Fixed Deposit Interest Rates 2022 – ফিক্সড ডিপজিটে বাড়লো সুদের হার, দেখুন নতুন তালিকা।

Join Whatsapp Group

Join Telegram Group

Fixed Deposit Interest Rates 2022 : ফের ফিক্সড ডিপোজিটে সুদ বাড়ালো এই ব‍্যাঙ্ক, কত দিচ্ছে, তালিকা দেখুন।

সুদের হার ক্রমাগতই বাড়ছে। বিভিন্ন ব্যাংক তাদের বিভিন্ন স্কিমের উপর গ্রাহকদের সুদের হার (Fixed Deposit Interest Rates 2022) বেশি দিচ্ছে। প্রত্যেকেই সেরকম ধরনের স্কিমের খোঁজ করেন যেখানে ব্যাংক অন্তত বেশি পরিমাণে রিটার্ন দেয়।

এই ভাবেই বিভিন্ন ব্যাংকের নানা রকম স্কিমের খোঁজ করেন গ্রাহকেরা। বিনিয়োগ করার আগে দেখে নেন কোন স্কিমে নির্দিষ্ট মেয়াদে টাকা সঞ্চয় করলে বেশি রিটার্ন পাওয়া যাবে। ব্যাংকগুলিও গ্রাহকদের স্বার্থে বিভিন্ন ধরনের স্কিমে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে একাধিক ব্যাংকে দেখা গিয়েছে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit Interest Rates) এবং অন্যান্য মেয়াদী জমার ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে।

বাংলা শস্য বীমা প্রকল্প স্ট্যাটাস চেক 2022-23 করবেন কিভাবে জানুন বিস্তারিত!

এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার (Fixed Deposit Interest Rates 2022) বাড়াল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক PNB 3 সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার তারা FD-র ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে দিল। PNB-র তরফ থেকে জানানো হয়েছে, 2 কোটি টাকার নিচে FD-র কয়েকটি মেয়াদের ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে দেওয়া হয়েছে।

এবার দেখে নেওয়া যাক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ ফিক্সড ডিপোজিটে সুদের হার কি রকম:-

Fixed Deposit Interest Rates 2022-23

  • 7 দিন মেয়াদ থেকে 14 দিন- 3 শতাংশ
  • 15 দিন থেকে 29 দিন মেয়াদ- 3 শতাংশ
  • 30 দিন থেকে 45 দিন- 3 শতাংশ
  • 46 দিন থেকে 90 দিন- 3.25 শতাংশ
  • 91 দিন থেকে 179 দিন সময়সীমায়- 4 শতাংশ
  • 180 দিন থেকে 270 দিন- 4.5 শতাংশ
  • 271 দিন থেকে 1 বছর মেয়াদের FD-তে- 4.5 শতাংশ
  • 1 বছর- 5.3 শতাংশ
  • 1 বছরের বেশি থেকে দুই বছরের কম মেয়াদে- 5.3 শতাংশ
  • 2 বছরের বেশি থেকে 3 বছরের কম- 5.5%
  • 3 বছরের বেশি থেকে 5 বছরের কম- 5.5 শতাংশ
  • 5 বছরের বেশি থেকে 10 বছর পর্যন্ত- 5.6 শতাংশ
  • 1111 দিন মেয়াদের FD-তে সুদ দিচ্ছে PNB- 5.5%

2 কোটি টাকার নিচে সমস্ত মেয়াদের FD-তে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে PNB সুদের হার দিচ্ছে 0.5 শতাংশ (Fixed Deposit Interest Rates 2022-23) বেশি। অর্থাৎ প্রবীণ নাগরিকরা 5 বছরের বেশি থেকে 10 বছর পর্যন্ত মেয়াদের FD-তে 6.1 শতাংশ হারে সুদ পাবেন।

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

Leave a Comment