আজকের এই লেখাটির মধ্যেই আমরা আপনাদেরকে জানাবো স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন পদ্ধতি । এই কার্ডের কি কি সুবিধা হয়েছে ও স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদন পদ্ধতি কি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিনামূল্যে, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রত্যেক রাজবাসীকে দেওয়ার লক্ষেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “স্বাস্থ্য সাথী কার্ড”(Swasthya Sathi Cashless Health Scheme) এর ব্যবস্থা করেছেন।[Swasthya Sathi Card check online 2022}
এই Swasthya Sathi Card যে সমস্ত পরিবারের থাকবে, তাদের বিনামূল্যে পরিবারপিছু বছরে 5 লক্ষ টাকা চিকিৎসার সুবিধা পাবেন।স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবহার পশ্চিমবঙ্গ ও ভিন্ন রাজ্য মিলে মোট প্রায় 15000 হাজার হাসপাতাল রয়েছে যেখানে এই কার্ডের ব্যবহার করা যাবে।
স্বাস্থ্য সাথী কার্ড চেক 2022 | স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন 2022 | স্বাস্থ্য সাথী কার্ড চেক 2022 | স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন | Swasthya Sathi Card Check2022 | স্বাস্থ্য সাথী কার্ড চেক করার নিয়ম | স্বাস্থ্য সাথী কার্ড চেক স্টেটাস, স্বাস্থ্য সাথী কার্ড হয়েছে কিনা? Swasthya Sathi Card Check online West Bengal
স্বাস্থ্য সাথী কি?
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু প্রকল্প নিয়ে এসেছে, কিন্তু এই স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে প্রত্যেক পরিবার 5 লক্ষ্য টাকা পর্যন্ত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পাবেন। স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে বিনামূল্যে সরকারি বেসরকারি ও হসপিটালে চিকিৎসা করতে পারবেন।
স্বাস্থ্য সাথী কার্ড কি কি ডকুমেন্ট প্রয়োজন :
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ডিজিটাল রেশন কার্ড
- জন্ম সার্টিফিকেট
স্বাস্থ্য সাথী কার্ড আবেদন পদ্ধতি :
স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে Swasthya Sathi From ‘B’ ফিলাপ করে জমা করতে হবে।
স্বাস্থ্য সাথী কার্ড স্ট্যাটাস চেক অনলাইন 2022 : [Swasthya Sathi Card check online 2022]
আপনারা যদি স্বাস্থ্য সাথী কার্ড এর জন্যে আবেদন করেছেন কিংবা URN Number জেনারেট হয়েগেছে। এই “Swasthya Sathi Status Check Online” চেক করার জন্য-
- প্রথমে আপনাকে Swasthya Sathi অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
- এরপর ড্রপডাউন মেনু Find Your Name ক্লিক করবেন।
- পরের পেজে আবেদনকারীর মোবাইল নম্বর দিয়ে Find Your Name তে yourself কিংবা others এ ক্লিক করে Submit অপশনে ক্লিক করুন।
- পরবর্তী পেজটি ওপেন হবে এবং সেখানে আপনার State Name, District Name, Block Name বা Municipality Name, GP Name, Village Name Select করে
- এরপর Select By তে Aadhaar No কিংবা Khadyasathi Ration Card No যেকোনো একটি অপশনে ক্লিক করে নম্বরটি বসিয়ে Submit অপশনে ক্লিক করুন।
- পরবর্তী পেজটিতে আপনার এবং ওই স্বাস্থ্য সাথী কার্ড এর সাথে যতগুলো নাম যুক্ত করছেন সবগুলো কিন্তু দেখতে পাবেন।
