আপনি কি ই-শ্রম কার্ড বা শ্রমিক কার্ড “e-shram portal” অনলাইন আবেদন করেছেন। আপনি কি জানেন “e-shram card benefits” নতুন বছরে 2022 এ কি কি সুবিধা পেতে চলেছে গ্রাহকরা। তাহলে জেনে নিন বিস্তারিত আজকের এই আর্টিকেল এর মাধ্যমে, e-shram card আবেদন করার শেষ তারিখ কবে? e-shram card আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? e-shram card নতুন করে কিভাবে আবেদন করবেন? e-shram card এর কি কি সুবিধা পাবেন?
কেন্দ্রীয় সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর অনুপ্রেরণায় ভারতীয় অসংগঠিত শ্রমিকদের নতুন প্রকল্প চালু করেন। এই e-shram card আওতায় প্রত্যেক অসংগঠিত শ্রমিক পাবেন প্রতি মাসে প্রায় 3000 টাকা।
ই শ্রম কার্ড সুবিধা লিস্ট ?
প্রথমে কিন্তু এই কার্ডের সুবিধা কতটা ছিল না কিন্তু পর পর এর সুবিধাগুলো একটিভ করা হচ্ছে। এর মধ্যে অনেকগুলো সুবিধাe shram portalথেকে সোজাসুজি আবেদন করতে পারবেন। নিম্নলিখিত এর সুবিধা গুলি জেনে নিন।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক-Click Here
e shram card benefits list
- প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন (PM-SYM) পেনশন যোজনা
- স্ব-নিযুক্ত ব্যক্তিদের জন্য জাতীয় পেনশন স্কিম (NPS)
- প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)
- প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা (PMSBY)
- অটল পেনশন যোজনা (APY)
- PDS (যে কোনো পরিবারে 15 থেকে 59 বছরের মধ্যে কোনো সদস্য নেই তাদের জন্য প্রতি মাসে 35 কেজি চাল বা গম)
- প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAYG)
- ন্যাশনাল সোশ্যাল অ্যাসিসট্যান্স প্রোগ্রাম বা বার্ধক্য সুরক্ষা (NSAP)
- আয়ুষ্মান ভারত যোজনা (PMJAY)
- তাঁতিদের জন্য স্বাস্থ্য বীমা (HIS)
- জাতীয় সাফাই কর্মচারি (NSKFDC) মেথর হিসাবে জড়িত ব্যক্তি
- ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারদের পুনর্বাসনের জন্য স্ব-কর্মসংস্থান প্রকল্প OTCA (সংশোধিত)
e shram card registration 2022 online apply
আপনারা নিজের মোবাইল বা কম্পিউটার থাকে নিজেরই শ্রম কার্ড অনলাইন আবেদনকরতে পারেন। এর জন্য ই শ্রম অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এবংREGISTER on e-Shramএ ক্লিক করে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন।
ই শ্রম কার্ড অনলাইন ফর্ম ফিলাপ কিভাবে করব?
