PM Awas Yojana List 2022: প্রকাশিত হল পিএম আবাস যোজনার ২০২২-২৩ এর লিস্ট, আপনার নাম আছে কিনা দেখে নিন।

Join Whatsapp Group

Join Telegram Group

আপনি কী পিএম আবাস যোজনার নতুন উপভোক্তাদের তালিকা খুঁজছেন (PM Awas Yojana List 2022)? তাহলে এই খবরটি আপনার জন্য। মোবাইলে অতি সহজেই পিএম আবাস যোজনা ২০২২ এর তালিকা পেয়ে যাবেন। কীভাবে নিজের এলাকার তালিকা চেক করবেন সে বিষয়ে নীচে আলোচনা করা হলো।pm-awas-yojana list-2022-easily-at-mobile-find-out-how-to-check.

  • কীভাবে পিএম আবাস যোজনার তালিকা চেক করবেন?
  • প্রথমে নিজের মোবাইলে বা ডেস্কটপে pmayg.nic.in এই ওয়েবসাইটে যান।

  • এবারে Main Menu লেখাটির পাশে তিনটি লাইন বিশিষ্ট আইকনটিতে ক্লিক করুন এবং Awaasoft অপশনের মধ্যে Report এ ক্লিক করবেন।

  • এরপরে Social Audit Reports লেখাটির মধ্যে Beneficiary Details for Verification লিংকে ক্লিক করবেন।

  • এবারে Selection Filter এ একে একে নিজের রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত, সাল (যে বছরের আবাস যোজনার তালিকা দেখতে চাইবেন সেটি সিলেক্ট করবেন) choose করবেন এবং নীচের captcha কোডটি টাইপ করে সবশেষে Sumbit অপশনে ক্লিক করবেন।

তাহলেই আপনার এলাকার পিএম আবাস যোজনার উপভোক্তাদের তালিকা চলে আসবে। Download PDF ও Download Excel অপশনে ক্লিক করে আবাস যোজনার তালিকাটি আপনি যথাক্রমে পিডিএফ কিংবা ওয়ার্ড ফাইল হিসেবে ডাউনলোড করে তা চেক করে নিতে পারবেন।pm-awas-yojana list-2022-easily-at-mobile-find-out-how-to-check.

এছাড়া উপরোক্ত ডাউনলোড অপশন দুটোর নীচে ফের তালিকাটি দেখানো হবে সেখান থেকেও লিস্টে আপনার নাম রয়েছে কিনা তা ভালোভাবে চেক করতে পারবেন।pm-awas-yojana list-2022-easily-at-mobile-find-out-how-to-check.যদি পিএম আবাস যোজনার তালিকায় আপনার নাম থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তিনটি কিস্তিতে এই প্রকল্পের সব টাকা পেয়ে যাবেন।

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদেরটেলিগ্রাম চ্যানেলে

2 thoughts on “PM Awas Yojana List 2022: প্রকাশিত হল পিএম আবাস যোজনার ২০২২-২৩ এর লিস্ট, আপনার নাম আছে কিনা দেখে নিন।”

Leave a Comment