Application Status check of Lakshmir Bhandar Prakalpa 2022 : Sms Problems, Lakshmir bhandar Prakalpa Sms not Receved o your phone, check laxmi bhandar status in 2022, লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক – lokhir vandar status.
Laxmi Bhandar Application Status Check 2022: লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক 2022
পশ্চিমবঙ্গ সরকার নিজের দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে দিয়ে এক নতুন প্রকল্প চালু করেছে লক্ষীর ভান্ডার প্রকল্প।এই প্রকল্পের দাড়া পশ্চিমবঙ্গের কম আয় সম্পন্ন পরিবারগুলির মহিলা প্রধানরা প্রতিমাসে আর্থিক সাহায্য পাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। laxmi bhandar status check sms problem 2022-23
লক্ষীর ভান্ডার প্রকল্প আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি:-
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন এর status জানার জন্য আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার আছে SMS-এর উপর নির্ভর করতে হবে।
আপনার রেজিস্টার মোবাইল নম্বরে আসা SMS দেখে আপনার আবেদনের স্ট্যাটাস বোঝার পদ্ধতি নিচে দেওয়া হল।
SMS Received | Status |
---|---|
SMS এর মাধ্যমেApplication IDপেলে। | আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন সঠিক ভাবে জমা পরে গেছে। |
রেজিস্টার করা মোবাইল নম্বরে SMS এর মাধ্যমেBeneficiary IDপেলে | লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন সফলভাবে ভেরিফাই করা হয়ে গেছে। |
কোনো SMS না পেলে | কিছুদিন অপেক্ষা করুন ও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে নাকি দেখুন। |
পশ্চিমবঙ্গ সরকার লক্ষীর ভান্ডার এর জন্য একটি নতুন socialsecurity.wb.gov.in পোর্টাল চালু করেছেন
তবে এই ফটোটি শুধুমাত্র অফিসিয়াল কাজ কারবার এর জন্য। কোন সাধারণ মানুষ এই socialsecurity.wb.gov.in পোর্টালে লগইন করতে পারবেন না।
লক্ষীর ভান্ডার প্রকল্প payment স্ট্যাটাস চেক করার পদ্ধতি
লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা তা দেখার জন্য,
- কে ব্যাঙ্ক ডিটেলস আবেদন করার সময় জমা দিয়েছিলেন সেই ব্যাংকে যান।
- নিজের পাস বইটি আপডেট করুন।
- তাহলে দেখতে পাবেন লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে আপনার একাউন্টে টাকা ঢুকেছে কিনা।
ঘরে বসে লক্ষীর ভান্ডার এর payment status দেখার জন্য নিজের মোবাইলে ব্যাংকের passbook অ্যাপ ডাউনলোড করে তা যাচাই করতে পারবেন।
আবেদন ও ব্যাংক একাউন্টে টাকা ঢোকার status চেক করার নতুন কোন পদ্ধতি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালু করলেন তা আমরা আপডেট করে দেবো।
Lakshmir Bhandar Prakalpa Helpline Number +91-033-23341563 (লক্ষ্মীর ভান্ডার প্রকল্প)
Lakshmi Bhandar SMS Not received? Application Status Check:
- >আমরা আগেই বলছি অনেকেরইsmsআসেনি। আপনারও যদি ফর্ম জমা করার পরওsmsনা এসে থাকে, যার জন্য হয়তো আপনি কিছুটা চিন্তায় আছেন।
- >নব্বন্ন তরফে আমরাEmailকরে যা জেনেছি যা হল – করো যদিSmsনা এসে থাকে, সেক্ষত্রে কোনো সমস্যা হবে না, যদি ফর্মটি ঠিক করে fill up করে জমা দেওয়া হয়ে থাকে। অনেক সময়Technicalকারণেsmsনাও আসতে পারে এটা কোনো বেপার না।
- >এমনও হতে পারে এখনো যারা এই ফর্মগুলিRegisterকরছে তারা হয়তো আপনার ফর্মটি এখনো ধরেনি। বা কিছুদিনের মধ্যেsmsচলে আসবে। তাই এই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই অপেক্ষা করুন।
Sms না আসলে কী আবারও দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা করবো?
- >না, Sms না আসার কারণে কেউই যেন আবারও ফর্ম জমা না করেন। যদি করো মনে হয় যে আমার ভূল হয়েছে আবেদন করতে – যেমন ধরুনস্বাস্থ্যসাথী কার্ডজমা দেন নাই, সেক্ষত্রে দুয়ারে সরকারের অফিসার এর সঙ্গে কথা বলে নতুন ফর্ম জমা করতে পারবেন।
- >কিন্তু শুধুমাত্র Sms না আসার কারণে কেউই যেন আবারও ফর্ম জন্য না করেন।
Sms আসেনি সেক্ষত্রে কী Laxmir bhandar Prakalpa টাকা পাওয়া যাবে না?
Lakshmir Bhandar Registration Number : Login
West Bengal government Launched Lakshmir Bhandar Web Portal –
Official Website:- Click Here
- >সমস্ত আবেদনকারীরা তাদের Lakshmi Bhandar Application Status দেখতে এই website এ Visite করছেন। কিন্তু কেউই পারছেন না Login হতে।
- >আমরা আপনাদের স্পষ্ট ভাষায় বলছি – এই যে ওয়েবসাইটি রয়েছে লক্ষ্মীর ভান্ডার Login এর এটা শুধু Official Login।
- >অর্থাৎ যারা Lakshmir Bhandar এর কাজ করছেন- ব্লক, অঞ্চলের আধিকারিকরা তারাই শুধু এই ওয়েবসাইট এ Login হতে পারবেন।
State | West Bengal |
Name of Scheme | Lakshmi Bhandar Prakalpa / Laxmir Bhandar form Pdf |
Beneficiary | All 25+ years Women of West Bengal |
Benefits |
|
Objective | To provide minimum income support for Women |
Announced By | CM Mamata Banerjee |
Application Date | 1st Feb 2022 / 01-01-2022 |
Official Website | |
- >তারপর Enter Registration Mobile
- >তার পর “Generate OTP” .
- >Enter OTP
- >তারপর ক্লিক ” Login”.