রাজ্যের মানুষের জন্য বহু সামাজিক প্রকল্প (New Pension Scheme) তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পগুলি রাজ্য জুড়ে বাস্তবায়িত হওয়ার পর রাজ্যের সমস্ত স্তরের মানুষ উপকৃত হয়েছেন। একাধিক সামাজিক প্রকল্প সরাসরি মানুষের অনেক আর্থিক সুবিধা করে দিয়েছে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে উপকৃত হবেন অনেকেই। কি সেই সিদ্ধান্ত? অবিবাহিত, বিবাহ বিচ্ছিন্না কন্যা এবং বিধবা মহিলারা যতদিন জীবিত থাকবেন, যদি অবিবাহিত থাকেন, তাহলে Family Pension পাবেন। তবে পুনরায় বিয়ে করলে এই পেনশন (New Pension Scheme) তিনি আর পাবেন না। 10-1-2008 তারিখ থেকে বিধবা এবং ডিভোর্সি মহিলার ক্ষেত্রেই পেনশন কার্যকর করা হয়েছে।

13-04-2010 তারিখ থেকে অবিবাহিত কন্যার ক্ষেত্রে এটা কার্যকর হচ্ছে। যদি আপনার কাছে প্রয়োজনীয় সব নথিপত্র থাকে, তাহলে অবিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা Family Pension পাবেন। আগে নিয়ম (New Pension Scheme) ছিল মাসিক আয় যেন 2600 টাকার বেশি না হয়। তবে এবার সেই পরিমাণ বেড়ে 3500 টাকা হয়েছে। পরবর্তীতে যদি রোপাতে আরো বাড়ে সেই অনুযায়ী পাবেন।
আজই স্ত্রীর নামে খুলুন এই বিশেষ অ্যাকাউন্ট, প্রতিমাসে পেনশন-44,000 টাকা। জেনে নিন উপায়
এই পেনশন পেতে গেলে যারা প্রয়াত মাধ্যমিক স্কুলের শিক্ষক/ অশিক্ষক কর্মচারী,তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ে কর্তৃপক্ষের (New Pension Scheme) কাছে আবেদন জানাতে হবে। একইভাবে প্রাথমিক স্কুলের প্রয়াত শিক্ষক/ শিক্ষিকাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট DI Schools- এর কাছে আবেদন জানাতে হবে।
কি কি নথিপত্র প্রয়োজন:
- যিনি আবেদন করবেন তার ভোটার কার্ডের Xerox Copy.
- তার বাবা মার ডেথ সার্টিফিকেটের Xerox Copy.
- বিধবা মহিলার বেলায় স্বামীর ডেথ সার্টিফিকেটের জেরক্স কপি।
- বিবাহ বিচ্ছিন্না মহিলার ক্ষেত্রে কোর্টের Divorce Certificate Xerox Copy.
- আবেদনকারী মহিলার 4 Copy Colour Passport Size Photo.
- যিনি আবেদন করছেন তার বাবা এবং মায়ের PPO কপি।
- যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পেনশনের Annexure Form- এর 4 কপি।
- আবেদনকারীর স্বাক্ষর।
- মাসিক আয়ের শংসাপত্র, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো গেজেটেড অফিসারের দেওয়া
- Descriptive Roll-4 কপি।
বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পেনশনের (New Pension Scheme) জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। মৃত কর্মচারীর সার্ভিস বুকসহ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসের অফিসে পেনশন পেপার অনুমোদনের জন্য পাঠানো হবে। তারপরে সেই সমস্ত নথি দেখার পর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর DPPG-তে পাঠাবেন।
সার্ভিস বুকের তথ্য না থাকলে কি করা যাবে?
সেক্ষেত্রে সমস্ত বিষয়টি বিস্তারিত লিখে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমে অর্থ দপ্তরের কাছে পাঠাতে হবে। সার্ভিস বুক ছাড়া যাতে DPPG- তে Pension case টি পাঠিয়ে দেওয়া হয়।New Pension Scheme.
এবার দেখে নেওয়া যাক Order Details:
10-01-2008-এর আগে যে সমস্ত মেয়ের বাবা এবং মা প্রয়াত হয়েছেন, সেই মেয়ে যদি বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্না হন, তাহলে এই ফ্যামিলি পেনশন (New Pension Scheme) পাবেন। সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের অনুমোদন লাগবে। ( G.O.No.621-F(pen) 18-07-2007কোনো শিক্ষক-অশিক্ষক কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে সেক্ষেত্রে তিনি পেনশন পাবেন। তার অবর্তমানে বিধবা, বিবাহ বিচ্ছিন্না মেয়ে এই পেনশন পাবেন। G.O.No432-F(pen)27-07-2008
কোনো পরিবারের ছোট মেয়ে বিধবা হওয়ায় পেনশন পাচ্ছেন, যদি পরবর্তীতে বড় মেয়ে বিধবা হয় এবং ছোট মেয়ে পুনরায় বিয়ে করেন বা মারা যান, তাহলে পারিবারিক পেনশন বন্ধ হয়ে যাবে। তখন বড় বিধবা মেয়ে এই ফ্যামিলি ম্যানশন পাবেন। G.O.No432-F(pen)02-07-2008সমস্ত ক্ষেত্রেই পেনশন পাওয়ার জন্য বেশ কিছু যোগ্যতা প্রয়োজন হয়। যোগ্যতা বলতে এখানে বিভিন্ন ধরনের নথিপত্র দরকার হয়।
TELEGRAM CHENNAL: | JOIN NOW |
GOOGLE NEWS: | FOLLOW NOW |
এইরকম সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।
Written by Biplab Mondal.
কি কি নথিপত্র প্রয়োজন:
•যিনি আবেদন করবেন তার ভোটার কার্ডের Xerox Copy. •তার বাবা মার ডেথ সার্টিফিকেটের Xerox Copy. •বিধবা মহিলার বেলায় স্বামীর ডেথ সার্টিফিকেটের জেরক্স কপি। •বিবাহ বিচ্ছিন্না মহিলার ক্ষেত্রে কোর্টের Divorce Certificate Xerox Copy. •আবেদনকারী মহিলার 4 Copy Colour Passport Size Photo. •যিনি আবেদন করছেন তার বাবা এবং মায়ের PPO কপি। •যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পেনশনের Annexure Form- এর 4 কপি। •আবেদনকারীর স্বাক্ষর। •মাসিক আয়ের শংসাপত্র, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো গেজেটেড অফিসারের দেওয়া •Descriptive Roll-4 কপি।
সার্ভিস বুকের তথ্য না থাকলে কি করা যাবে?
সেক্ষেত্রে সমস্ত বিষয়টি বিস্তারিত লিখে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমে অর্থ দপ্তরের কাছে পাঠাতে হবে। সার্ভিস বুক ছাড়া যাতে DPPG- তে Pension case টি পাঠিয়ে দেওয়া হয়।