5G Network India – Jio, Airtel, VI কে টক্কর দিতে প্রবেশ আদানি সংস্থা। লাভবান হবেন গ্রাহকেরা?
দৈনন্দিন জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সঙ্গে মোবাইল ফোনের রিচার্জ প্ল্যানের দাম (5G Network India 2022) বেড়েছে অনেকটাই। যার ফলে সাধারণ মানুষ যথেষ্ট সমস্যার সম্মুখীন। কারণ বর্তমানে মোবাইল ফোন খুব গুরুত্বপূর্ণ ডিভাইস। যার মাধ্যমে জরুরি প্রয়োজনীয় দরকারগুলো সম্পন্ন করা হয়।
তবে এবার কি সস্তার রিচার্জ প্ল্যানের (5G Network India 2022) অফার পেতে পারেন গ্রাহকেরা? প্রশ্নটি উঠতে শুরু করেছে। তার কারণ, জানা গিয়েছে, টেলিকম ব্যবসায় প্রবেশ করতে চলেছেন গৌতম আদানি।
বর্তমানে আম্বানির রিলায়েন্স এবং সুনীল ভারতী মিত্তলের এয়ারটেল (5G Network India 2022) রয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন আদানির সংস্থা। একাধিক রিপোর্ট অনুযায়ী, আদানির সংস্থা টেলিকম ব্যবসায় প্রবেশ করলে Jio, Airtel এবং Vodafone Idea-কে রীতিমতো টক্কর দিতে পারে। ফলে প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা যথেষ্টই বেশি। গত 26 জুলাই 5G এয়ার ওয়েভের নিলাম করে সরকার।
সেই নিলামে Jio, Airtel, Vodafone Idea ছাড়াও চতুর্থ একটি সংস্থা (5G Network India 2022) উপস্থিত ছিল। সেই চতুর্থ সংস্থাটি আদানির সংস্থা বলে জানা গিয়েছে। 5G নিয়ে টেলিকম ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে আদানির সংস্থা। টেলিকম ব্যবসায় আদানির সংস্থা রীতিমতো প্রস্তুতি নিয়ে প্রবেশ করতে চলেছে।
ইতিমধ্যেই ন্যাশনাল লং ডিস্ট্যান্স NLD এবং ইন্টারন্যাশনাল লং ডিস্ট্যান্স INLD এর লাইসেন্স নেওয়া হয়ে গিয়েছে। কবে থেকে আদানির সংস্থা টেলিকম ব্যবসায় প্রবেশ করবে সেটা সময় বলবে।
তবে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার সঙ্গে চতুর্থ একটি সংস্থা টেলিকম ব্যবসায় নামলে সেক্ষেত্রে প্রতিযোগিতা রীতিমতো বেড়ে যাবে। আর প্রতিযোগিতা বাড়লেই গ্রাহকেরা নিত্য নতুন সস্তার রিচার্জ প্ল্যানের অফার পেতে পারে বলেই মনে করা হচ্ছে।
Written by Sourav Sarkar.
এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে।