Gmail: কিভাবে ইন্টারনেট ছাড়াই জি মেইল ব্যবহার করবেন, জেনেনিন বিস্তারিত

Join Whatsapp Group

Join Telegram Group

নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করবো কিভাবে আপনারা ইন্টারনেট ছাড়াই জি মেইল পরিষেবা মিলবে, তাহলে এই খবরটি আপনার জন্য।তাহলে চলুন দেখে নেওয়া যাক:-

গুরুত্বপূর্ণ মেইল এসেছে। কিন্তু, ইন্টারনেট না থাকায় তা চেক করতে পারছেন না। এখন থেকে আর জি মেইল গ্রাহকদের এই সমস্যায় পড়তে হবে না। (how to use gmail without internet) অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়াই গ্রাহক তাঁর মেল পড়তে, রিপ্লাই দিতে বা পুরনো মেল সার্চ করতে পারবেন। এমনই অভিনব পরিষেবা নিয়ে এল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল৷এককথায় অফলাইন জি মেইল।

কিন্তু কীভাবে আপনার মোবাইল বা কম্পিউটারে এই পরিষেবা চালু করবেন? শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজার থেকেই অফলাইনে জি মেইল ব্যবহার করা যাবে এবং তা সাধারণ মোডে৷ (how to use gmail without internet) ইনকগনিটো মোডে এই সুবিধা মিলবে না৷ অফলাইন জি মেইল পরিষেবা পেতে গ্রাহকদের যা যা করণীয় সেগুলি হল – ডিভাইসে ক্রোম ইনস্টল করার পর জি মেইল সেটিংসে যেতে হবে। অফলাইন ট্যাবে ক্লিক করে‘এনাবেল অফলাইন মেইল’ চেকবক্স অন করতে হবে।

Apply: ইউনি পে কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জেনেনিন বিস্তারিত

তারপরেই মিলবে নতুন সেটিংস। এরপর জি মেইল জানতে চাইবে, কতদিনের ইমেল আপনি সিঙ্ক করাতে চান? এরপর সবশেষে ‘সেভ চেঞ্জেস’ অপশন ক্লিক করলেই সংশ্লিষ্ট ডিভাইসে চালু হয়ে যাবে অফলাইন জি মেইল৷ গুগল জানিয়েছে, এর ফলে যেখানে ইন্টারনেট সংযোগ খুব দুর্বল বা ধীর গতির, অথবা প্রত্যন্ত ইন্টারনেটহীন জায়গায় জি মেইল পরিষেবা মিলবে।

এইরকম সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Written by Biplab Mondal.

2 thoughts on “Gmail: কিভাবে ইন্টারনেট ছাড়াই জি মেইল ব্যবহার করবেন, জেনেনিন বিস্তারিত ”

Leave a Comment