রার্থীরা বয়স হতে হবে ১৮ বছর থেকে ৬৫ বছরের নীচে। তাহলেই এখানে আবেদন করতে পারবে।

বেতন:- ডাটা এন্ট্রি অপারেটর পদ বা DEO পদে চাকরি করলে এখানে মাসিক বেতন দেয়া হবে 7500 টাকা।

  1. SUBJECT MATTER SPECIALIST:

শিক্ষাগত যোগ্যতা:- এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হবে গ্রাজুয়েশন পাস ।

বয়স:- এখানে চাকরিপ্রার্থীরা বয়স হতে হবে ১৮ বছর থেকে ৬৫ বছরের নীচে। তাহলেই এখানে আবেদন করতে পারবে।

বেতন:- Subject Matter Specialist পদে চাকরি করলে এখানে মাসিক বেতন দেয়া হবে 25000 টাকা।

আবেদন পদ্ধতি:- এই পদের জন্য সম্পূর্ণ ভাবে অফলাইন এর মাধ্যমেই আবেদন করতে হবে।অফলাইনে আবেদন করার জন্য অনলাইন এ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নির্ভুলভাবে ফিলাপ করে যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলি সংযুক্ত করে খামে ভরে পোস্ট অফিস বা স্পিড পোস্টের মাধ্যমে নিচে দেওয়া নির্দিষ্ট ঠিকানাই পাঠাতে হবে।

ডাটা এন্ট্রি পদে Google-এ চাকরি করুন এবং পেয়ে যান লক্ষাধিক টাকা বেতন | Google Data Entry Job Recruitment

ডকুমেন্ট কি কি প্রয়োজনীয়:- এখানে আবেদন করার জন্য পড়ওয়াতে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলি নিজে বিস্তারিতভাবে দেওয়া হল –

  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • জন্ম সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের ফটো।
  • আধার কার্ড বা ভোটার কার্ড ।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
  • এছাড়া আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।

নিয়োগ বিজ্ঞপ্তি :- এখানে প্রধানত লিখিত পরীক্ষার মাধ্যমেই প্রার্থী সিলেক্ট করা হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এ সিলেক্ট হলে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:- The Project manager , WCDC , Paschim Bardhaman & Deputy Director Of Agriculture, Soil and Water Menagement, Burdwan, Krishi Bhavan, 4th floor, DSF Campus, Kalna Road, Purba Bardhaman, West Bengal, pin- 713101

আবেদনের শেষ তারিখ:- এখানে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই আপনারা যদি এখনো আবেদন না করেন তাহলে তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া শুরু করে দিন। এই আবেদন প্রক্রিয়া চলবে ১৮/০৮/২০২২ পর্যন্ত।

যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারবেন। তাই চাকরি প্রার্থীরা সর্বপ্রথম অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে পড়ুন।

OFFICIAL NOTICE:CLICK HERE
OFFICIAL WEBSITE:CLICK HERE

এইরকম সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Written by Biplab Mondal.

Leave a Comment