Ration Card Update: রেশন তোলার ক্ষেত্রে চালু হতে চলেছে নতুন এক নিয়ম বায়োমেট্রিকের পাশাপাশি নতুন নিয়ম চালু,জেনেনিন বিস্তারিত

Join Whatsapp Group

Join Telegram Group

১লা আগস্ট,২০২২ থেকে রেশন তোলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে নতুন নিয়ম চালু করা হচ্ছে। রেশন সামগ্রী তোলার জন্য এতোদিন হয় গ্রাহকদের আঙুলের ছাপ নেওয়া হতো,নাহলে মোবাইলে পাঠানো OTP এর মাধ্যমে গ্রাহকেরা ডিলারদের থেকে রেশন তুলতে পারতেন। (Wb Ration Card New Update) এই পদ্ধতি নিয়ে রেশন ডিলারদের সঙ্গে সরকারি আধিকারিকদের মতবিরোধ লেগেই

রয়েছে। তারই মধ্যে ১লা আগস্ট, ২০২২ থেকে ফের নতুন একটি নিয়মের মাধ্যমে রেশন নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । এর আগে মহারাষ্ট্র, বিহারে এই প্রক্রিয়া চালু ছিল। এবার পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে এই পরিষেবা শুরু হতে চলেছে।

পিএম কিষান প্রকল্পে ফিজিক্যাল ভেরিফিকেশন বাধ্যতামূলক কিভাবে করবেন? সম্পূর্ণ পদ্ধতি জানতে এখনি দেখে নিন

রেশন তোলার ক্ষেত্রে নতুন পদ্ধতিটি কী?

এবার থেকে রেশন নিতে গেলে শুধু গ্রাহকদের আঙুলের ছাপ নিলেই চলবে না, আঙুলের ছাপের পাশাপাশি অত্যাধুনিক ইলেক্ট্রনিক পয়েন্ট অফ সেল মেশিন সংক্ষেপে ই-পস মেশিনের মাধ্যমে গ্রাহকদের আঙুলের ছবিও নেওয়া হবে। মূলত আরও নির্ভুল ও স্বচ্ছ ভাবে রেশন বন্টন প্রক্রিয়া পরিচালনা করার জন্যই ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া (UIDAI) অর্থাৎ আধার কর্তৃপক্ষের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে ই-পস মেশিনের মাধ্যমে শুধু গ্রাহকদের হাতের রেখার ছাপ নেওয়া হতো। (Wb Ration Card New Update) এবার এই মেশিনে স্ক্যানের মাধ্যমে গ্রাহকদের আঙুলের ছাপের ছবি ধরে রাখা হবে। তবে আঙুলের ছবি ধরে রাখার জন্য ই-পস মেশিনের সফটওয়্যারে আপডেটের প্রয়োজন এবং তা করতে হবে মেশিনটিকে অবিকলভাবে চালু রেখেই।

তবে এই সফটওয়্যার আপডেট নিয়ে আবার অনেক সমস্যা দেখা গিয়েছে বলে রেশন ডিলাররা অভিযোগ করছেন। (Wb Ration Card New Update) এদিকে আধার কর্তৃপক্ষের তরফ থেকে চালু করা নতুন এই নিয়ম অনুসারে পুরোনো রেশন বন্টন পদ্ধতি চালু রেখেই নতুন এই সফটওয়্যার আপডেট করতে হবে। একবারে আপডেট না হলে বারংবার চেষ্টা

করতে হবে। কিন্তু এই পদ্ধতিতে রেশন দিতে গিয়ে ডিলাররা নানান সমস্যার মুখে পড়ছেন। কখনওবা রেশন দেওয়ার গতি ধীরে হয়ে যাওয়ায় গ্রাহকদের রোষের মুখে পড়তে হচ্ছে তাদের, আবার কখনও হাতের ছাপই না মেলায় রেশন দেওয়ার পদ্ধতি বন্ধ রাখতে হচ্ছে। (Wb Ration Card New Update) এরফলে বহু মানুষ নিজের প্রাপ্য রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্যা নিয়ে অবশ্য খাদ্য দপ্তরও নিরুপায়। তাদের কথায় সারা দেশেই আধার কর্তৃপক্ষের কথামতো এই প্রক্রিয়া চালু করা হবে। তাই আমাদেরও রাজ্যে এই পদ্ধতিতে রেশন দিতে হবে।

PM Kisan: চারদিনের মধ্যে এই ডকুমেন্ট জমা দিলে অ্যাকাউন্টে চলে আসবে ৪০০০ টাকা,জেনেনিন বিস্তারিত

এইরকম সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Written by Biplab Mondal.

Leave a Comment