Note : উপরের বলা পদ্ধতিতেই স্বাস্থ্য সাথী কার্ড চেক করতে পারবেন অনলাইনে,স্বাস্থ্য সাথী কার্ডের urn নম্বর সহ সমস্ত তথ্য দেখা যাবে।
যদি No data found!!! তাহলে বুজবেন যে এখনো হয় নাই আপনার স্বাস্থ্য সাথী কার্ড। কিছুদিন পর আবার চেক করে দেখবেন হল কি না।
Details Of Swasthya Sathi Card (স্বাস্থ্য সাথী কার্ড এর বিবরণ)
Name | স্বাস্থ্য সাথী কার্ড |
State | পশ্চিমবঙ্গ (West Bengal) |
Objective (উদেশ্য) | বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা |
Benefits (সুবিধা ) | 5 লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থা পরিবারপিছু |
কারা এই সুবিধার যোগ্য | পশ্চিমবঙ্গের স্থায়ী বসবারকারি |
ওয়েবসাইট |
স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন[Swasthya Sathi Card check online 2022]
- অনলাইনে স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটি (swasthyasathi.gov.in) ওপেন করে Find Your Name অপসন ক্লিক করবেন।
- তারপর Mobile Number বসিয়ে Yourself সিলেক্ট করে Submit করতে হবে।
- এর পর একটি নতুন পেজ খুলবে সেখানে আপনার জেলা, আঁধার নম্বর বা খাদ্যসাথী কার্ডের নম্বর দিতে হবে। তারপর ব্লক বা মিউনিসিপালিটি, গ্রাম ইত্যাদি দিয়ে Submit করলেই স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক করে নিতে পারবেন।
কারা স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন করতে পারবেন?[Swasthya Sathi Card check online 2022]
- যাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
পরিবারের কোন সদস্য যদি কোনোরকম হেল্থ স্কিম রাজ্য বা কেন্দ্রীয় সরকার দ্বারা না পেয়ে থাকেন, তারা আবেদন করতে পারবেন।
সরকার বা সরকারি সংস্থা থেকে বেতন পান অথচ কোন রকম চিকিৎসার সুবিধা পান না এমন পরিবারও এই স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
স্বাস্থ্য সাথী কার্ড আবেদন কিভাবে করবেন?
স্বাস্থ্য সাথী কার্ড আবেদন করার জন্য –
ফর্ম বি (Form B) দ্বারা স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদন করতে হয়।
আবেদনকারী ও পরিবারের সকল সদস্য এর নাম ও ঠিকানা সহ ফর্ম বি তে সঠিক ভাবে লিখতে হবে।
একটি মোবাইলে নম্বর লাগবে।
পরিবারের প্রত্যেকের খাদ্যসাথী কার্ড বা আঁধার কার্ডের প্রতিলিপি সহ ফর্মটি জমা করতে হবে ( দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক অফিসে বা অঞ্চল অফিসে )।
স্বাস্থ্য সাথী হেল্পলাইন নম্বর
কোনোরকম সমস্যা হলে যোগাযোগ অফিসিয়াল হেল্পলাইন নম্বর Help Line No 18003455384 (Toll Free)
স্বাস্থ্য সাথী কার্ড চেক করার বিষয়ে বিস্তারিত তথ্য আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।স্বাস্থ্য সাথী কার্ড চেক করা নিয়ে যদি কোথাও কোনও অসুবিধা হয় নিচে কমেন্ট করুন। প্রতিনিয়ত সরকারী বিভিন্ন প্রকল্পের সঠিক তথ্য জানার জন্য Bskwb.co.in ওয়েবসাইটে জুড়ে থাকুন।
- Tag : স্বাস্থ্য সাথী কার্ড চেক পশ্চিমবঙ্গ।
- স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন।[Swasthya Sathi Card Check West Bengal]
- স্বাস্থ্য সাথী কার্ড চেক 2021।
- স্বাস্থ্য সাথী কার্ড নাম লিস্ট
- স্বাস্থ্য সাথী কার্ড হয়েছে কিনা দেখার উপায়।
Swasthya Sathi Card check online 2022
3 thoughts on “স্বাস্থ্য সাথী কার্ড স্ট্যাটাস চেক অনলাইন 2022 : Swasthya Sathi Card check online 2022”