মাধ্যমিক রুটিন 2023 । মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 pdf download । Madhyamik Syllabus 2023 PDF

Join Whatsapp Group

Join Telegram Group

মাধ্যমিক রুটিন 2023 । মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 pdf download । Madhyamik Syllabus 2023 PDF

মাধ্যমিক রুটিন 2023: প্রতি বছরের মতো এবছরও মাধ্যমিক রেজাল্ট প্রকাশের দিন আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হলো। 2023 মাধ্যমিক পরীক্ষা কবে হবে? কোন দিন কি পরীক্ষা হবে? আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ রুটিন জানতে পারবেন আজকের এই প্রতিবেদন থেকে। এদিন ৩ জুন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ‘মাধ্যমিক রুটিন 2023’ ঘোষণা করেছেন। WBBSE Madhyamik Routine PDF Download

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 । Madhyamik Syllabus 2023 PDF

পরীক্ষার নাম মাধ্যমিক 2023
বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
পরীক্ষা শুরু 23 ফেব্রুয়ারি, 2023
পরীক্ষা শেষ 4 মার্চ, 2023
অফিশিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in / www.wbbse.org
Download link Given below
Madhyamik Routine Download Now

মাধ্যমিক রুটিন 2023 (Madhyamik Routine 2023)

যেহেতু এই মুহূর্তে করোনার প্রকোপ নেই, তাই বিগত বছরগুলির মতো নিয়ম মেনে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়া হবে। এবং মাধ্যমিকের পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে পরীক্ষা হবে। যদিও সিলেবাস নিয়ে এখনও কোনোরূপ বিজ্ঞপ্তি জারি করেনি পর্ষদ।

Post Office Recruitment-19900 টাকা বেতনে মাধ্যমিক পাসে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর গ্রুপ-সি নিয়োগ

2023 মাধ্যমিক পরীক্ষা কবে হবে?

2023 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 23 ফেব্রুয়ারি, 2023 তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে 4 মার্চ। পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে সকাল 11 টা 45 মিনিট থেকে বিকেল 3 টা পর্যন্ত। পরীক্ষার কক্ষে প্রশ্ন দেওয়া হবে 11 টা 45 মিনিটে। প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় বরাদ্দ।

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023

তারিখ বিষয়
23 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রথম ভাষা
24 ফেব্রুয়ারি, শুক্রবার দ্বিতীয় ভাষা
25 ফেব্রুয়ারি, শনিবার ভূগোল
27 ফেব্রুয়ারি, সোমবার ইতিহাস
28 ফেব্রুয়ারি, মঙ্গলবার জীবন বিজ্ঞান
2 মার্চ, বৃহস্পতিবার গণিত
3 মার্চ, শুক্রবার ভৌত বিজ্ঞান
4 মার্চ, শনিবার ঐচ্ছিক বিষয়

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 PDF । Madhyamik Syllabus 2023 PDF

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 PDF প্রকাশ করা হয়েছে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে 2023 মাধ্যমিক পরীক্ষার রুটিন PDF ডাউনলোড করতে পারবেন।

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

Written by Biplab Mondal.

Leave a Comment