এই কার্ড করার জন্য কয়েকটি স্টেপ ফলো করলেই আপনিe shram card online form fillupকরতে পারবেন খুব সহজে। নিম্নলিখিত স্টেপ গুলির ফলো করলে আপনি নিজে অনলাইন ফর্ম ফিলাপ করতে পারবেন।
আপনি আপনার মোবাইলের যেকোনো ব্রাউজার ওপেন করুন এবং টাইপ করুনe shramসার্চ দিন। সার্চ রেজাল্টের প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন এবংREGISTER on e-Shramএই অপশনটিতে ক্লিক করবেন।
e-Shram register Aadhar card
যদি আপনি অনলাইন আবেদন করতে যাচ্ছেন তাহলে আধার কার্ডের প্রয়োজন রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক রয়েছে। আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা ফোন নাম্বারটি প্রথমে ফাকা বক্সে বসাবেন, সঠিক ভাবে ক্যাপচা ভরবেন এবংsend otpতে ক্লিক করবেন। ওটিপি আসার পর নিচের ফাকা বক্সে বসিয়ে নেক্সট করবেন।
আপনার সঙ্গে নতুন একটি উইন্ডো ওপেন হবে, এখানে আধার কার্ড থাকা ষোলটি নাম্বার উপরে ফাকা বক্সে বসে এবং ক্যাপচা সঠিকভাবে ভোরে নেক্সট করবেন, এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা ফোন নাম্বারে ওটিপি আসবে সঠিক ভাবে গুছিয়ে নেক্সট করবেন। আপনার ছবি সহ আধার কার্ডের সমস্ত তথ্য আপনার মোবাইল স্ক্রীনে চলে আসবে এবং নিচের প্রসিড বোটনে ক্লিক করবেন।
ব্যক্তিগত বিবরণ
এর পরের পেজের মধ্যে আপনার পারসোনাল ডিটেইলস ফিলাপ করতে হবে। এই পার্সোনালিটি দেশের মধ্যে রয়েছে আবেদনকারীর ফোন নাম্বার, ইমারজেন্সি ফোন নাম্বার, আপনি বিয়ে করেছেন কিনা, আবেদনকারীর বাবার নাম ও সোশ্যাল ক্যাটাগরি দিয়ে নেক্সট করবেন।
নমিনীর বিবরণ
এরপরের পেজটি ওপেন হলে আপনার নমিনির নাম ও ডিটেলস সম্পন্ন করতে হবে। যেমন নমিনির নাম, জেন্ডার, নমিনির সঙ্গে আপনার রিলেশন ও নমিনির জন্ম তারিখ ভরে নেক্সট করেন।
ঠিকানা
নতুন পেজের মধ্যে আপনার রাজ্য, বর্তমান কোন এড্রেসে আছেন, ওই জায়গার মধ্যে আপনি কত বছর আছেন, মাইগ্রেট ওয়ার্কার হলে yes করবেন, কি কারণে কাজ করছেন ও আপনি বর্তমানে কোথায় আছেন এই সমস্ত সঠিকভাবে ফিলাপ করুন নেক্সট করবেন।
যোগ্যতা এবং আয়ের বিবরণ
এরপরের পেজটি কোয়ালিফিকেশন ইনকাম ডিটেইলস দিতে হবে। আপনার পড়াশোনা কতদূর এবং আপনার মাসে আয় কত সঠিকভাবে ভরতে হবে। সঠিকভাবে পূরণ করার পর নেক্সট এ ক্লিক করবেন।
পেশার বিবরণ
নতুন পেজটিতে আপনার অকুপেশন ডিটেলস সাবমিট করতে হবে। প্রথমে আপনার প্রধান জীবিকা কি, কত বছর ধরে এই পেশার মধ্যে আছেন, আপনার এই পেশা কোথাও থেকে ট্রেনিং পেয়েছেন কিনা, এছাড়া আপনার অন্য কিছুর মধ্যে ইন্টারেস্ট আছে কিনা, যদি ইন্টারেস্ট থাকে তাহলে কোথা থেকে শিখেছেন? এসব তথ্য কমপ্লিট করে নেক্সট বাটনে ক্লিক করবেন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
সবশেষে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস সাবমিট করতে হবে। এই তথ্যের মধ্যে প্রথমে আপনাকে ব্যাংক একাউন্ট নাম্বার, ব্যাংক একাউন্ট ফোল্ডারের নাম, IFSC COD, ব্যাংকের নাম ও ব্রাঞ্চের নাম সহ সঠিকভাবে ফিলাপ করে আপনাকে নিচে ডিক্লারেশন এ ক্লিক করে সাবমিট করতে হবে।এই প্রসেস করলে আপনি কিন্তু সঠিকভাবে ই শ্রম কার্ড অনলাইন ফর্ম ফিলাপ করতে পারবে।