ভোটার কার্ড ও আধার কার্ড লিংক করার সহজ উপায়, জেনেনিন বিস্তারিত!

Join Whatsapp Group

Join Telegram Group

নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো ভোটার কার্ড ও আধার কার্ড লিংক করার সহজ উপায়, ভোটার কার্ড কিংবা আধার কার্ড আমাদের সকলের পরিচয় পত্র। এতদিন আমরা সবাই আধার কার্ড বিভিন্ন ক্ষেত্রে (প্যান কার্ড বা ব্যাঙ্ক একাউন্ট) লিংক বা যুক্ত করেছি। এখন থেকেই “voter card link with aadhar” শুরু হল। কিছু দিন আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি নোটিশ প্রকাশিত করে, যে ভোটার কার্ড এর সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে। বর্তমানে কিন্তু “ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক” প্রক্রিয়াটি অনলাইন শুরু হয়েছে। আজকে আপনি জানতে পারবেন কিভাবে এই “voter card aadhar link west bengal” অনলাইন মোবাইল এর মাধ্যমে।

তবে এটা জেনে নিন যে মোবাইল নম্বরে কিংবা প্যান কার্ড বা ব্যাঙ্ক একাউন্টে আধার কার্ড লিংক করতে আঙ্গুলের ছাপ দিতে হয়, কিন্তু “ভোটার কার্ড ও আধার কার্ড লিংক” করার জন্য কোনো রকম আঙ্গুলের ছাপ দিতে লাগবে না, শুধু মাত্র কয়েকটা ডকুমেন্টস এর মাধ্যমে অনলাইন ভোটার কার্ড ও আধার কার্ড লিংক করতে পারবেন।

ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করার সহজ উপায় মোবাইলের মাধ্যমে মাত্র ২ মিনিটে,জেনেনিন বিস্তারিত

ভোটার কার্ড ও আধার কার্ড লিংক করার সহজ উপায়:-

ভোটার কার্ড ও আধার কার্ড লিংক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবেন। এর জন্য-

  1. প্রথমে আপনাকে NVSP এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.nvsp.in ওপেন করবেন।
  2. এরপর হোম পেজটিতে Log in/Register অপশনে ক্লিক করতে হবে।
  3. যদি আপনার আইডি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে Register as a new user অপশনে ক্লিক করবেন।
  4. এখন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে মোবাইল নাম্বর দিয়ে লগইন করুন এবং ভোটার কার্ডের নাম্বর বসিয়ে, পাসওয়ার্ড নিজের মতো বসিয়ে রেজিস্ট্রেশন করুন।
  5. এবার ওই আইডি ও মেবাইল নাম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করবেন।
  6. লগইন করার পর নতুন পেজটিতে 3 নাম্বর অপশনে “Information Of Aadhaar Number By Existing Electoral” এই অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী পেজটিতে “voter card to aadhar card link” করতে 6 নম্বর ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করে, আধার কার্ডের নাম্বর ও মোবাইল নাম্বর বসিয়ে নীচে Submit অপশনে ক্লিক করলে “ভোটার কার্ড ও আধার কার্ড লিংক” করা sucssefull হবে, এবং পরবর্তী এই স্ট্যাটাস চেক করতে একটি রেফারেন্স আইডি নাম্বর দেওয়া রয়েছে সেটা নোট করে রাখতে হবে।

মোবাইল দিয়ে কিভাবে টাকা উপার্জন করবেন

প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে “voter card link with aadhar” কিভাবে লিংক করবেন, তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
TELEGRAM CHENNAL:JOIN NOW
GOOGLE NEWS:FOLLOW NOW

এইরকম সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Written by Biplab Mondal.

2 thoughts on “ভোটার কার্ড ও আধার কার্ড লিংক করার সহজ উপায়, জেনেনিন বিস্তারিত!”

Leave a Comment