কৃষক বন্ধু প্রকল্প 2022 : WB Krishak Bandhu Scheme, New List, Status Check, Apply Online & Installment Date 2022-23

Join Whatsapp Group

Join Telegram Group

[wpdiscuz-feedback id=”k4byext3pn” question=”Please leave a feedback on this” opened=”1″][/wpdiscuz-feedback]কৃষক বন্ধু – Krishak Bandhu Scheme Online Registration, Status Check & Check list 2022 | কৃষক বন্ধু প্রকল্প টাকার লিস্ট ২০২২ | WB Krishak Bandhu prakalpa | কৃষক বন্ধু প্রকল্প আবেদন ও ফরম ফিলাপ ২০২২ | WB Krishak Bandhu Scheme Online Form 2022 | কৃষক বন্ধু প্রকল্প চেক করার নিয়ম 2022| কৃষক বন্ধু প্রকল্প নাম লিস্ট | krishok bondhu | krishok bondhu prokolpo | krishok bondhu name list 2022

Krishak Bandhu Kharif Installment Date 6 July 2022 : কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ

WB Krishak Bandhu Check List 2022-23 : কৃষক বন্ধু প্রকল্পের আইডি নম্বর ও স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি 2022

আজকে 6 july 2022 ( বৃহস্পতিবার ):পশ্চিমবঙ্গের 77লক্ষ 88 হাজার 998 জন এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়েছেন। কৃষকদের ব্যাঙ্ক একাউন্ট এ খারিফ শস্যের টাকা পাঠানোর কাজ শুরু করেছে। বর্ষাকালীন টাকার জন্য এবারে 2385 কোটি টাকা কৃষক বন্ধুদের ব্যাঙ্ক একাউন্ট এ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়ে গেছে। আপনাদের ব্যাঙ্ক একাউন্ট টি অবশ্যই চেক করে নিন।

“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) 2021 সালের ‘Krishak Bondhu Scheme’ আর টাকার পরিমান দ্বিগুন করার করেছেন। আগে এই প্রকল্পের জন্য পাঁচ হাজার টাকা (Rs. 5000/-) পেতো কিন্তু এবার থেকে West Bengal এর সকল কৃষষকেরা দশ হাজার (Rs. 10000/-) টাকা পাবে প্রতিবছরে।”

আজকে আমরা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো । এই প্রকল্পের কি কি সুবিধা রয়েছে ? কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন , কৃষক বন্ধু প্রকল্প apply? আবেদন করার পর স্টেটাস চেক কিভাবে করবেন ? কৃষক বন্ধু চেক লিস্ট 2021

এই প্রকল্পের টাকা কবে দেখা হয় এবং কত টাকা দেওয়া হয় , বিস্তারিত তথ্য নিয়েই আজকের আমাদের এই আলোচনা ।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের তথ্য জানতে অবশই সরকারীসুবিধা ওয়েবসাইটের সঙ্গে থাকবেন ।

কৃষকবন্ধু প্রকল্প krishok bondhu

( সুবিধা, স্টেটাস চেক , আবেদন পদ্ধতি , ফর্ম এবং ডকুমেন্টস )

পশ্চিমবঙ্গের চাষীদের কথা মাথায় রেখে কৃষক বন্ধুদের চাষের জন্য সার ,বীজ , কীটনাশক, জমির চাষ ইত্যাদি খরচর করার জন্য সরকার কৃষকদের ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা অবধি সাহার্য করে থাকে (জমির পরিমানের উপর এই টাকা কম বা বেশি দেওয়া হয়ে থাকে)।

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জমির রেকর্ড থাকা প্রয়োজন । জমির রেকর্ড দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে হয়। বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প এ এই প্রকল্পের আবেদন করতে হয় ।

West Bengal Krishak Bandhu Scheme 2022 : কৃষকবন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ ২০২২

কৃষক বন্ধু প্রকল্পে এখন কৃষকরা পাবে 10,000 হাজার টাকা। আজকের পর্বে আমরা “Krishak Bandhu Scheme” এর Online Registration,Status Check Online, Eligibility & Benefits সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যাতে পশ্চিমবঙ্গ সরকাররে আওটায় সমস্ত কৃষক বন্ধুরা প্রকল্পের টাকা সঠিক ভাবে পায় ও আমাদের এই আলোচনাটি তাদেরকে সাহার্য্য করে।সমস্ত চাষী ভাইদের চাষবাসে সাহার্য্য করতেই এই প্রকল্প।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এটি, যার মাধ্যমে অনেক কৃষকরা উপকৃত হবেন। গতবছর এই প্রকল্পে বছরে মোট পাঁচ হাজার টাকা পেয়েছে কিন্তু এবার থেকে টাকার পরিমান বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে। রবি ও খারিপ চাষ এর জন্য বছরে দুবার এই টাকা ভাগ করে দেওয়া হবে (5000+5000)

