বয়স্ক ভাতা / বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা লিস্ট চেক করুন | West Bengal Old Age Pension list Check 2022

Join Whatsapp Group

Join Telegram Group

বয়স্ক ভাতা / বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা লিস্ট চেক করুন – West Bengal Old Age Pension list Check 2022

West Bengal Old Age Pension list 2022 | West Bengal Widow Pension list 2022, বয়স্ক ভাতা /বার্ধক্য ভাতা/বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা লিস্ট চেক 2022 |

বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা লিস্ট চেক 2022, West Bengal

West Bengal Government বয়স্কদের জন্য ভাতার (Pension) দিয়ে থাকে। যদি কোনও মহিলা বা পুরুষের বয়স 60 বছর হয় তাহলে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা অঞ্চলে আবেদন করা যায়। বয়স্ক ভাতা প্রকল্পের বা বিধবা ভাতা প্রকল্পের।এছাড়া কোনও মহিলা যদি বিধবা হয়ে থাকে সেক্ষত্রে তাদেরকে বিধবা ভাতা দেওয়া হয়।

প্রতিমাসে 1,000/- টাকা করে এই ভাতা গুলি দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার দ্বারা, যাতে তারা নিজের সামান্য কিছুই খরচ চালাতে সক্ষম হয়।

PM Kisan : হাজার-হাজার কৃষককে পিএম কিষাণের টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠানো শুরু হলো, কারা পাচ্ছেন?

দুয়ারে সরকার ক্যাম্পে এবারে অনেকই বার্ধক্য ভাতা/বয়স্ক ভাতা বা বিধবা ভাতার আবেদন করেছেন তাদের মধ্যে অসংখ্য আবেদনকারীরা এখনো অব্দি টাকা পায়নি।কিভাবে ভাতার লিস্ট দেখা যাবে, কি করে বুজবেন যে আপনার ভাতাটি হয়েছে? How to check old age Pension and Widow Pension new list check in West Bengal?

জানার জন্য বিস্তারিত পড়ুন।

West Bengal old age pension widow pension list check online 2022

বার্ধক্য ভাতা/বয়স্ক ভাতা বা বিধবা ভাতার চেক করার পদ্ধতি

বয়স্ক ভাতার টাকা চেক 2022, বিধবা ভাতার টাকা চেক 2022: আপনি যদি আপনার ভাতার টাকা চেক করার জন্য উপায় খুঁজছেন বা ভাতার লিস্ট খুঁজছেন তাহলে এই লেখাটি আপনার জন্যই।

বিধবা ভাতার লিস্ট দেখার নিয়ম 2022:

  • বার্ধক্য ভাতা/বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা যেকোনো ভাতার অনলাইনে লিস্ট দেখার জন্য এই https://nsap.nic.in/ ওয়েবসাইটি খুলুন।
  • ওয়েবসাইটি ওপেন হওয়ার পর Menu Option টি ক্লিক করুন।
  • তার পর Report Option এ যান।
  • এর পর State Dashboard এ Click করুন।
  • এর পর রাজ্য পশ্চিমবঙ্গ (West Bengal) Selected করে আপনি কোন ভাতার জন্য আবেদন করছেন (Old age Pension or widow pension or Hadicap Pension) টি বেঁছে নিন।
  • সমস্ত কিছুই দেওয়ার পর Captcha দিয়ে Submit করবেন।
  • এখন West Bengal এর সমস্ত ভাতার লিস্ট আসবে কিন্তু সহজে আপনার নাম খুঁজে বের করার জন্য আপনার District >Sub District >Municipality or Block দিয়ে এগিয়ে যান, তাহলেই আপনার এলাকার লিস্ট দেখতে পারবেন।
  • এছাড়া আপনার নাম সঠিক ভাবে লিখেও লিস্ট এ নাম খুঁজে বের করতে পারবেন।
  • সেখানে আপনার নাম, পিতার /স্বামীর নাম মিলিয়ে দেখতে পারবেন।
  • ভাতার টাকা কোন ব্যাঙ্ক এ আসবে সেটাও ওই ভাতার লিস্ট এ দেওয়া থাকবে।

প্রতিবন্ধী ভাতার লিস্ট ওই একেই ভাবে চেক করতে পারবেন।যদি কোনোরকম সমস্যা হয়, তাহলে নিচে কমেন্ট করে জানান।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY): সুদের হার 2022 স্কিমের বিবরণ এবং সুবিধাগুলি সম্পর্কে সমস্ত বিস্তারিত জেনেনিন

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

Written by Biplab Mondal.

Leave a Comment