প্যান কার্ডের এই নিয়ম না মানলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা, বিস্তারিত পড়ুন

Join Whatsapp Group

Join Telegram Group

নমস্কার বন্ধুরা আপনার কী প্যান কার্ড আছে? তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্যান কার্ডের এই নিয়ম না মানলে আপনাকে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে। আজকাল প্রায় যে কোনো আর্থিক কাজের জন্যই PAN (Permanent Account Number) কার্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে নাগরিকরা ১০ নম্বর বিশিষ্ট এই প্যান কার্ডকে সচিত্র পরিচয়পত্র হিসেবেও প্রদান করতে পারছেন। তাই স্বভাবতই বহু মানুষ নিজের প্যান কার্ড বানিয়ে নিচ্ছে। কিন্তু কিছু মানুষ কোনো কারণবশত ইচ্ছে বা অনিচ্ছাকৃতভাবে একাধিক প্যান কার্ড বানিয়ে নিচ্ছে যা নিঃসন্দেহে আইনের চোখে একটি অপরাধ। তাই নিজের নামে দু’টি প্যান কার্ড রাখলে আপনাকে মোটা টাকার জরিমানা গুনতে হবে।

দেশের আয়কর আইন ১৯৬১ এর 272B ধারা অনুসারে কোনো ব্যক্তির নামে যদি দু’টি প্যান কার্ড থাকে, তাহলে তাকে ১০,০০০ টাকা জরিমানার মুখে পড়তে হতে পারে। তাই যদি কখনও ভুল করেও আপনি একাধিকবার আবেদন করে নিজের নামে দু’টি বা তার বেশি প্যান কার্ড পেয়ে থাকেন তাহলে অতি দ্রুত এদের মধ্যে যেকোনো একটি প্যান কার্ডকে আসল হিসেবে রেখে বাকি প্যান কার্ডগুলো সমর্পন (Surrender) করতে পারেন। কীভাবে নিজের ডুপ্লিকেট প্যান কার্ড সমর্পন করতে হয় এ নিয়ে নীচে আলোচনা করা হলো।

দু’টি প্যান কার্ড থাকলে কীভাবে একটি কার্ড বাতিল করবেন?

 প্যান কার্ডের এই নিয়ম না মানলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা, জেনে নিন পড়ুন
প্যান কার্ডের এই নিয়ম না মানলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা, জেনে নিন পড়ুন
  • আপনার একটির বেশি প্যান কার্ড থাকে তাহলে আপনাকে প্যান চেঞ্জ রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন ভালো করে ফিল আপ করে যে প্যান নম্বরটি বর্তমানে ব্যবহার করতে চান সেটি সবার উপরে লিখে আইটেম নং 11 তে বাকি প্যান কার্ড সংক্রান্ত তথ্য গুলো দিয়ে সেগুলো ক্যানসেল করার জন্য আবেদন করতে হবে।

মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণে গ্রুপ ডি পদে স্বাস্থ্যকর্মী পদে কর্মী নিয়োগ

  • এছাড়া আপনি নিকটবর্তী NSDL বা UTI সহায়তা কেন্দ্রে গিয়ে 49A ফর্ম (প্যান পরিবর্তন অথবা কারেকশনের জন্য ) পূরণ করে তা জমা দিতে পারেন। তাহলে আপনার একটি বাদ দিয়ে বাকি প্যান কার্ডগুলোকে ক্যানসেল করে দেওয়া হবে।

মোবাইল দিয়ে কিভাবে টাকা উপার্জন করবেন

এইরকম সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Written by Biplab Mondal.

1 thought on “ প্যান কার্ডের এই নিয়ম না মানলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা, বিস্তারিত পড়ুন”

Leave a Comment