Objective Of WB Krishak Bandhu Prakalpa 2022

এই প্রকল্পের উদ্দেশ্য (Objective) সম্পর্কে West Bengal Government তরফে বলা হয়েছে। রাজের বহু কৃষক আর্থিক ভাবে স্বছল না হওয়ার জন্য তারা ঠিক মতো চাষ আবাদ করতে পারে না – fertilizer, seed, labours ইত্যাদি কারণে।এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হল কৃষকদের ব্যাঙ্ক এ কিছু টাকা সরাসরি সাহার্য্য দেওয়া যাতে, কৃষকরা প্রয়োজন মতো সার, বীজ, কীটনাশক ও শ্রমিক নিয়ে ভালো ভাবে চাষ করতে পারে।

Benefits Of Krishak Bandhu Scheme/Prakalpa 2022

কৃষক বন্ধু প্রকল্প এর মাধ্যমে কৃষকরা:-

আর্থিক সহায়তার পরিমাপ হলো:-

  • 10,000 হাজার টাকা দেওয়া হবে সেই সমস্ত কৃষকদের যাদের জমির পরিমান 1 একর বা তার বেশি।
  • 4,000 হাজার টাকা দেওয়া হবে যাদের জমির পরিমান 1 একর এর কম।

Krishak Bandhu death Benefit

যদি কোনো কৃষক মারা জান তাহলে তার পরিবার পাবে দুই লক্ষ টাকা (Rs. 2,00000/-)

Krishak Bandhu Scheme Eligibility2022-23 : কৃষকবন্ধু প্রকল্পের টাকা পাওয়ার যোগ্যতা ২০২২?

এই প্রকল্পের সুবিধা পেতে কী যোগ্যতা লাগবে:-

  • আবেদনকারী অবশই West Bengal এর স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • যেই চাষী আবেদন করবে তার নিজের জমির রেকর্ড থাকি চাই।
  • বয়স 18-60 হতে হবে।

কৃষক বন্ধু প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে ( Important Documents for Application )

কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলি এই প্রকল্পের জন্য প্রয়োজন তার একটি তালিকা নিচে দেওয়া হল।

  • Voter Card. (ভোটের কার্ড )
  • Aadhar Card. (আঁধার কার্ড )
  • Pan Card. (প্যান কার্ড)
  • Krishak Bandhu Card. (কৃষক বন্ধু কার্ড)
  • Self-Declaration of Applicant
  • ROR Attested Copy (জমির কাগজ)

MGNREGA Prakalpa Apply Now 2022|কেন্দ্র সরকারের নতুন প্রকল্পে 1 লক্ষ 40 হাজার টাকা দেওয়া হবে, আবেদন করলে টাকা পাবেন |

আবেদন পদ্ধতি : Krishak Bandhu Online Application

(Krishak Bandhu form fillup)

কৃষক বন্ধু প্রকল্প ফরম ফিলাপ কী ভাবে করবেন তার সঠিক উপায় নিয়ে এবার আলোচনা করা হল:-

  • কৃষক বন্ধু প্রকল্প আবেদন করার জন্য খুলুন এই Official Website:- http://krishakbandhu.net/
  • ওয়েবসাইট খোলার পর উপরে দেখবেন এই 👉 “প্রকল্প ব্যবস্থাপনা or কৃষি বিভাগ” এখানে ক্লিক করুন।
  • যদি আগে কখনো login করে থাকেন তাহলে username and Password দিন ( যদি আপনার username ও Password না থাকে তাহলে Sing Up এ ক্লিক করুন )
  • District, email id, Password, conform Password, Name, Mobile Number, ইত্যাদি লিখে ‘Submit’ করুন।
  • এখন username ও password দিয়ে login করুন। Krishak Bandhu Form

Krishak Bandhu App Download – কৃষক বন্ধু apps

কৃষকবন্ধু প্রকল্পের সরকারী mobile App রয়েছে, যা Google Play Store এ পাওয়া যাবে। ” Krishak Bondhu” এই নামে।

তবে ভালো করে দেখে তার পর ডাউনলোড করবেন ।

Krishak Bondhu App Download Link:- Click Here

কৃষক বন্ধু প্রকল্প চেক করার নিয়ম ( Krishak Bandhu Status Check Online 2022 )

কৃষক বন্ধু প্রকল্প চেক করার জন্য Official Website এ গিয়ে login হয়ে স্ট্যাটাস দেখে নিন। এই নিয়ে বিস্তারিত জানতে পড়ুন:

Krishak Bandhu Helpline Number:-

Mobile Number : 8336957370 / 6291720406

Mail ID: krishak.bandhu@ingreens.in

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে।

পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুই বার দেওয়া হয় – ১. রবিশস্য এবং ২. খারিফ শস্যএই দুই চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয় ।

শীতকালীন ও বর্ষাকালীন চাষের কিছুদিন আগেই সরকার কৃষকদের ব্যাঙ্ক একাউন্ট এ সরাসরি এই প্রকল্পের টাকা দিয়ে থাকে ।

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

[sp_easyaccordion id=”879″]

Leave a Comment