কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গের কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা। এই প্রকল্পের ফলে ওয়েস্টবেঙ্গলের অসংখ্য কৃষকেরা প্রতিবছর আর্থিক সাহায্য পেয়ে থেকে। krishak bandhu ID number status check
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জমির রেকর্ড বা খতিয়ানের প্রয়োজন পড়ে।
প্রিয় কৃষক বন্ধুরা, আপনারা কী কৃষক বন্ধু প্রকল্প এর আবেদন করেছেন? যদি করে থাকেন তাহলে জানেন যে, প্রত্যেকের কৃষক বন্ধু আইডি নম্বর (Krishak Bandhu Id Number) যাকে KB Id বলে।
আজকে আমরা কৃষক বন্ধু প্রকল্পের আইডি নম্বর কি? আইডি নম্বর কিভাবে চেক করবেন। কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে চেক করবেন। এই আর্টিকেল এর মাধ্যমে জানাবো।
দুয়ারে সরকার ক্যাম্পে ‘কৃষক বন্ধু নতুন প্রকল্প’ এর জন্য আপনি রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু কৃষক বন্ধু আইডি নম্বর পাচ্ছেন না। তাহলে “krishak bandhu ID number status check” করবেন কিভাবে।
কৃষক বন্ধু ID কি?
কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আবেদন করেছেন। তাহলে আপনি কৃষি দপ্তর কিংবা ব্লক অফিস থেকে আপনার রেজিস্ট্রেশন আইডি বা krishak bandhu ID নম্বরটি কিন্তু পেয়ে যাবেন। এই ID সাহায্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের পুরো স্ট্যাটাস পেতে পারেন।
প্রকল্পের নাম | কৃষক বন্ধু প্রকল্প |
বিষয় | কৃষক বন্ধু আইডি নম্বর |
রাজ্য | পশ্চিমবঙ্গ (West Bengal ) |
Category | পশ্চিমবঙ্গের প্রকল্প |
আবেদনকারী | পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক |
আবেদন পদ্ধতি | Offline |
কোথায় জমা দেবেন | দুয়ারে সরকার ক্যাম্প |
ওয়েবসাইট |
কৃষক বন্ধু ID নম্বর কিভাবে পাবেন?
কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আবেদন করার সময় আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন। ওই মোবাইল নম্বরে একটি SMS আসবে ওখানে আপনার krishak bandhu ID পাবেন।
কৃষক বন্ধু ID number status check করবেন কিভাবে?
নথিভূক্ত কৃষকের krishak bandhu ID number status check করার জন্য আপনাকে krishak bandhu ওয়েবসাইট কিংবা matirkatha.net অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
- প্রথমে matirkatha.net অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন।
- এরপর নীচের দিকে কৃষক বন্ধু অপশনে ক্লিক করুন।
- পরবর্তী পেজটি ওপেন হবে যেখানে নথিভূক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করবেন।
- এবার নথিভূক্ত কৃষকের Voter ID নম্বর দিয়ে I’m not a robot বক্সে ক্লিক করে সার্চ ক্লিক করলেই পরবর্তী পেজটি ওপেন হবে।
- এরপর নথিভূক্ত কৃষকের সমস্ত তথ্য দেখতে পাবেন।
কৃষক বন্ধু আইডি চেক করার পর কী কী তথ্য দেখতে পাবেন?
উপরের বলা স্টেপ গুলির পর আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত নথি ও তথ্য দেখতে পাবেন সেগুলি হল।
AKD Id : 20টি নম্বর নিয়ে এই AKD Id হয়ে থাকে। আপনার কৃষক বন্ধু প্রকল্পের AKD নম্বরটি এই নম্বরটি লিখে রাখতে পারেন।
KB Id : এই KB Id টি হল আপনার কৃষক বন্ধু আইডি। এটি K মানে হল কৃষক এবং B মানে হল বন্ধু, অর্থাৎ কৃষক বন্ধু।
Farmar Name : তারপর কৃষকের নাম দেওয়া থাকবে। আপনার নাম টি সঠিক রয়েছে কী সেটি দেখে নিবেন।
District : জেলা।
Block : ব্লক দেওয়া থাকবে।
Gram Panchayat : গ্রামের পঞ্চায়েত এর নাম দেওয়া থাকবে।
Village : গ্রামের নাম।
Total Land: মোট জমির পরিমান কত। কৃষক বন্ধু প্রকল্পের জন্য কতটুকু জমির অনলাইন উঠেছে, তা দেখতে পাবেন।
Status : কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস। বর্তমান এই প্রকল্পের স্ট্যাটাস কী আছে।
Transaction Status : এর পর এই প্রকল্পের লেনদেন স্ট্যাটাস দেখা যাবে।
আমরা কৃষক বন্ধু প্রকল্পে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে, তাই অবশ্যই পশ্চিমবঙ্গের প্রকল্পের খবর ও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য (Bskwb.co.in) এ নজর রাখুন।
তো প্রিয় দর্শক এই আর্টিকেল এর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের আইডি নম্বর এবং স্ট্যাটাস সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন। আর যদি কোন অসুবিধা থাকে তাহলে নীচে কমেন্ট বক্সে জানতে পারেন।