Free Caller Tune: বিনামূল্যে কলার টিউন সেট করুন! সহজে জেনেনিন বিস্তারিত

Join Whatsapp Group

Join Telegram Group

Free Caller Tune: বিনামূল্যে কলার টিউন সেট করুন! সহজে জেনেনিন বিস্তারিত

অনেকের অজানা কীভাবে ফোনে কলার টিউন সেট করবেন? এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন আপনি নিজেই কীভাবে ফোনথেকে কলার টিউন সেট করবেন।অনেকেই স্মার্টফোনে কলার টিউন ব্যবহার করেন। এর ফলে অন্য কেউ ফোন করলে বিভিন্ন গান বা অন্য কোনও অডিয়ো শোনার সুযোগ রয়েছে।(how to set free caller tune easily) কিন্তু কলার টিউন কীভাবে সেট করবেন? জেনে নিন এই আর্টিকেলের মাধ্যমে –

কিন্তু অনেকের অজানা কীভাবে ফোনে কলার টিউন সেট করবেন? এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আপনি নিজেই কীভাবে ফোনথেকে কলার টিউন সেট করবেন।

Paytm Loan – বাড়ি বসে কিভাবে Paytm থেকে লোন পাবেন | পেটিএম বিজনেস লোন, জেনেনিন বিস্তারিত

Airtel-এ কীভাবে কলার টিউন সেট করবেন-

Airtel এ কলারটিউন সেট করার জন্য ফোনে Wynk Music ডাউনলোড করতে হবে। ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি নিজের পছন্দের গান কলার টিউন হিসেবে সেট করতে পারবেন।(Free Caller Tune) সেক্ষেত্রে ওই অ্যাপে রয়েছে Helo Tunes অপশন। সেখানে ট্যাপ করে সেট করতে হবে আপনার পছন্দের গান। এবং সেখান থেকে Airtel-এ কলার টিউন সেট করতে পারবেন। বেশ কয়েকটি রিচার্জ প্ল্যানে ফ্রিতে কলার টিউন দেয় Airtel। বাকি প্ল্যানের ক্ষেত্রে নির্দিষ্ট টাকা দিয়ে কিনতে হয়।

My Jio অ্যাপে রয়েছে Music ট্যাব। সেখানে ট্যাপ করলে Jio Tune অপশন দেখা যাবে। সেখান থেকেই Jio-র পছন্দের কলার টিউন সেট করা সম্ভব।

Vi-কলার টিউন

Vodafone idea-র ক্ষেত্রে কলার টিউন পেইড সাবক্রিপশন নিতে হয়। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার পরেই ওই Vi গ্রাহকরা কলারটিউন সেট করতে পারেন। (Free Caller Tune)সেক্ষেত্রে ব্যবহারকারীদের মাসে 49টাকা খরচ হয়।

Best LIC Investment Plan – আপনি যদি LIC-এর এই স্কিমে বিনিয়োগ করেন, আপনি প্রতি মাসে 12000 টাকা নিশ্চিত পেনশন পাবেন।

App store বা Play Store থেকে Vi অ্যাপ ডাউনলোড করুন। এরপর সেখানে থাকা Music ট্যাবে ক্লিক করুন। সেখানে একটি সার্চ বার ওপেন হবে এবং পছন্দের গান সেখানে লিখতে হবে।(Free Caller Tune) নির্দিষ্ট গানের উপর ট্যাপ করলে দেখা যাবে “Set Caller tune”। ওই অপশনে ট্যাপ করে সেট করুন Vi কলার টিউন।

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

Written by Biplab Mondal.

1 thought on “Free Caller Tune: বিনামূল্যে কলার টিউন সেট করুন! সহজে জেনেনিন বিস্তারিত”

Leave a Comment